ব্যক্তিগত message/email Encrypt ও Decrypt করার জন্য আমার তৈরি করা ছোট একটি সফটওয়্যার ।

আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই ভাল আছেন । আজ আমি আপনাদের আমার নিজের বানানো আরেকটি সফটওয়্যার দিব ।

সফটওয়্যারটির নাম হচ্ছে প্লাটিনাম এনক্রিপ্টর-ডিক্রিপ্টর । এটি আপনার private messaging এ security হিসেবে কাজ করবে ।

Platinum Encryptor-Decryptor

সফটওয়্যারটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন ।

এটি একটি portable সফটওয়্যার । তাই ইন্সটল করার ঝামেলা নেই । শুধু ডাবল ক্লিক করলেই open হবে । যদি ডাবল ক্লিক করলে open না হয় তাহলে আপনাকে প্রথমে microsoft dotNetFramework 4.00 সফটওয়্যারটি ইন্সটল করতে হবে । যদি microsoft dotNetFramework 4.00 সফটওয়্যারটি আপনাদের কাছে না থাকে , তাহলে গুগলে microsoft dotNetFramework 4.00 লিখে সার্চ দিলেই আশা করি পেয়ে যাবেন ।

এখন সফটওয়্যারটি কিভাবে ব্যবহার করবেন তা বলছি । সফটওয়্যারটি ব্যবহার করা খুবই সোজা । প্রথমে write text box এ আপনার message টি লিখুন । তারপর Encrypt Text Button এ ক্লিক করুন । লক্ষ্য করুন Encryption Box এ একটি লেখা দেখা যাচ্ছে । এটি হল আপনার private message এর বিকৃত রূপ । এখন এই বিকৃত message টি আপনি যথাস্থানে প্রেরণ করুন । এখন পথিমধ্যে যদি কেউ এই message টি দেখেও ফেলে তাহলে কিছুই বুঝতে পারবেনা B-) B-) B-)। প্রাপকের কাছে অবশই এই সফটওয়্যারটি থাকতে হবে । প্রাপকের কাজ হবে শুধু আপনার পাঠানো বিকৃত message টি কপি করে সফটওয়্যারটির write text box এ পেস্ট করা এবং Decrypt Text Button এ ক্লিক করা । তাহলেই Decryption Box এ আপনার পাঠানো আসল message টি দেখা যাবে ;););)

আজ এ পর্যন্তই থাক । পরবর্তী টিউন পর্যন্ত সবাই ভাল থাকবেন , সুস্থ থাকবেন ।

আর ভাল লাগলে অবশই মন্তব্য করবেন ।

Level 0

আমি Gh45hFu1। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ভালোবাসি কম্পিউটার , ভালোবাসি কম্পিউটার প্রোগ্রামিং । প্রোগ্রামিংকে ঘিরে আমার অনেক স্বপ্ন । তাই স্বপ্ন নিয়ে পরে থাকি সারাদিন ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হুম… সফটওয়্যার + টিউনার, দুইটাই চেনা চেনা লাগে……:-)

Level 0

কি খবর শাওন ভাই ? টেকটিউনসে আপনারে পাইয়া খুব ভাল লাগলো । হরতালের লাইগা একটু ফ্রি আছি । তাই টুকটাক টিউন করতাসি ।

দারুন হয়েছে ভাই,চালিয়ে যান।
তো ভাই, কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে বানিয়েছেন জানালে ভাল হতো ।