আস-সালামু-আলাইকুম।
আমার পুর্ববর্তি টিউন দেখতে এখানে ক্লিক করুন
আবার একটা টিউন নিয়ে আস্লাম।আশা করি সবার ভালো লাগবে।
আজ যেটা নিয়ে টিউন করবো সেটা হলো একটা বিখ্যাত প্লেয়ার।এটা সম্মন্ধে জানেন না এমন মানুষ কম আছে।প্লেয়ার টির নাম হলো The KM Player.
সম্প্রতি এর নতুন ভার্সন বের হয়েছে। ভার্সন ৩.২।এই ভার্সন অনেক আপগ্রেটেড করা হয়েছে।সব চেয়ে মজার ব্যাপার হল এই ভার্সন এ এখন থেকে Anaglyph 3D Movie দেখা যাবে।আসুন দেখে নিই এর নতুন ইন্টারফেস।
নতুন স্কিন টা সুন্দর না?আমার কাছে অনেক ভালো লেগেছে।হোম স্ক্রীন এ অনেক আইটেম সংযুক্ত করা হয়েছে।যেমন 3D Movie Plus এ ক্লিক করলে আপনি সরাসরি 3D Movie দেখতে পারবেন।তবে এর জন্য ইন্টারনেট থাকতে হবে।
এখান থেকে যে কোনো 3D Movie দেখা যাবে ইন্টারনেট দিয়ে।
আমার কাছে কিছু 3D Movie আছে।সেটা প্লে করেছি।3D movie দেখার জন্য 3D Movie নামিয়ে নিতে হবে।।যখন 3D Movie প্লে করবেন তখন নিচের একেবারে বাম দিকে 3D লেখা তে ক্লিক করলেই 3D মুভি প্লে হয়ে যাবে।
আরো অনেক পরিবর্তন আনা হয়েছে।জানতে হলে ডাউনলোড করেই দেখুন।।
3D Movie দেখার জন্য যা যা লাগবেঃ
3D movie কোথায় পাবেনঃ টরেন্ট থেকে Half SBS 3D লিখে সার্চ দিন।অথবা http://www.yify-torrents.com/ থেকে পছন্দ মত নামিয়ে নিতে পারবেন।অথবা Half SBS 3D লিখে গুগলে সার্চ দিলেই পাবেন।ফাইল ডাউনলোড করে প্লেয়ার এ প্লে করে 3D অপশন এ ক্লিক করলেই হবে।
3D Glass কোথায় পাবেনঃ ঢাকার আইডিবি তে অথবা রাইফেল স্কয়ার অথবা বসুন্দরা সিটি তে।মুল্য ৩০০ টাকা।এছারা যাদের পেপাল আছে তারা EBAY থেকে অর্ডার দিয়ে কিনে নিতে পারেন।আমি ইবে থেকে ৪টা কিনেছি ১০ ডলার দিয়ে।
সবাইকে ধন্যবাদ।কারো কোনো প্রশ্ন থাকলে করতে দ্বিধা করবেন না।
আমি ওমর ফারুক মুকুট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 86 টি টিউন ও 2091 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মুকুট বলছি ঢাকার মানিক নগর থেকে।ভালোবাসি হাসতে।ভালোবাসি ঘুরতে,গান শুনতে ,ছবি দেখতে। অপছন্দ করি বেশি কথা বলতে।সুদ , সিগারেট ও এলকোহল কে ঘৃণা করি।
দারুন তিউন।মুকুট ভাই বানান গুল একটু থিক করবেন দয়া করে।