জুলিয়ার বান্ধবী মেলিসার বাবা মিস্টার চ্যাপম্যানকে কন্ট্রোলার বানিয়ে ফেলেছে ইয়ার্করা । মেলিসা নিজেও অদ্ভুত আচরন করছে সবার সাথে । জুলিয়া বুঝল অন্য কোন রহস্য আছে এর মধ্যে । আর সুত্র খুঁজতে গিয়ে বের হল ভয়ঙ্কর এক সত্য । ইয়ার্করা পায়তারা করছে পৃথিবী দখল করবে । ওদের ঠেকাতে না পারলে সমস্ত মানবজাতি ইয়ার্কদের গোলামে পরিণত হবে । চার বন্ধু ড্যানিয়েল,ডিউক, ক্রিস্টোফার আর হ্যাপিকে নিয়ে রুখে দাড়াল জুলিয়া । তিন গোয়েন্দা খ্যাত রকিব হাসানের উত্তেজনায় ঠাসা বিজ্ঞান কল্পকাহিনী “ভিন গ্রহের দানব” !! এখুনি ডাউনলোড করুন ।
ক্যারেন আর ক্রিস নতুন বাসা নিয়েছে অ্যাসপেনে । কিন্তু এলাকাটা কেমন নির্জন । বাড়িঘর সব ফাকা ফাকা। নেই কোন পোষা প্রানীরও দেখা। ওদের ঘরের দরজায় কিসের যেন গভীর আচর । কুকুর টাইগার ২য় দিন রাতে বাইরে গিয়ে আর ফিরে এল না । অন্তরাত্মা কাপিয়ে রাতে চিৎকার করে উঠে ওটা কি ? লিন্ডা আর ক্রিস জানে না কি ভয়ঙ্কর এক জগতে প্রবেশ করতে চলেছে তারা । কিন্তু পাঠক আপনি জানেন । হবেন নাকি গা শিউরানো এই হরর উপন্যাসের সঙ্গী ?
নতুন এক ধরনের ড্রাগ । পাগল হয়ে উঠেছে গোটা দুনিয়ার তরুন-যুবা । আক্রমণাত্নক হয়ে উঠছে ওরা ড্রাগ না পেলে । শুধু ঢাকা শহরেই খুন হয়েছে সতেরো হাজার নিরীহ মানুষ ড্রাগ অ্যাডিক্টদের হাতে । সন্দেহের তালিকায় একটি ক্যাসিনো । সব দেশের সিক্রেট সার্ভিস খুজছে ওটাকে । কিন্তু কেউ জানে না ওটা কোথায় অবস্থিত । অবশেষে রানা ঢুকে পড়ল সেই ক্যাসিনোয় । কিন্তু জানে না, ও শিকার না শিকারী!!
সে এসেছিল ‘৮৯- এর গ্রীষ্মে । কালো পোষাক পরে । বলেছিল ‘আমাকে ভার্নি নামে ডেকো’ । আর কিছু বলেনি সে । শান্ত, গম্ভীর মানুষটিকে মনে হচ্ছিল ভীষণ বিপজ্জনক । এক সময় ঠিক টাইম বোমার মতই ফেটে পড়ে সে, ওলট-পালট করে দেয় সব কিছু । অবিস্মরণীয় লোমহর্ষক সে কাহিনি ।
আমি পাগলা স্ক্যানার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 195 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালো থাকতে চাই
অনেক ধন্যবাদ টিউনটির জন্য।