Advance System Care v.5.2 (PRO.), অনলাইন এক্টিভেশন সহ। দ্রুত লন গরম গরম!!!

আমার বন্ধু ও আমার মধ্যে কথোপকথন:

আমার বন্ধু: দোস্ত, আমার পিসিটা কয়েকদিন যাবত খুব স্লো হয়ে গেছে।
আমি: তাই নাকি, কেমনে?
আমার বন্ধু: আরে বলিস না। সেদিন কাজ করতে গিয়ে দেখি পিসি একদম পিপড়ার মতো চলতে শুরু করেছে।
আমি: শোন এত চিন্তা করিস না। সব ঠিক হয়ে যাবে। আচ্ছা বাদ দে ওসব, তোর পরীক্ষার কী খবর? আমার বন্ধু: বাদ দে মানে। দোস্ত তোরে নিয়া একবার আইডিবিতে যামু ওখানে তোর পরিচিত কে যেন আছে। আমার খুব টেনশন ধরছে মাথায়।
আমি: শোন তুই এক কাজ কর। টেকটিউনসে গিয়ে একটা পিসি রিফ্রেস করার সফট নামা। আমি একটা  লিঙ্ক দিয়া দিচ্ছি ওখান থেকে সফটা নামাইয়া ইন্সটল কর। তোর পিসি ঘোড়ার মতো ফাস্ট হয়ে যাবে।
আমার বন্ধু: আমার পিসি আগের মতো গতি পাইব বন্ধু?
আমি: আরে পাইব না মানে, কাজ না হইলে আমারে বলিস। আচ্ছা তোর আইডিএম টা কেমন চলছে?
চলছে তো ভালই, তুই তো আমারে ওটা দিলি।
আমি: আমি কিন্তু ওটা টেকটিউনসে সার্চ দিয়া নামাইয়া লইছি।
আমার বন্ধু: তাই!
আমি: তুই এখন আর আজে বাজে জায়গায় যাবি না, কোনো সমস্যা হইলে টেকটিউনসে গিয়া সার্চ দিবি, মনে থাকবে?

আর শোন কথা বাড়াইস না। এখন এখান থেকে  সফটা নামাইয়া ল।

এরপর এক্টিভেট করার জন্য এখানে

এক্টিভেট করতে অফলাইনে যাবার দরকার নেই। অনলাইনেই এটারে আপডেট দিবি। আর যদি কোনো সমস্যা থাকে আমি তো আছি। চিন্তা করিস না।
এখন যাই, অনেক কাজ আছে। আর শোন, তোর বন্ধুরা যারা আছে তাদেরও এইটা দিস। কিপটেমি করিস না আবার।
আমার বন্ধু আমার দিকে চোখ ছোট করে তাকিয়ে আছে। মনে হয় রাগ করেছে। কিপটে বলায় অভিমানে ভাটা পড়েছে মনে হচ্ছে।

কিন্তু কি করার, ওকে যা বলি তার উল্টোটা করে সবসময়।

Level 0

আমি মামুন আবদুল্লাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 236 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল... http://facebook.com/mmnbd


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

শুভ সকাল। প্রথম মন্তব্য প্রদানকারীর জন্য আগাম অভিনন্দন রইল।

আপনাকেও শুভ সকালের শুভেচ্ছা ভাই, ধন্যবাদ সফ্টটা শেয়ার করার জন্য।

আবারও শুভেচ্ছা।

    একদম ঠিক বলেছেন , যেকোন সমস্যা হলে টিটিই আমাদের Advance কেয়ার করে ! তবে এপনি এটা নিয়েও একটা সার্চ দেওয়ার দরকার ছিল যে আগে কোন টিউন হইছে কিনা !

    অফলাইন/অনলাইন key নিয়ে প্রায় ৫টা (শুধু মাত্র ৫ ভার্সন) . যেমন আমি নিজেও এখান থেকে নামিয়ে ব্যবহার করতেছি 😛

    ধন্যবাদ আপনাকে ।।

আমি যে সার্চ দেই নি তা কিন্তু নয়। কিন্তু কোনো টিউনে আমার চোখে Verson 5.2 টা পড়ে নি।
মন্তব্যের জন্য ধন্যবাদ।

    আমি আপনাকে যে লিংকটা দিয়েছি ওটাই কিন্তু ৫.২ + অনলাইন key !!

    ব্যাপার না ভাই , ওটা যারা দেখেনি তাদের আপনার টিউনটি কাজে লাগবে , তবে আমাদের সবারই উচিৎ বন্ধুদের মাঝে নতুন কিছু ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা , (কোন ভূল করে থাকলে ক্ষমা প্রর্থনা করছি !!)

    আপনাকে আবারও ধন্যবাদ

হুমম, লিঙ্ক তো পুরোপুরি মিলে গেছে। ভার্সনও ঠিক আছে। আসলে আমারই ভুল হয়েছে। এই রিপিটেশনের জন্যে আমি দুঃখিত। আর আপনি ক্ষমা প্রার্থনা করে আমাকে লজ্জিত করছেন কেন?

কোনো টিউনের শিরোনামে 5.2 উল্লেখ না থাকায় আমি ভাবছিলাম এটা নিয়ে হয়ত একটা টিউন হতে পারে।
ধন্যবাদ আপনাকে ভুল ধরিয়ে দেওয়ার জন্য।

Level 0

kono shomossha nai vai. ager tune gulo theke ami licence gulo use kora chasta koresi but 2 din use korar porei software ta inactive kore dissilo. aibar ai licence ta di active kore dakhi kono valo fol pawa jai ki na.

Thanks

ধন্যবাদ 🙂 শেয়ার করার জন্য।

Level 0

vai ,crack ta ziddu theke to dl korte parina..plz mediafire a upload den naile mail me @ [email protected] please

Level 0

vaia key dile invalid dekhai

    @shakil10: এটার মেয়াদ সম্ভবত শেষ হয়ে গেছে। আপনি বরং লেটেস্টটা ব্যবহার করে দেখতে পারেন। টেকটিউনের সার্চ বক্সে সার্চ দিলে পেয়ে যাবেন। ধন্যবাদ।