আজ আপনাদের সাথে আমার দেখা সবচেয়ে ভাল সফ্টওয়্যার এবং সাথে থাকছে এর জেনুইন লাইসেন্স।সফ্টওয়্যারটির নাম ADVANCE SYSTEMCARE ।এই সফ্টওয়্যারটি যারা ব্যাবহার করেন;তারা UTILIZER হিসেবে অন্য কিছু ব্যাবহারের কথা ভাবেন না।এর মধ্যে থাকা PROGRAMM গুলো সম্পর্কে কিছু বলব না।ব্যাবহার করলেই বুঝতে পারবেন,এইটা কি জিনিস।
ডাউনলোড লিন্কঃ http://download.cnet.com/Advanced-SystemCare-Free/3000-2086_4-10407614.html?part=dl-6271865&subj=dl&tag=button
এখন আপনাদেরকে দুটি KEY উপহার দিব।কে কোনটা প্রয়োগ করেছেন অবশ্যই বলবেন।
কী এর জন্য নিচের লিন্ক এ প্রবেশ করুনঃ
http://www.mediafire.com/view/?l39ycvmy2k88emh
এইটি কোন সফ্টওয়্যার নিয়ে আমার প্রথম টিউন ছিল।তাই কী সরাসরি পোষ্ট করি।কিন্তু টেকটিউনস নীতিমালা অনুযায়ী আমি কী গুলো আপলোড করে লিন্ক দিলাম।
আমি ASHIK_SAJJAT। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 56 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ঘাসের উপর জমে থাকা এক শিশির বিন্দু আমি। সবাই দেখে হাসে, যেমনটা আমি সবাইকে হাসাই। আসতে আসতে সময় বদলে যাচ্ছে। একদিন কাক ডাকা ভোরে আর ঐ ঘাসের উপর শিশির বিন্দু জমবে না। ঠিক আমিও হারিয়ে যাব চিরতরে। আর হয়ত হাসবে না কেও আমায় ভেবে। আস্তে আস্তে সবাই ভুলে যাবে। যা...
ভাই ONLINE এ দিতে পারলে OFLINE এর দরকার কি??????আমার কাছে অনেক OFLINE কি আছে।আমি ব্যাবহার করি না।