ফেসবুকে কুড়িয়ে পাওয়া ছবি। মন দিয়ে দেখুন!!!

বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামুআলাইকুম । সবাইকে আমার আন্তরিক প্রীতি, সম্মান, শুভেচ্ছা ও ভালবাসা জ্ঞাপন করছি। আশাকরি আল্লাহ্‌র অশেষ রহমতে সবাই ভালো আছেন।

আমি আনন্দে আত্মহারা। আমি শখ করে আমার ফেসবুক থেকে কতগুলো ছবি টিটিতে আপনাদের উদ্দেশ্যে পোস্ট করেছিলাম। যখন পোস্ট করেছিলাম তখন মনটা ছিলো ভিরু। আজ বেশ সাহোসের সাথে দিচ্ছি। আর আজকের সাহোসের মূলমন্ত্র হল আপনাদের দ্বারা আমাকে বরন করে নেয়া। নজরুলেন একটা গানের লিরিক- “আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়, আমার কথার সুর গো, আমার গানের মালা গো, কুড়িয়ে তুমি নিয়ো”।

আজ নজরুল থাকলে হয়তো এভাবে লিখতেন না। তখোন যা ছিলো কল্পনা বিলাস আজ সেটা বাস্তব।

যাই হোক, আমি আজ যে ছবিগুলো দিচ্ছি তার সবগুলোই আমার ফেসবুক একাউন্ট থেকে নামানো। ছবিগুলো যখন বাছাই করেছিলাম হঠাৎ হঠাৎ চমকে উঠেছি। মন দিয়ে দেখছিলাম ছবির সাথের কমেন্টগুলো। হায়রে ফেসবুক!!! কতো অচেনা মানুষ চেনা হয়ে গেল। এই সামান্য কয়েক বছরে কতো স্মৃতির সাক্ষী হয়ে গেল এই দুরন্ত লক্ষীছাড়া ফেসবুকটা। ছবির সাথের কমেন্টগুলো দেখছিলাম আর ভাবছিলাম ফেসবুকের সাথে এক একটি দিন কাটানোর কথা। বিশ্বাস করুন আপনাদের বাহাবা কুড়ানো আমার উদ্দেশ্য না। আমি শুধু আমার কিছু ভালোলাগা ছবি আপনাদের দেখাতে চাচ্ছি।

আমার সকোল অন্তর দিয়ে শ্রদ্ধা জানাচ্ছি নাম না জানা সেই ফেসবুক বন্ধুদের যারা এই ছবি গুলো শেয়ার করেছিলেন সেই সাথে এই ছবি গুলো তৈরিকরার কারিগরদের।

প্রতিটা ছবির নং উল্লেখ করা আছে। দয়া করে ভাল মন্দ জানাবেন। কোনো ছবি ভালো লাগলে তার ছবির ক্রমিক নম্বর উল্লেখ করবেন। আর কথা না বাড়িয়ে অনূগ্রহ করে আমার ফেসবুক একাউন্ট থেকে কালেক্ট করা ছবিগুলো দেখা যাক-

 

১. ছোট্টবেলায় এমন মেঘ দেখে মনে মনে কত কি যে কল্পনা করেছি....

২.

 

৩. একদিন কুয়াকাটার সমুদ্র সৈকতে একজন অনুরোধ করলো তার ছবি তুলে দিতে। দিয়েছিলাম তবে মাথাবিহীন। তিনি হয়তোবা আজও আমাকে অভিশাপ দিচ্ছেন।

 

৪. ঠোঁট না ফুল!!!

 

 

৫. কতোদিন আর এ জীবন কতো আর এ মধুলগন..............

৬.

৭.

৮.

৯. একদম সত্যি যতোবড় চাকুরীজিবিই হোন না কেনো, চাকরী মানে চাকর!!!

১০.

১১. দেখুন জীবনটা কতো ছোট....

১২.

.

১৩.

১৪.

১৫.মন্তব্য নিঃপ্রয়োজন!!!

১৬.

১৭.

১৮.

১৯.

২০.

২১. আমার কিন্তু জীবনের অনেক রাত ভোর হয়ে গেছে ফেসবুকে থেকে থেকে। আপনার?

২২.

২৩.

২৪.

২৫.

২৬.

২৭.

২৮.

২৯.

৩০.

৩১.

৩২.

৩৩.

৩৪.

৩৫. হাতের উপর আঁকা

৩৬.

৩৭. অনেককে দেখেছি জুতো অনেক সাবধানে রাখতে। আমি জুতোর ব্যাপারে সর্তক। তবে একটি জুতো সাবধানে রাখি। কোনো খোড়া মানুষ চুরি করলে করুক।

৩৮.

৩৯. একটা গল্প মনে পড়লো। শুনুন। এক কট্রাকটর খাম্বা বসানোর কাজ করার উদ্দেশ্যে ৪জন করে এক একটি গ্রুপ তৈরি করলেন। দিন শেষে হিসেব নিলেন। কোনো টিম দিনে ২০টা, কোনো টিম ১০টা আবার কোনো টিম ১৫টা। তবে একটা টিম সারাদিনে খাম্বা বসিয়েছে দুটি। কন্ট্রাকটর কারণ জানতে চাইলেন। ওই টিম বললো, "স্যার আমরা কাজে ফাঁকি দেই না ওরা খম্বার একটুখানি মাটিতে পুতে প্রায় পুরো অংশ উপরে রেখেছে। আর আমরা একদম মাটির মধ্যে পুরো খাম্বা ঢুকিয়ে মাটি দিয়ে ঢেকে দিয়েছি।"

৪০.

৪১.

৪২.

৪৩.

.

৪৪.

৪৫.

৪৬.

৪৭.

৪৮.

৪৯.

৫০.

৫১.

৫২.

৫৩.

৫৪.

৫৫.

৫৬.

৫৭.

৫৮.

৫৯.

৬০.

৬১.

৬২.

৬৩.

৬৪.

৬৫.

৬৬.

৬৭.

৬৮.

৬৯.

৭০.

৭১.

৭২.

৭৩.

৭৪.

৭৫.

৭৬.

৭৭.

৭৮.

৭৯.

৮০. প্রযুক্তি এখন মধ্যগাছে!!!

৮১.

৮২.

৮৩. পৃথিবীতে যদি কেউ নিঃস্বার্থ ভালবাসে তিঁনি হলেন "মা"।

৮৪.

৮৫.

৮৬.

৮৭.

৮৮. স্কুল জীবনের "যেমন খুশি তেমন সাঁজো" প্রতিযোগীতার কথা মনে পড়ছে..........

৮৯. তাইতো বলি সবই নীয়তি....

৯০.

৯১.

৯২. চোখ ফেটে এলো জল/ এমনি করে জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল (নজরুল)

৯৩.

৯৪.

৯৫.

৯৬.

৯৭.

৯৮.

অনেক ছবি ইচ্ছে থাকা সত্ত্বেও দিতে পারলাম না। নাম, আইডি ও স্পষ্ট কপিরাইটস লেখার কারণে। আপনাদের কোনো ছবিতে কোনো আপত্তি থাকলে আমাকে দয়া করে জানাবেন আমি সরিয়ে ফেলবো। আরও কিছু চমৎকার ছবি দিতে পারলাম না রাজনৈতিক বার্তা থাকতে পারে বলে। আগের ছবিগুলো ছিল বাণী প্রধান আজকের ছবিগুলো চিত্রপ্রধান। সবার জন্য শুভ কামনা রইলো।

আপনাদের ব্যাপক সাড়া আমার নিত্যদিনের অনুপ্রেরণা।

Level 2

আমি মোঃ আসিফ- উদ-দৌলাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 1147 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মা ও বাংলা ভাষার কাঙ্গাল


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Superbz!!!!

Level 0

ছবি গুলো ব্যাপক।

Level 0

vaia chobi gulo amio facebook e upload korlam

Level 0

চরম কালেকশন…

…………………………………

Thanks.

59 snap is my post. i posted this snap. It made by algosaibi hospitality dammam. i working this company. you can coloction more photo from my FB. Thank you for good post.

টিটি সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আমার এই ক্ষুদ্র কালেকশন উৎসর্গ করেছিলাম নাম না জানা ছবির স্রষ্টাদেরকে। তবে আমি ভাগ্যবান একজনকে পাওয়া গেলো যিনি ৬৯নং ছবির স্রষ্টা মোঃ আল মামুন। ফেসবুকে আমার অনেক অভিজ্ঞতার মধ্যে একটা হলো আমার তৈরিকৃত অনেক ছবি ঘুরেফিরে আমার কাছে বার বার আমার কাছে এসেছে এমনকি ট্যগও হয়েছে। ধন্যবাদ আল মামুন ভাই!!! সেই সাথে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি @ বাংলাদেশী প্রিন্স, বিপাসা, মোহাম্মদ খালিদ হোসাইন, পলাশ দেব, রিশাদ, জিকো, মুসাফির সায়মুন সহ যারা ছবি গুলো দেখেছেন সবাইকে। আশা করি আপনারা এগুলো আপনাদের ফেসবুকে পোষ্ট করবেন এবং অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করবেন।

ধন্যবাদ।

Level 0

আপনি কি ভাবে আশা করেন আমি আপনাকে ধন্যবাদ দিব …।কখনই না আপনাকে আমি ১০০ কেজি রসমালাই কুরিয়ার এ পাঠাব ……হেহেহেহেহেহে

সুন্দর কালেকশন। 🙂

আপনি কি ভাবে আশা করেন আপনার রসমালাইয়ের অপেক্ষায় থাকবো। তার আগে আপনার নাম করে ১০০০ কেজি রসমালাইয়ের স্বাদ নেব। প্লিজ!!! পাঠানোর দরকার নেই, বলেছেন যে তাতেই খাওয়া হয়ে গেছে। @ মনির ভাই

কিছু বলার নাই, ভাষা হারিয়ে ফেলেছি…….

Level 0

অনেক ধন্যবাদ ভাই জান, আপনার ছব

    Level 0

    ছবি গুলো কেন ফেসবুকে শেয়ার করা যাচ্ছেনা?

ওরে ভাই দারুন হয়েছে
আপনাকে ধন্যবাদ

আবারও ধন্যবাদ জানাচ্ছি। ছবি গুলো মন দিয়ে দেখার জন্য। @ বাকী, এসএম আলম, ম্যাকসন, মুরাদ সহ সবাইকে।

ভাই কমেন্ট না করলে অন্যায় হবে তাই কষ্ট করে লগইন করলাম। মারাত্মক কালেকশন ।

আপনার কষ্টের জন্য ধন্যবাদ। আপনার কোনো পরামর্শ থাকলে বলতে পারেন @ এম. এইচ. রিয়াদ

Level 0

Nothing to say!! Just keep it up!!!!!!!!!

Very good and nice.

Awesome.keep it up

Level 0

nice

Level 2

যে কোনও রকম সুমন্তব্য আপনার এই আসাধারন প্রচেষ্টার যোগ্য নয় আসিফ ভাই। তাই কেবল নীরবে কুর্নিশ জানালাম। ঈশ্বর চিরকাল এমন ভাবেই আপনার মনকে সজীব রাখুন।

বস, মুগ্ধ হয়ে দেখলাম, ধন্নবাদ শেয়ার করার জন্য

Level 2

সবগুলোই দেখলাম ।। ধন্যবাদ !!

আপনাদের ভালবাসায় আমি আকাশে উড়ছি!!!! আমার জন্য দোয়া করবেন।