আপনার সব সফটওয়্যার ইন্সটল করুন চোখের পলকে

আমরা বিভিন্ন কারণে আমাদের পিসি ফরমেট দেই বা নতুন করে অপারেটিং সিস্টেম ইন্সটল দেই। তখন আমাদের অনেক প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন ইন্সটল দিতে অনেক সময় লাগে যা এবং অনেক বিরক্তকর ও বটে। এছাড়াও বিভিন্ন সফটওয়্যার ইন্সটল দিতে অনেক সময় লাগে। এই সমস্যা সমাধানে আমি এ আগেও একটি টিউন করেছিলাম। ঐ টিউনে নিনিটা নামের একটি সার্ভিসের কথা বলেছিলাম যার মাধ্যমে আপনি অন লাইনের অনেক সফটওয়্যার অনেক সহজেই ইন্সটল করতে পারবেন।

আজকেও আমি এই রকম একটি সাইটের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। allmyapps.com নামের এই সাইটি নিনিটা থেকেও অনেক বেশি সফটওয়্যার আর অ্যাপ্লিকেশন পাবেন এছাড়াও এখানে অনেক সুযোগ-সুবিধা পাবেন যা নিনিটায় নেই। তাহলে চলুন দেখি allmyapps.com

allmyapps1

এটি একটি অন লাইন সার্ভিস, যার মাধ্যমে আপনি আপনার প্রিয় প্রোগ্রাম গুলোর একটি লিস্ট তৈরি করতে পারবেন। তারপর এক ক্লিকেই ইন্সটল করতে পারবেন। এর মাধ্যমে আপনার মূল্যবান অনেক সময় বেচেঁ যাবে। আপনি যেসব প্রোগ্রাম ইন্সটল করতে চান তা শুধু সিলেক্ট করে add to my list-এ ক্লিক করুন। সব প্রোগ্রাম সিলেক্ট হয়ে গেলে ইন্সটল বাটনে ক্লিক করুন। এখন আপনি মনের আনন্দে বসে থাকুন কারণ আপনা আপনি সকল অ্যাপ্লিকেশনই ইন্সটল হয়ে যাবে।

allmyapps2

allmyapps.com সফটওয়্যারের একটি বিশাল ভান্ডার। এখানে আপনি জনপ্রিয় প্রায় সকল সফটওয়্যার তো পবেনই সাথে সাথে যেসব সফটওয়্যার খুব বেশি জনপ্রিয় নয় যেসব সফটওয়্যার ও পাবেন। এখানে বিভিন্ন অ্যাপ্লিকেশন অ্যালফেবেটিকেলি এবং বিভিন্ন ক্যাটাগরিতে ব্রাউজ করতে পারবেন। এই সাইটটি একদম ফ্রি এবং কোন সাইন ইন করার প্রয়োজন নেই। যদি আপনি সাইন ইন করেন তাহলে সাইটটি আপনার তৈরি করা লিস্টটি অন লাইনে সেভ করে রাখবে।

ফিচার:

  • (১) আপনার প্রিয় সফটওয়্যারের একটি লিস্ট তৈরি করে শুধু মাত্র একটি ক্লিকেই ইন্সটল করতে পারবেন।
  • (২) জনপ্রিয় সব সফটওয়্যারের একটি বিশাল ভান্ডার।
  • (৩)বিভিন্ন অ্যাপ্লিকেশন অ্যালফেবেটিকেলি এবং বিভিন্ন ক্যাটাগরিতে সার্চ এবং ব্রাউজ করতে পারবেন।
  • (৪) সবচেয়ে জনপ্রিয় এবং লেটেস্ট এডিসন বের করতে পারবেন।
  • (৫) রেজিস্ট্রেশন করে আপনার তৈরি করা লিস্টটি সেভ করে রাখতে পারেন।

আমার মনে হয় সাইটি আপনাদের অনেক কাজে আসবে। আপনারা এই সাইটের মাধ্যমে প্রয়োজনিয় অনেক অ্যাপ্লিকেশন খুব সহজে এবং অনেক অল্প সময়ে আপনার পিসিতে ইন্সটল করতে পারবেন।

Level 0

আমি ইয়াসিন আরাফাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 134 টি টিউন ও 406 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এই তো শুরু পথ চলা.. চলছি আমি একলা.. অনেক কিছু আমার মাঝে.. সুযোগ পেলেই করে খেলা..


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

তুমিতো দিনে দিনে আমার সবচেয়ে প্রিয় টিউনার হয়ে যাচ্ছ।

    শাকিল ভাইয়া যে কি বলেন। ভাল টিউন করার চেষ্টা করি কতটুকু পারি তা তো ভাল আপনারাই বলতে পারেন। আরও ভালো টিউন করার জন্য চেষ্টা করব। আর আপনাকে অনেক ধন্যবাদ। আর একটা কথা আপনি কিন্তু আমার প্রিয় টিউনারদের একজন।

চরম একখান জিনিষ।

অসংখ্য ধন্যবাদ।

সত্যিই চোখের পলকে সম্ভব কিনা ?

ট্রাই করে যাচাই করছি । পরবর্তিতে ফলাফল জানাবো ।
আর ভাইরাস প্রটেক্ট কিভাবে হবে?
———-@ ধন্যবাদ @————

    ভাইয়া ট্রাই করে আমাকে জানিয়েন যে সার্ভিসটি আপনার কেমন লাগলো।

Level 0

……………আরে চেমেৎকার এক খান জিনিস তো !!!!!!!!!!! ধন্যবাদ…………………..

Many many Thanks for good tune.

অসাধরন……ধন্যবাদ

মনে ত হয় ভালই… দিলাম ইন্সটল। শিশু ধন্যবাদ (কাজ ঠিকমত হলে পূর্ণবয়ষ্ক ধন্যবাদ দিব)