বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামুআলাইকুম । সবাইকে আমার আন্তরিক প্রীতি, সম্মান, শুভেচ্ছা ও ভালবাসা জ্ঞাপন করছি। আশাকরি আল্লাহ্র অশেষ রহমতে সবাই ভালো আছেন।
আমি আনন্দে আত্মহারা। আমি শখ করে আমার ফেসবুক থেকে কতগুলো ছবি টিটিতে আপনাদের উদ্দেশ্যে পোস্ট করেছিলাম। যখন পোস্ট করেছিলাম তখন মনটা ছিলো ভিরু। আজ বেশ সাহোসের সাথে দিচ্ছি। আর আজকের সাহোসের মূলমন্ত্র হল আপনাদের দ্বারা আমাকে বরন করে নেয়া। নজরুলেন একটা গানের লিরিক- “আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়, আমার কথার সুর গো, আমার গানের মালা গো, কুড়িয়ে তুমি নিয়ো”।
আজ নজরুল থাকলে হয়তো এভাবে লিখতেন না। তখোন যা ছিলো কল্পনা বিলাস আজ সেটা বাস্তব।
যাই হোক, আমি আজ যে ছবিগুলো দিচ্ছি তার সবগুলোই আমার ফেসবুক একাউন্ট থেকে নামানো। ছবিগুলো যখন বাছাই করেছিলাম হঠাৎ হঠাৎ চমকে উঠেছি। মন দিয়ে দেখছিলাম ছবির সাথের কমেন্টগুলো। হায়রে ফেসবুক!!! কতো অচেনা মানুষ চেনা হয়ে গেল। এই সামান্য কয়েক বছরে কতো স্মৃতির সাক্ষী হয়ে গেল এই দুরন্ত লক্ষীছাড়া ফেসবুকটা। ছবির সাথের কমেন্টগুলো দেখছিলাম আর ভাবছিলাম ফেসবুকের সাথে এক একটি দিন কাটানোর কথা। বিশ্বাস করুন আপনাদের বাহাবা কুড়ানো আমার উদ্দেশ্য না। আমি শুধু আমার কিছু ভালোলাগা ছবি আপনাদের দেখাতে চাচ্ছি।
আমার সকোল অন্তর দিয়ে শ্রদ্ধা জানাচ্ছি নাম না জানা সেই ফেসবুক বন্ধুদের যারা এই ছবি গুলো শেয়ার করেছিলেন সেই সাথে এই ছবি গুলো তৈরিকরার কারিগরদের।
প্রতিটা ছবির নং উল্লেখ করা আছে। দয়া করে ভাল মন্দ জানাবেন। কোনো ছবি ভালো লাগলে তার ছবির ক্রমিক নম্বর উল্লেখ করবেন। আর কথা না বাড়িয়ে অনূগ্রহ করে আমার ফেসবুক একাউন্ট থেকে কালেক্ট করা ছবিগুলো দেখা যাক-
১. ছোট্টবেলায় এমন মেঘ দেখে মনে মনে কত কি যে কল্পনা করেছি....
২.
৩. একদিন কুয়াকাটার সমুদ্র সৈকতে একজন অনুরোধ করলো তার ছবি তুলে দিতে। দিয়েছিলাম তবে মাথাবিহীন। তিনি হয়তোবা আজও আমাকে অভিশাপ দিচ্ছেন।
৪. ঠোঁট না ফুল!!!
৫. কতোদিন আর এ জীবন কতো আর এ মধুলগন..............
৬.
৭.
৮.
৯. একদম সত্যি যতোবড় চাকুরীজিবিই হোন না কেনো, চাকরী মানে চাকর!!!
১০.
১১. দেখুন জীবনটা কতো ছোট....
১২.
১৩.
১৪.
১৫.মন্তব্য নিঃপ্রয়োজন!!!
১৬.
১৭.
১৮.
১৯.
২০.
২১. আমার কিন্তু জীবনের অনেক রাত ভোর হয়ে গেছে ফেসবুকে থেকে থেকে। আপনার?
২২.
২৩.
২৪.
২৫.
২৬.
২৭.
২৮.
২৯.
৩০.
৩১.
৩২.
৩৩.
৩৪.
৩৫. হাতের উপর আঁকা
৩৬.
৩৭. অনেককে দেখেছি জুতো অনেক সাবধানে রাখতে। আমি জুতোর ব্যাপারে সর্তক। তবে একটি জুতো সাবধানে রাখি। কোনো খোড়া মানুষ চুরি করলে করুক।
৩৮.
৩৯. একটা গল্প মনে পড়লো। শুনুন। এক কট্রাকটর খাম্বা বসানোর কাজ করার উদ্দেশ্যে ৪জন করে এক একটি গ্রুপ তৈরি করলেন। দিন শেষে হিসেব নিলেন। কোনো টিম দিনে ২০টা, কোনো টিম ১০টা আবার কোনো টিম ১৫টা। তবে একটা টিম সারাদিনে খাম্বা বসিয়েছে দুটি। কন্ট্রাকটর কারণ জানতে চাইলেন। ওই টিম বললো, "স্যার আমরা কাজে ফাঁকি দেই না ওরা খম্বার একটুখানি মাটিতে পুতে প্রায় পুরো অংশ উপরে রেখেছে। আর আমরা একদম মাটির মধ্যে পুরো খাম্বা ঢুকিয়ে মাটি দিয়ে ঢেকে দিয়েছি।"
৪০.
৪১.
৪২.
৪৩.
৪৪.
৪৫.
৪৬.
৪৭.
৪৮.
৪৯.
৫০.
৫১.
৫২.
৫৩.
৫৪.
৫৫.
৫৬.
৫৭.
৫৮.
৫৯.
৬০.
৬১.
৬২.
৬৩.
৬৪.
৬৫.
৬৬.
৬৭.
৬৮.
৬৯.
৭০.
৭১.
৭২.
৭৩.
৭৪.
৭৫.
৭৬.
৭৭.
৭৮.
৭৯.
৮০. প্রযুক্তি এখন মধ্যগাছে!!!
৮১.
৮২.
৮৩. পৃথিবীতে যদি কেউ নিঃস্বার্থ ভালবাসে তিঁনি হলেন "মা"।
৮৪.
৮৫.
৮৬.
৮৭.
৮৮. স্কুল জীবনের "যেমন খুশি তেমন সাঁজো" প্রতিযোগীতার কথা মনে পড়ছে..........
৮৯. তাইতো বলি সবই নীয়তি....
৯০.
৯১.
৯২. চোখ ফেটে এলো জল/ এমনি করে জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল (নজরুল)
৯৩.
৯৪.
৯৫.
৯৬.
৯৭.
৯৮.
অনেক ছবি ইচ্ছে থাকা সত্ত্বেও দিতে পারলাম না। নাম, আইডি ও স্পষ্ট কপিরাইটস লেখার কারণে। আপনাদের কোনো ছবিতে কোনো আপত্তি থাকলে আমাকে দয়া করে জানাবেন আমি সরিয়ে ফেলবো। আরও কিছু চমৎকার ছবি দিতে পারলাম না রাজনৈতিক বার্তা থাকতে পারে বলে। আগের ছবিগুলো ছিল বাণী প্রধান আজকের ছবিগুলো চিত্রপ্রধান। সবার জন্য শুভ কামনা রইলো।
আপনাদের ব্যাপক সাড়া আমার নিত্যদিনের অনুপ্রেরণা।
আমি মোঃ আসিফ- উদ-দৌলাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 1147 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মা ও বাংলা ভাষার কাঙ্গাল
Superbz!!!!