চাচা চৌধুরি,ফ্যান্টম,ইন্দ্রজাল আর নন্টে ফন্টের নতুন কালার কমিক্স

চাচা চৌধুরির নতুন একটি কমিক্স । এই কমিক্সে আছে ব্যাঙ্ক লুঠেরা, প্যারে দুলারে,অতিথি, সাবুর বদহজম, গোবরসিং এর চাল, নববর্ষের উপহার, ভক্তির মহিমা, কথা বলা গাছ, ট্রাকের দাবিদার, উগ্রবাদী সহ মজার মজার আরো সব গল্প । এখুনি ডাউনলোড করুন “চাচা চৌধুরি ও ব্যাঙ্ক লুঠেরা”!!

ডাউনলোড

ঝর্না থেকে ডুবন্ত গরিলার একটা বাচ্চা উদ্ধার করল ফ্যান্টম । হরিণের দুধ খাইয়ে বাচ্চাটার খিধে মিটাল ও । কিন্তু জঙ্গলে বাচ্চাটা নিরাপদ নয় । নানারকম বিপদ আসতে পারে। আর তাই গ্রাম-বাসীর কাছে বাচ্চাটাকে লালন পালনের দায়িত্ত দিল ফ্যান্টম । একজন কে এই কাজের জন্য নিয়োগ দেয়া হল ।কিন্তু বাচ্চাটাকে দেখা শুনা না করে উলটো অত্যাচার করা শুরু করল লোকটা । একসময় খাচায় আগুন লাগিয়ে দিল সে । গরিলার মাথাটা পুরে গেল । মানুষের প্রতি ঘৃণায় পুর্ণ হয়ে গেল ওর মন। চলমান ত্রাসে পরিণত হল ও । লোকে ভয়ে নাম দিল তার “টেকো গরিলা” !!

ডাউনলোড

জেল থেকে পালাল কুখ্যাত সন্ত্রাসী ম্যাংলার । ওকে পালাতে সাহায্য করল মাসলস । দুজনে মিলে প্ল্যান করল এডিসন হোমসের গোপন রত্নাগার লুট করার। এডিসন হোমস নিজেও একজন কুখ্যাত অপরাধী । নেশার ঔষুধ বিক্রি করে অবৈধ ইনকাম করে সে। আর তা দিয়ে এনটিকস কিনে গোপন রত্নাগার গড়ে তুলেছে । সেগুলা পাহারা দিচ্ছে বিশাল বিশাল আকাড়ের সব কুমীর । এদের ধরতে মাঠে নামল কার্বি, ডেসমন্ড ও ব্লিমিকে নিয়ে । এই দুই ভয়ানক অপরাধীর সঙ্গে কি পারবে মি. কার্বি ??? জানতে হলে ডাউনলোড করুন “রহস্যময় রত্নাগার” !!

ডাউনলোড

জনপ্রিয় নন্টে ফন্টে কমিক্স এবার এল রঙ্গিন পাতায় । মজার মজার সব গল্প পড়ুন একদম নতুন ভাবে । এখানকার জিনিস ওখানে, ওখানকার জিনিস এখানে এই করে নন্টে ফন্টের দিন কাটে । কেল্টুদাকে শায়েস্তা করার নিত্য নতুন কায়েদা বের করাটাই যেন ওদের প্রধাণ কাজ । আর আছে তাদের প্রিয় স্যার, কেল্টুদা যাকে ইম্প্রেস করতে যেয়ে প্রতিবার সব ভজকট করে ফেলে। আর ও হ্যা এর জন্য দায়ী কিন্তু সেই নন্টে ফন্টে ।

ডাউনলোড

 

আরো বই এবং এক্সক্লিউসিভ কমিক্সের জন্য: http://banglapdf.net/

Level 0

আমি পাগলা স্ক্যানার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 195 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ভালো থাকতে চাই


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

হুম,
আচ্ছা ডাইজেস্ট দেয়া যায় না ?

নন্টে ফন্টের ভিডিও আছে না কি ভাই?

ধন্যবাদ।

ভাই তহ পুরাই পাগলা হয়ে গেলেন। সুন্দর। অনেক দিন পর হারান ছেলেবেলা ফিরে পেয়েছি। আর পাগল হন। ১০০% পাগল তইলে বেশি বেশি কমিকস পাব। ফাইল সাইজ একটু ছোট হলে ভাল হত…। :p

Level 0

পাগলা ভাই কি শুরু করেছেন আপনি 🙁 আমার ছেলেবেলার দিনগুলোর কথা এই বৃদ্ধ বয়সে মনে করিয়ে দিচ্ছেন বার বার।
একটা সময় টিফিনের টাকা বাচিয়ে নীলক্ষেত থেকে কমিক কিনে পড়তাম। সেই দিনগুলো কোথায় গেল 🙁 আজ আপনার বই গুলো দেখে সেই দিনের কথা মনে হয়ে গেল। এখনকার পোলাপাইন ফেসবুক নিয়ে পড়ে থাকে। তাদের সময় কই বই পড়ার। আপনার এই শ্রম বৃথা হবার নয়। শুভ কামনা রইলো 🙂

নন্টে ফন্টের ভিডিও কারো কাছে থাকলে লিংক দেন ভাই……..

খুব ভাল লাগলো । নন্টে ফন্টের ভিডিও কারো কাছে থাকলে লিংক দেন ভাই……..।

খুব সুন্দর হয়েছে পাগলা স্ক্যানার ভাই।
ধন্যবাদ শেয়ার করার জন্য।

deleted

Invalid or Deleted File.