ফেসবুকে কুড়িয়ে পাওয়া কতগুলো ছবি। চোখ দিয়ে নয় মন দিয়ে দেখুন!!!

বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামুআলাইকুম । সবাইকে আমার আন্তরিক প্রীতি, সম্মান, শুভেচ্ছা ও ভালবাসা জ্ঞাপন করছি। আশাকরি আল্লাহ্‌র অশেষ রহমতে সবাই ভালো আছেন।

ফেসবুক! ফেসবুক!! ফেসবুক!!! পাগল মাতওয়ারা করা জুকারবার্গের এক অনবদ্য সৃষ্টি। ছেলে বুড়ো আজ সবাই ফেসবুক জ্বরে আক্রান্ত। আমার এই টিউনটি অকাজেরই বলা চলে। খুব সিরিয়াস কিছু লিখবো বলে হাত লাগিয়েছিলাম। কিন্তু হঠাৎ মত পাল্টে গেল এবং এই টিউনটি দিতে ইচ্ছে হলো। টিউনটির মূল অনুপ্রেরণা হল নাম না জানা কোনো কবির লাইন- “যেখানে দেখিবে ছাই, কুড়াইয়া দেখ তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন” ।

আসলে ফেসবুক থেকে ছবি ট্যাগ করা, নিজে ডিজাইন করা এবং অফুরন্ত ছবি কালেকশন আমার দীর্ঘদিনের অভ্যেস।

এখানে খুব সতর্কতার সাথে সামান্য কয়েকটি ছবির বাণী দিলাম। যার কয়েকটি আমার মন থেকে এসেছিল। বাকিগুলো আমার ফেসবুক একাউন্ট থেকে দিলাম। ফেসবুকে কুড়িয়ে পেয়েছি তারপরও এগুলো কারও না কারও সৃষ্টি তাই সেই অচেনা মানুষের প্রতি আমার সকল অন্তর দিয়ে কৃতজ্ঞতা জানাচ্ছি।

খুব মনে পড়ছে, এখানের অনেক ছবিতে কমেন্ট দেখতে ও লিখতে অনেক সময় কেটে গেছে। ইচ্ছে থাকা সত্ত্বেও অনেক বাণী দিতে পারলাম না নাম, ফেসবুক এড্রেস কিংবা যোগাযোগের এড্রেস যুক্ত থাকার কারণে।

ভালো লাগলে অকপটে ও প্রাণ খুলে মতামত জানাবেন।

১.

২.

৩.

৪.

৫.

৬.

৭.

৮.

৯.

১০.

১১.

১২.

১৩.

১৪.

১৫.

১৬.

১৭.

১৮.

১৯.

২০.

২১.

২২.

২৩.

২৪.

২৫.

২৬.

২৭.

২৮.

২৯.

৩০.

৩১.

৩২.

৩৩.

৩৪.

৩৫.

৩৬.

৩৭.

৩৮.

৩৯.

৪০.

৪১.

৪২.

৪৩.

৪৪.

৪৫.

৪৬.

৪৭.

৪৮.

ছবিগুলো দেখি আর ভাবি কতো আবেগ মিশিয়ে এগুলো ফেসবুকে পোস্ট করা হয়েছিল। মানুষের মন কত বিচিত্র!!!

এই ছবিটি কোনো বাঙালী চিত্রশিল্পীর সবচেয়ে জনপ্রিয় ইলুশন ছবি। সেই চিত্রকর হলেন অঢেল প্রতিভার অধিকারী সত্যজিত রায়। এটা তাঁর শেষ চিত্রকর্ম। সত্য বাবুর “পথের প্যাচালী” সিনেমার কাঁশফুলের একটা শর্ট তাঁর মনের মতো না হওয়ায় এক বছর অপেক্ষা করেছিলেন। তিনি সিনেমার স্কৃপ্টের মধ্যে ছবি একে স্কেচ করে নিতেন।

পৃথিবীর খুব রহস্যময় একটা ইলুশন ছবি লিওনার্দো-দা-ভিঞ্চির “মোনালিসা"। মোনালিসার হাসি অদ্ভুত, মায়াবী ও রহস্যে আবৃত।

সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে মোনালিসার ঠোঁটের কোণে কয়েক লক্ষ বার আঙ্গুল দিয়ে রঙের ছটা দেয়া হয়েছে। লিওনার্দো-দা-ভিঞ্চি বামহাতে ছবি আঁকতেন।

আপনাদের অনুরোধের ইলুশন ইমেজ নিয়ে টিউনটি প্রায় শেষের পথে কোনো এক ছুটির দিনে শেষ করে আপনাদের মাঝে পোস্ট করে দেবো।

আপনাদের ব্যাপক সাড়া আমার নিত্যদিনের অনুপ্রেরণা।

Level 2

আমি মোঃ আসিফ- উদ-দৌলাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 1147 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মা ও বাংলা ভাষার কাঙ্গাল


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

You have done an amazing job. Thanks for sharing.

দারুন মজার পোস্ট। সোজা প্রিয়তে …………।আপনার পোস্ট নিয়মিত চাই

আপনাদের পছন্দ মানে আমার পছন্দ!!!

৩০ নং ছবিটার লেখাগুলো পরে অনেক হাসলাম, অনেক ধন্যবাদ আপনাকে

Level 0

very nice…… THANKS FOR YOUR FOST

Level 0

Super!!!!!! প্রিয়তে রাখলাম

দারুন হয়েছে, প্রিয়তে রাখলাম।

রবিন্দ্রনাথ ঠাকুর একটা কবিতার বই লিখলেন। বইয়ের নাম “সঞ্চিতা”। কিন্তু প্রেসে ছাপাতে ভুল হয়ে গেল। রবিন্দ্রনাথ বেশ রেগে গেলেন। এরমধ্যে বইটির অনেকগুলো কপি ছাপা হয়ে গেছে। প্রেস কর্তৃপক্ষ ভুলটা সংশোধন করতে রাজী। রবিন্দ্রনাথ বললেন, “এত লোক যখন শ্রম দিয়েছে ভুল নামটাই থাক”। সেই বইটার নাম হল “সঞ্চয়িতা”। একটি ভুল থেকে আমরা বাংলায় সঞ্চয়িতা নামে চমৎকার শব্দটি পেলাম।
আপনারা আমার এই টিউনটাকে প্রিয়তে স্থান দেয়ায় এই কথাটি মনে পড়ে গেল। ধন্যবাদ!!!!!

Level 2

সুন্দর লাগল । আরও পোস্ট চাই

Level 0

Kisu kota khubi mormosporshi. Thanks

Many many Thanks.

Thanks সুন্দর লাগল । আরও পোস্ট চাই।

প্রিয় টিউনস ad u r post

Level 0

অনেক ধন্যবাদ আপনাকে;;;;;

আপনাদের কাছে আমি ঋণী। এই ঋণ সামান্য হলেও শোধ করার একমাত্র উপায় সুন্দর সুন্দর টিউন উপহার দেয়া। অবশ্যই পোষ্ট পাবেন।

vai apnake onek onek thanks, kotha gulo khub valo laglo…..
thanks…..

আপনাদের সাড়া ও প্রিয়তে স্থান দেয়া আমাকে অনুপ্রানিত করে………………..

ভাল লাগলো

Level 0

Thanks, ধন্যবাদ

Level 2

আসিফ ভাই, আপনার থেকে পাওয়া ছবি গুলো দিয়ে ফেসবুক এ খুব মাতব্বরি করছি। ওগুলোতে পাওয়া প্রতিটা কমেন্ট আপনারই প্রাপ্র।
এরকম ডায়লগ যুক্ত পিকচার এর সম্ভার যদি আরও থাকে আপনার কাছে তবে দয়া করে ওগুলোও নিয়েও টিউন করুন ভাই।
খুব খুব ভাল থাকবেন জী।

Level 0

প্রিয় টিউনস ad u r post jjjjjjaaaaaaaaaakkkkkkassssss

Level 0

মোঃ আসিফ- উদ-দৌলাহ্ vai ami apnake friendrequest send korsi accept koren

Level 0

মোঃ আসিফ- উদ-দৌলাহ্ vai ami apnake friendrequest send korsi accept korenplz plz plz

ধন্যবাদ ভাই জীবন সম্পর্কে চমৎকার কিছু দার্শনিক তথ্য আমাদের উপহার দেওয়ার জন্য ।