অভিনব সব ওয়ালপেপার স্ক্রীণসেভার আর ডেস্কটপ উইগেট তৈরি করুন ফটোজয় দিয়ে

ছবি আমাদের জীবনের বিশেষ মূহুর্ত গুলোকে ধরে রাখে। ধরে রাখে আমাদের স্মৃতি। আমাদের এই প্রিয় ছবি গুলোকে আমরা বিভিন্ন ধরণের সফটওয়্যার দিয়ে নানান রূপ দিয়ে সৌন্দর্য বাড়িয়ে তুলতে পারি আরও এক ধাপ। আপনার প্রিয় ছবি বা ইমেজ দিয়ে আপনি তৈরি করতে পারেন অভিনব সব ওয়ালপেপার, স্ক্রীণসেভার, উইগেট। এবং এই সহজ এবং মজাদার কাজটি করতে পারেন ফটোজয় নামক সফটওয়্যার দিয়ে। তাহলে চলুন দেখি আসি এক নজরে ফটোজয় (Photojoy)।

photojoy college

সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করে নিন। সফটওয়্যারটি ডাউনলোড হয়ে ডেস্কটপে একটি শর্টকাট আইকন তৈরি হবে, এবং ডেস্কটপের শর্টকাট আইকনে ক্লিক করলে আবার ডাউনলোড শুরু হবে এবং পরে ইন্সটল করতে হবে। এই সফটটি অনলাইন ইন্সটলেশন হয়। তাই ফটোজয় (Photojoy) ব্যবহার করতে আপনার অবশ্যই ইন্টারনেট কানেক্টশন থাকা লাগবে।

ইন্সটল হয়ে গেলে সফটটি ওপেন করলে দেখবেন উপরে বেশ কিছু অপশন রয়েছে। কলোজেস, ফটো টয়স, স্ক্রীণসেভার এবং ফটো লাইব্রেরি এই অপশন গুলোই এই সফটের প্রধান বৈশিস্ট্য। এড&মেনেজ এখান থেকে প্রথমে আপনার পছন্দের ছবি গুলো সিলেক্ট করুন।

add

অর্থাৎ আপনি যে ছবি নিয়ে ওয়ালপেপার তৈরি করতে চান তা সিলেক্ট করুন।

ডায়নামিক ওয়ালপেপার(Collages):

collage

এখান থেকে আপনি অনেক ধরণের ওয়ালপেপার তৈরি করতে পারবেন। এখানে আপনি Most Popular, Abstract, Beach, Cats, Nature, Puppies, Wooden ইত্যাদি ফোল্ডার রয়েছে। এখানে বিভিন্ন ধরণের ওয়ালপেপার রয়েছে। যেকোন ফোল্ডারে ক্লিক করলে দেখবেন ভিতরে বেশ কিছু ওয়ালপেপার রয়েছে।

এরপর ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড শুরু হবে। ডাউনলোড শেষ হয়ে গেলে Set as a Wallpaper এ ক্লিক করলে আপনার ছবি গুলো নিয়ে ডেস্কটপের ওয়ালপেপার হয়ে যাবে। এখানে আপনার তিনটি ছবি বা ইমেজ পোস্টকার্ডের মত থাকবে এবং আপনার সিলেক্ট করা ইমেজ থেকে নির্দিস্ট সময় পরপর ইমেজ সাফেল হতে থাকবে।

সাফেল অন:

suffel on

এই অপশন থেকে আপনি ইমেজ সাফেল হওয়ার টাইম সেট করতে পারবেন। অর্থাৎআমেই গুলো কতক্ষণ পরপর সাফল হবে।

ফটো উইগেট (Photo Toys):

photo toys

ফটো উইগেট (Photo Toys) অসাধারণ একটি জিনিস। এটি আপনার নির্বাচন করা ছবি গুলো দিয়ে অভিনব আর মন মাতানো সব ডেস্কটপ উইগেট তৈরি করে দিবে যা আপনার ডেস্কটপে ভাসমান অবস্থায় থাকবে।

এখানেও ডাউনলোড বাটনে ক্লিক করে উইগেট ডাউনলোড করে নিন। তারপর ডাউনলোড শেষ হয়ে গেলে Add another Photo Toys এ ক্লিক করলেই দেখবেন আসল মজা। এখানে রেন্ডমলি আপনার সিলেক্ট করা ইমেজ বা ছবি সাফেল হতে থাকবে।

স্ক্রীণসেভার:

screensaver

এখানেও Most Popular, Animated Desktop, Aquariums, Butterflies, Clock, Forest, Ocean, River and Creeks, Waterfalls নামে ফোল্ডার রয়েছে। যেকোন ফোল্ডারে ক্লিক করলে বিভিন্ন স্ক্রীণসেভার পাবেন। এরপর ডাউনলোড হয়ে গেলে Set as a Screensaver এ ক্লিক করলে আপনার স্ক্রীণসেভার হয়ে যাবে। আপনার নির্বাচন করা ছবি গুলো নিয়েও চমৎকার সব স্ক্রিনসেভার তৈরি তো করতে পারবেনই।

ফটো লাইব্রেরি:

photo library

এখানে আপনি আপনার পছন্দের ছবি কম্পিউটার, ওয়েবসাইট, প্রফেশনাল ফটো থেকে ইমেজ সিলেক্ট করতে পারেন। এখানে আপনি যেসব ছবি সিলেক্ট করবেন তাই নিয়েই ফটোজয় কাজ করবে।

তাহলে আর দেরি কেন?? এখনই ফটোজয় ডাউলোড করুন আর তৈরি করুন আকর্ষনীয় সব ওয়ালপেপার, স্ক্রীণসেভার আর ডেস্কটপ উইগেট।

Level 0

আমি ইয়াসিন আরাফাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 134 টি টিউন ও 406 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এই তো শুরু পথ চলা.. চলছি আমি একলা.. অনেক কিছু আমার মাঝে.. সুযোগ পেলেই করে খেলা..


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Chomotkar ekti tune.

http://techpark.webnode.com/
All kinds of laptops@Affordable price

Level 0

রেখে দিলাম, কাজে লাগতেপারে।

ধন্যবাদ

    রেখে না দিয়ে ব্যবহার করে দেখুন নিশ্চই ভালো লাগবে।

Ata ki free???

    একদম ফ্রি সাদিক ভাই। ডাউনলোড করেই দেখেন না।

Level 0

Thanks vaiyaa. Software ta shundor kintu internet chara PC te install kora jaay na.

http://techpark.webnode.com/
All kinds of laptops@Affordable price

    ভাইয়া আমি তো টিউনে ভলেই দিছৈ যে এটি ইন্টারনেট কানেকশন ছাড়া হবে না।

প্রত্যেক ওয়ালপেপারে ও স্ক্রীণসেভারে আমি নিজের ছবি দিলেও একটি বিড়ালের বাচ্চার ছবি নিজে নিজে চলে আসে এটি বাদ দেয়ার উপায় কি?

    তুষার ভাইয়া আপনি ADD and Manage অপশনে যান তারপর My Computre Photos, Flickr Photos, On Line Gallery Photos এই অপশন গুলো থেকে টিক উঠিয়ে দিন আর From this specific এই অপশনে ঠিক দিন তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু আমি নিজেও একই পদ্ধতি ব্যবহার করেছি তারপরও মাঝে মাঝে বিড়াল চলে আসে এটা হয়ত কোন ডিবাগ যা পরবর্তী ভার্সনে নাও থাকতে পারে।

HHHHHH Tusar var kota sune. Thanks Y A vaia for your tune

    হয়াট ভাইয়া আপনাকে ওয়েলকাম।

ধন্যবাদ।

ধইন্যাপাতা

thanx

Level 2

চমৎকার টিউনের জন্য ধন্যবাদ।

আচ্ছা আপনি ১২৭ টিউন করেও টপ টিউনার তালিকাতে নাই কেন?
আপনারতো ৪র্থ নম্বরে থাকার কথা!

    ইসমাইল ভাইয়া আমি আপনাকে এর আগেও বলেছি যে আমি মাইক্রোটিউন আপডেট করি আর মাইক্রোটিউন সহ আমার মোট ১২৭টি টিউন। আর আমার টিউন সংখ্যা আরোও কম।

    ইসমাইল ভাই আমি আপনাকে খুঁজতেছি, আপনি বলেছিলেন, বিশ্বকাফ ফুটবল ডেক্সটপ সময়সূচী ২য় রাউন্ড তৈরি করবেন, কতদুর হল ভাই?

thanks arafat vai.mojar ekta soft.er jonno………

Level 0

Yeasin Arafat bhai
khub balo laglooooooooooooo
Thanks Yeasin Arafat bhai

ইয়াসিন আরাফাত ভাই খুব ভাল লাগলো । আপনাকে অনেক ধন্যবাদ এটি শেয়ার করার জন্য ।

চমৎকার টিউন

এক কথায় অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপনাকে।