কেমন আছেন বন্ধুরা? আমি ভাল আছি । আমার জীবনের প্রথম পোস্ট লিখতে বসেছি আজ। তাই যদি আপনাদের ভাল লাগে তবে আবার লিখব। আজ আমি আপনাদের কাছে অ্যাভাস্ট এর নতুন ভার্সন এর কথা বলব । অ্যাভাস্ট ৭.০ আমি এটা ব্যবহার করছি । আমার কাছে মনে হয় এটা অনেক ভাল। তাই আমি চাই পিসি হেল্পলাইন বিডি এর সকল বন্ধুরা এটা ব্যবহার করুন । এর বেশি কথা না বলে কাজে চলে যাই এটা মাত্র ৭১.২ এমবি।এটা আপনি উইন্ডোজ, লিনাক্স, ভিস্তা এবং উইন্ডোজ ৭ এ আপনি ব্যবহার করতে পেরবেন।
ডাউনলোড করুন http://www.softpedia.com/dyn-postdownload.php?p=6474&t=0&i=2
আমার এই পোস্ট পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আমি প্রযুক্তি মামা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
১ম টিউনে টিটিতে স্বাগতম !
এভাস্ট এর নতুন ভার্সন নিঃসন্দেহে নতুন কিছু ইন্টারফেস ও থাকছে !! তাই এগুলো নিয়ে আরো একটু বিস্তারিত লেখলে লেখাটি খুবই মানসম্পন্ন হতো !
টিউনের জন্যে ধন্যবাদ, নিয়মিত লেখা চালিয়ে যান।। ভালো থাকবেন।।