বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামুআলাইকুম । সবাইকে আমার আন্তরিক প্রীতি, সম্মান, শ্রদ্ধা ও ভালবাসা জ্ঞাপন করছি। আশাকরি আল্লাহ্র অশেষ রহমতে সবাই ভাল আছেন।
মানুষের চোখকে ধোকা দেয়ার নামই হলো ইলুশন। আমরা আলেয়াকে আলো ভেবে ভুল করি। এমন অনেক ছবি আছে যাতে যে কারও ভুল হয়ে যেতে পারে। আসুন দেখা যাক তেমনি কিছু ছবি যাতে মধুর ভুল লুকিয়ে আছে।
বলুন তো বুড়ো বুড়ি নাকি তিনজন মানুষ?
বলুন তো সার্ক নাকি রাস্তায় আঁকা ছবি?
বলুন তো রাস্তার মধ্যে ফাটল নাকি ফাটলটি আঁকা?
ভালো করে দেখুন তো একটা বচ্চা দেখা যায় কিনা?
বলুন তো কলি, ফুল, পাতা আর প্রজাপতি নাকি কোনো সুন্দরীর ছবি?
বলুন তো গাছ, পাখি নাকি কোনো সুন্দরীর ছবি?
বলুন তো ছেলে ও মেয়ে মুখোমুখি নাকি অন্যকিছু?
ভালো করে দেখুনতো ছয়টি না চারটি?
বৃত্তটি নড়ছে কেনো?
বলুন তো দু’টি ঘোড়া নাকি একটি মেয়ে?
বৃত্তটি নড়ছে কেনো?
বলুন তো গোলাপ ফুল নাকি ফুলের পাপড়ির মধ্যে দু’জন?
বলুন তো কয়টি কালো বিন্দু আছে?
বলুন তো মানুষগুলো কি উপরে না নিচে?
একমনে হলুদ বিন্দুটির দিকে কিছুক্ষণ চেয়ে থাকুন তো। মাএ ৫ সেকেন্ড তাকালেই হবে। কি দেখা যাচ্ছে?
সিংহ নাকি হাতের ছাপ?
খুব শিঘ্রই আমি ইলুশন ইমেজ তৈরি করার সহোয কিছু উপায় নিয়ে টিউন করার চিন্তা-ভাবনা করছি। এবং আমার তৈরি করা কিছু ইলুশন ইমেজ আপনাদের দেখাবো বলে ঠিক করেছি।
ঠিক মতো শরীরের যত্ন নিবেন। কোন ব্যাপার নিয়ে অহেতুক টেনশন করবেন না। মানুষ ১০ টি ব্যাপার নিয়ে টেনশন করলে তার মধ্যে একটি ঘটার সম্ভাবনা থাকে। আপনাদের অগনিত সাড়া আমার নিত্যদিনের প্রেরণা।
আমি মোঃ আসিফ- উদ-দৌলাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 1147 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মা ও বাংলা ভাষার কাঙ্গাল
vai ami baccha ta ke khuje pai nai. help koren…….