ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার জন্য হাজারো উপায় আছে । আছে হাজারো অ্যাডঅন, ডাউনলোডার। যারা IDM ইউজ করেন তাদের জন্য তো ব্যাপারটা আরো সোজা, জাস্ট ভিডিও টা চালান আর ডাউনলোড করেন।
তারপরেও আমি আবার সেই একটা ফালতু বিষয় নিয়ে টিউন করছি, কারন জিনিসটা আমার ভাল লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এটা একটা অ্যাডঅন, যেটা mozilla এর সাথে use করতে পারবেন। এবার আসেন দেখে নি, কি আছে এতে!
YouTube MP3 Podcaster একটা ইউনিক Addon যেটা আপনাকে youtube থেকে এক ক্লিকে direct download এর সুযোগ দেবে। শুধু youtube না এটি দিয়ে আপনি আরো Daily Motion and Blip.tv ইত্যাদি জনপ্রিয় সাইট থেকে ও ডাউনলোড করতে পারবেন।
আসল ফিচারের কথা তো এখনও বলি নি, সব থেকে যে দিকটা বেশি attractive তা হল ...... youtube video থেকে mp3 download করার জন্য । আপনি পছন্দের বিটরেইট সিলেক্ট করে আপনার পছন্দের গানের mp3 ফাইলটা এক ক্লিকেই নামিয়ে নিতে পারবেন। addon টি ইন্সটল করার পরে আপনার firefox restart দিন। এবার দেখবেন youtube ভিডিও টির নিচে সব option চলে এসেছে নিচের ছবির মত!
Install YouTube MP3 Podcaster Add-On For Firefox
ভাল লাগলে কিছুই করার দরকার নাই, আমি ধন্যবাদ চাই না। আমি আছি ফেসবুক এ : fb.me/RainOfHappiness.
আমি mistu2011। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই খুব উপকার হলো এরকম একটা কিছু অনেক দিন ধরে খুজছিলাম। ধন্যবাদ ভাই।