গত কয়েক দিন ধরে আমার হার্ডডিস্কটা খুব ঝামেলা করছে ,বার বার পিসি হ্যাং হয়ে যায়।তাই ভালো একটা হার্ডডিস্ক ম্যানেজার খুঁজছিলাম ,খুঁজতে খুঁজতে ২০০৯ এর সেরা হার্ডডিস্ক ম্যানেজারটি খুঁজে পেলাম।তবে সফ্ট একটু বড় বলে ডাউনলোড করতে কষ্ট হয়েছে কিন্তু ইনস্টল করার পর এর কাজ দেখে আমার কষ্ট দূর হয়ে গেছে।ব্যবহার করার পর বুঝলাম যে কেন এটা ২০০৯ এর সেরা হার্ডডিস্ক ম্যানেজার ,তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি।
এই সফট দ্বারা আপনি একই পিসিতে একাধিক অপারেটিং সিস্টেম নিরাপদভাবে চালাতে পারবেন।Effortlessly সুইচ দ্বারা একাধিক অপারেটিং সিস্টেম পরিচালনা করতে পারবেন।আপনার কাজ ভঙ্গ না করে হার্ড ডিস্ক এ ছবি ব্যাকআপ তৈরি করবে,আটোমেটিক ব্যাকআপ ম্যানেজ চালু করতে পারবেন।Differential এবং Synthetic ব্যাকআপ রাখতে পারবেন।bare-metal ওয়ার্ক-ষ্টেশন crash করলে পুনরুদ্ধার করতে পারবেন।আটোমেটিক ভাবে হার্ড ডিস্ক এ যে কোন অপারেশন করতে পারবেন,এছাড়াও এডভান্সড ডাটা রিকোভার টুল তো থাকছেই।
এর এত বৈশিষ্ট্য যে সব লেখা সম্ভব না তাই অল্প কিছু তুলে ধরছি।
» পার্টিশন তৈরি,ফরম্যাট এবং মুছে ফেলতে পারবেন।
» হাইড/আনহাইড পার্টিশন, পার্টিশন একটিভ/ইনএকটিভ করতে পাবেন।
» যেকোন পার্টিশনকে দ্রুত গতি কপি করে মুভ করতে পারবেন এমনকি sector-by-sector মোডেও।
» হার্ড ডিস্ক পার্টিশন লেবেল (ভলিউম লেবেল) কে পরিবর্তন করতে পাবেন।
»একটি সমগ্র হার্ড ডিস্কে (বৃহত্তর অথবা ক্ষুদ্রতর) কপি করে অন্য একটি হার্ড ডিস্ক নিতে পারবেন।
»ব্যাকআপ এবং রিস্টোর অনেক কাজ করতে পারবেন।
এছাড়াও আরো অনেক কিছু করতে পারবেন যদি আমার কথা বিশ্বাস না হয় তবে ব্যবহার করে দেখুন।
* নাম - Paragon Hard Disk Manager 2009 Professional
* ভার্সন - v12
* সাইজ - ১৩০ মেগা বাইট।
* ডাউনলোড এখানে বা এখানে অথবা এখানে
আমি মঈনুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 159 টি টিউন ও 299 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সব সময় নতুন কিছু শিখতে চেষ্টা করি ..........
১৩০ মেগা বাইট !!!!