২০১২ সালের প্রথম দিকে আমি নতুন কিছু করার পরিকল্পনা হাতে নিলাম। বাংলাদেশে প্রযুক্তি ই-বুক গুলো হাতে গুনে ফেলা যায়। কারন এই দেশের মানুষ ব্লগকে যেভাবে গ্রহণ করেছে সেই ভাবে প্রফেশনাল বাংলা ব্লগিং এর ধারা শুরু করতে পারে নাই। আর ই-বুক বানালে কেউ আমাজান থেকে টাকা দিয়ে কিনবে না এটা সবাই জানে।
কিন্তু তাই বলে কি এ দেশে বাংলা টেক ই-বুক আসবে না? আমার পরিকল্পনা এই বছরে অন্ততঃ ১২ টি বাংলা ই-বুক প্রকাশ করবো। বইয়ে ব্লগিং এর ধারার চেয়ে একটু ভিন্ন ধরনের লেখা লিখতে হয়। আর এই নিদের্শনা দিয়ে বাংলা ব্লগার আরিফুল ইসলাম শাওন ভাইকে অনুরোধ করলাম ওয়ার্ডপ্রেসের উপরে প্রাথমিক ব্যবহারকারীদে জন্য একটি বিস্তারিত ই-বুক লিখে দিতে।
ফ্রিল্যান্সারদের হাতে সময় থাকে না। তার পরেও সময় করতে হলো তাকে। অনেক বিস্তারিত লিখেছেন তিনি। যেখানে এক কথায় শেষ করে দেওয়া যায় সেখানে বিস্তারিত আলোচনা করেছেন । ওয়াডর্ডপ্রেসের উপরে এভাবে কথা বলতে দেখি নাই কাউকে। নতুন কেউ যদি বলেন, ওয়ার্ডপ্রেস শিখতে চাই। তার হাতে অনায়াসে বইটি ধরিয়ে দিতে পারেন। বইটির অনলাইন সংস্করণ টিউটোরিয়ালবিডিতে প্রকাশিত হয়েছ।
এক নজরে
(পোস্ট লেখকঃ টিউটোহোস্টের মাহবুব টিউটো)
আমি টিউটোহোস্ট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 162 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টিউটোহোস্ট বাংলাদেশের একটি জনপ্রিয় ওয়েব হোস্টিং সেবাদানকারী প্রতিষ্ঠান। যুক্তরাস্ট্র এবং যুক্তরাজ্য ভিত্তিক দ্রুতগতির বেশ কিছু ওয়েব সারভারে গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিরাপদে সংরক্ষণ করা হয়। আমরা এদেশে ২৪ ঘন্টা এবং বছরে ৩৬৫ দিন অনলাইন এবং ফোন সাপোর্টের ব্যবস্থা রেখেছি। বাংলেদশসহ অনেক দেশের জনপ্রিয় ওয়েবসাইট আমাদের সারভার ব্যবহার করছে।
Download link টা দেখি না তো ?