আমার বন্ধু: দোস্ত, আমার পিসিটা কয়েকদিন যাবত খুব স্লো হয়ে গেছে।
আমি: তাই নাকি, কেমনে?
আমার বন্ধু: আরে বলিস না। সেদিন কাজ করতে গিয়ে দেখি পিসি একদম পিপড়ার মতো চলতে শুরু করেছে।
আমি: শোন এত চিন্তা করিস না। সব ঠিক হয়ে যাবে। আচ্ছা বাদ দে ওসব, তোর পরীক্ষার কী খবর? আমার বন্ধু: বাদ দে মানে। দোস্ত তোরে নিয়া একবার আইডিবিতে যামু ওখানে তোর পরিচিত কে যেন আছে। আমার খুব টেনশন ধরছে মাথায়।
আমি: শোন তুই এক কাজ কর। টেকটিউনসে গিয়ে একটা পিসি রিফ্রেস করার সফট নামা। আমি একটা লিঙ্ক দিয়া দিচ্ছি ওখান থেকে সফটা নামাইয়া ইন্সটল কর। তোর পিসি ঘোড়ার মতো ফাস্ট হয়ে যাবে।
আমার বন্ধু: আমার পিসি আগের মতো গতি পাইব বন্ধু?
আমি: আরে পাইব না মানে, কাজ না হইলে আমারে বলিস। আচ্ছা তোর আইডিএম টা কেমন চলছে?
চলছে তো ভালই, তুই তো আমারে ওটা দিলি।
আমি: আমি কিন্তু ওটা টেকটিউনসে সার্চ দিয়া নামাইয়া লইছি।
আমার বন্ধু: তাই!
আমি: তুই এখন আর আজে বাজে জায়গায় যাবি না, কোনো সমস্যা হইলে টেকটিউনসে গিয়া সার্চ দিবি, মনে থাকবে?
এরপর এক্টিভেট করার জন্য এখানে
এক্টিভেট করতে অফলাইনে যাবার দরকার নেই। অনলাইনেই এটারে আপডেট দিবি। আর যদি কোনো সমস্যা থাকে আমি তো আছি। চিন্তা করিস না।
এখন যাই, অনেক কাজ আছে। আর শোন, তোর বন্ধুরা যারা আছে তাদেরও এইটা দিস। কিপটেমি করিস না আবার।
আমার বন্ধু আমার দিকে চোখ ছোট করে তাকিয়ে আছে। মনে হয় রাগ করেছে। কিপটে বলায় অভিমানে ভাটা পড়েছে মনে হচ্ছে।
কিন্তু কি করার, ওকে যা বলি তার উল্টোটা করে সবসময়।
আমি মামুন আবদুল্লাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 236 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল... http://facebook.com/mmnbd
শুভ সকাল। প্রথম মন্তব্য প্রদানকারীর জন্য আগাম অভিনন্দন রইল।