উইন্ডোজ ৭ (৩২ বিট/৬৪ বিট) Untouched ভার্সন ! উপভোগ করুন অরিজিনাল উইন্ডোজ এর সকল ফিচার।

আজকাল বেশিরভাগ কম্পিউটার এ উইন্ডোজ সেভেন ইন্সটল করে দেয়া হয় । উইন্ডোজ দেভেন একটা অসাধারন  অপারেটিং সিস্টেম। আমার নিজের প্রফেশনাল অভিজ্ঞতা থেকেই বলব যে উইন্ডোজ ৭ থেকে বেশি স্টেবল সিস্টেম আমি খুব কম এ পেয়েছি। এক্স পি টাও ভাল ছিল কিন্তু এত স্টেবল ছিল না। আর যারাই প্রফেশনাল কাজ করতে চান বা চান যে আপনার পিসি টা ঝামেলাহীন আর দ্রুতগতিসম্পন্ন থাকুক সর্বদা  , তাদের দরকার উইন্ডোজ আপডেট। কারন আপডেট অপেরেটিং সিস্টেম কে অনেক বেশি স্টেবল করে ফেলে। কিন্তু দুঃখের বিষয় হয় যে পিসি কেনার সময় আমাদের দেশে অরিজিনাল উইন্ডোজ ব্যাবহার করা হয় না। ব্যাবহার করা হয় পাইরেটেড কপি , যে কারনে বিক্রেতা রা বিক্রির সময় এ উইন্ডজ আপডেট ফিচার টা অফ করে রাখেন। তাছাড়া পাইরেটেড কপিগুলার সাথে অনেকরকম প্রিইন্সটল্ড সফটওয়্যার দেয়া থাকে যা মোটেও সিস্টেমের স্টেবিলিটির জন্যে ভাল না আর দেখা যাবে অই সফটওয়্যার গুলো আপনি ব্যাবহার করছেন না। তাছাড়া অগুলার সাথে অনেক ম্যালঅওার থাকে যা সিস্টেম এর ক্ষতি করতে পারে। আজ আপনাদের জন্যে আমি নিয়ে এসেছি আমি অরিজিনাল উইন্ডোজ ৭ (সার্ভিস প্যাক ১) এর সবগুলো ভার্সন যেগুলা তে কোনও স্পর্শ করা হয় নাই , একদম অরিজিনাল উইন্ডোজ এর ডিভিডি টা ISO করে আপনাদের জন্যে আপলোড করা হয়েছে। সাথে দেয়া হয়েছে উইন্ডোজ লোডার যেটা কিনা উইন্ডোজ এর কোনও ফাইল চেঞ্জ না করে একটা অরিজিনাল সিরিয়াল ইঞ্জেক্ট করে যাতে মাইক্রোসফট আপনার উইন্ডোজ কে মনেকরে সম্পূর্ণ অরিজিনাল। এর ফলে আপনি সবধরনের উইন্ডোজ আপডেট করতে পারবেন। আর সবচেয়ে বেশি জরুরি যে জিনিস্টা সেটা হল "Microsoft Security Essential" ব্যাবহার করতে পারবেন , তাই ভাইরাস নিয়ে আর কোনও টেনশন থাকবে না আর আন্টিভাইরাস এর সিরিয়াল নিয়েও টেনশন থাকবে না। সবচাইতে বর কথা হল একটা পূর্ণাঙ্গ স্টেবল সিস্টেম পাবেন আপনি।

আর আপনাদেরকে ডাউনলোড এর জন্যে একদম ই টেনশন করতে হবে না কারন আমি আপনাদেরকে দিচ্ছি ডাইরেক্ট লিঙ্ক যেটা ডাউনলোড ম্যানেজার সাপরট করে।

ডাউনলোড লিংকঃ

Windows 7 Home Premium SP1 x86:  http://msft.digitalrivercontent.net/win/X17-24208.iso

Windows 7 Home Premium SP1 x64 : http://msft.digitalrivercontent.net/win/X17-24209.iso

Windows 7 Professional SP1 x86 : http://msft.digitalrivercontent.net/win/X17-24280.iso

Windows 7 Professional SP1 x64 : http://msft.digitalrivercontent.net/win/X17-24281.iso

Windows 7 Ultimate SP1 x86 : http://msft.digitalrivercontent.net/win/X17-24394.iso

Windows 7 Ultimate SP1 x64 : http://msft.digitalrivercontent.net/win/X17-24395.iso

উপর থেকে আপনার পছন্দের ভার্সন টা ডাউনলোড নিন। ডাউনলোড কৃত iso ফাইল টা Neero বা যেকোনো ডিভিডি রাইটার সফটওয়্যার দিয়ে একটা ডিভিডি তে রাইট করে নিন। অনেকেই বলবেন কোন উইন্ডোজ টা ডাউনলড করব। আপনার ল্যাপটপ এর জন্যে হলে অবশ্যই Windows 7 Home Premium ইউস করবেন। ডেস্কটপে প্রফেশনাল বা আল্টিমেট ভাল। আপনি তিন ভার্সনের ডিফারেন্স এখানে পাবেন। আর ৩২ বিট না ৬৪ বিট ইউস করবেন তা নির্ভর করছে আপনার সিস্টেমে কত গিগা র‍্যাম আছে তার উপর। ৩ গিগার নিচে হলে ৩২ ভাল। তবে ৩ গিগার বেশি হলে অবশ্যই ৬৪ বিট উইন্ডোজ ইউস করবেন। ৬৪ বিটের সফটওয়্যার গুলা অনেক বেশি স্টেবল থাকে। তাই আপনি গ্রাফিক্স এর প্রফেশনাল হয়ে থাকলে  ৬৪ বিট এর বিকল্প নাই। তাই ঝটপট নামিয়ে সেটআপ করে  নিন আপনার পছন্দের উইন্ডোজ ৭ ।

উইন্ডোজ সেটআপ করার পর  উইন্ডোজ লোডার এখান থেকে নামিয়ে নিন । windows loader ওপেন করে ইন্সটল এ ক্লিক করুন নিচের ছবির মত। একটু ওয়েট করুন , রিস্টার্ট চাইবে  ব্যাস আপনার উইন্ডোজ হয়ে যাবে একদম অরিজিনাল।

তারপর প্রথমেই যে কাজটি করবেন তা হল  এখান থেকে Microsoft Security Essentials আন্টিভাইরাস টি ডাউনলোড করে ইন্সটল আর উপদেট করে নিন। উইন্ডোজ আপডেট অন রাখুন কোনই প্রব্লেম নাই। সব আপডেট অটোমেটিক ইন্সটল হবে। তাছাড়া আপনি সকল সফটওয়্যার মাইক্রসফট এর ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। আপনার পিসি থাকবে সুপার ফাস্ট।

Level 0

আমি মোঃ এহসানুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 280 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আরকিটেকচারাল ভিসুয়ালাইজেশণ এ সুধু বাইরের কাজ করি freelancer হিসাবে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সাইজ দেখে ভয় পাইছি!!

ভাই iso file কে কি আর কিছু করা লাগবে নাকি DVD তে নিলে এমনিতেই boot-able হয়ে যাবে ?

Level 0

ভাই, খুব ইচ্ছা করতেসে এখনি আপনার দেয়া উইন্ডোজ ৭ ডাউনলোড করে সেটআপ দিতে। কিন্তু, দুঃখের বিষয় হল, উইন্ডোজ ৭ সেটআপ নিতে বড়জোর ৪৫ মিনিট লাগলেও আমার পিসির লাখ লাখ সফটওয়্যার এবং ব্রাউজারগুলোর অ্যাডঅনস ইন্সটল করতে আমার সারাদিন-সারারাত লেগে যায় 🙁 এজন্য খুব বিপদে না পরলে উইন্ডোজ সেটআপ দেই না নতুন করে। তারপরও, আপনারগুলো সংগ্রহে রেখে দিচ্ছি। পরেরবার সেটআপ দেয়ার সময় আপনারটা ব্যাবহার করব। ধন্যবাদ এগুলো দেয়ার জন্য।

ডাউনলোড করে রাখুন , পরে সময় করে ইন্সটল করে নিবেন

Level 0

খুব সুন্দর টিউন, চালিয়ে যান।

valo laglo bhai

vai onek sundor tune… thanks.. 2ta qus ase? 1st licence key ki lagbe na? 2nd Home Premium, Professional and Ultimate ei tintar majhe parthokko ki?

thankssss a lot……….

ভাই বাংলাদেশের নেট দিয়া কি ৩.৯GB উইন্ডোজ ডাউনলোড করা সম্ভব সাইজ টা খুব কম হয়ে গেল না

তবু খুশি হলাম ধন্যবাদ আমার কথায় কিছু মনে করবেন না কিন্তু ভাই ভুল হলে সরি কথা টা বললাম কারন আমি ২৫.kbps স্পীড নেট বেবহার করি তাই বলে ফেললাম

    @আমিনুল ইসলাম রনি: আমিও আপনার মতনই ২৫.kbps স্পীড নেট ব্যবহার করি | কিন্তু সাহস করে কিছুদিন আগে ২.৫ জিবি উইন ৮ ডাউনলোড করেছি |২/৩ দিন লাগছিলো |
    আজ আবার উইন ৭/৩২ বিট/২.৩৬৮ জিবি ডাউনলোড করা শুরু করলাম |
    🙂
    জিপি পোস্টপেইড তো তাই ডাউনলোডের সাহস করি |এ মাসে ৮ জিবির মতো ডাউনলোড করা শেষ |
    😀

Level 0

vai,64 bit konta? x64/x86?pls janan……

    Level 0

    x64 হল 64 bit আর x86 হল 32 bit

eita koto sale ber houa.amar kache j ta ache ;oita 2009 er………
eita o ke 2009 er????????

আচ্ছা ভাইয়া আমার উইন্ডোজ ৭ দেয়া আছে বাজারের কেনা ডিস্ক থেকে। যদি windows loader ইন্সটল করি তাহলে কী কাজ করবে? ধন্যবাদ

vhai;techtunes a tech korte parte c na.bole kena tag 3 ta korte hobe.bujte c na.help

ভাই আপনারে এক মন ধইন্না 😀 মুনে মুনে জা খুজতাসিলাম তাই আপনে ধরায়া দিলেন। আগে ডাউনলোড পরে কথা।। 😛

Level 0

আমি ল্যাপটপ ইউজ করি আপনার পোষ্টটা দেখার পর ঠিক করলাম এখান থেকে একটা ডাউনলোড করে আমার ল্যাপটপে ইনিষ্টল দিব, কিন্তু আপনি বলছেন ল্যাপটপের জন্য HP ভালো এবং একটা লিংক দিলেন যাচাই করার জন্য, কিন্তু আমি ওখানে তো দেখলাম Ultimate টাই সব থেকে ভালো তাহলে আপনি একটু ক্লিয়ার বলবেন আসলে ল্যাপটপের জন্য কেন HP ভালো। আপনার মন্ত্যবের পর আমি সিন্ধান্ত নিব যে কোনটা ডাউনলোড করব

    @metal boy: বেশিরভাগ ল্যাপটপে home premium ব্যাবহার করা হয় কারন HP তে অপেক্ষাকৃত কম দরকারি ফিচার থাকে না। এর জন্যে স্টার্ট উপ টাইম এবং প্রসেসর এর উপর লোড কমে । পারফরমান্স ভাল থাকে। আপনার যদি আল্টিমেট এর ফিচারগুলা দরকার হয় তাহলে লিঙ্ক ত দেওাই আছে 🙂

পাইরেটেড লিংক দিয়ে কি খুব উপকার হল ভাই?

Level 0

ভাই আবার কী বলেন , Confused এ পড়ে গেলাম , ডাউনলোড করব কী করব না, কী করি কেউ বলবেন কী, এটা কী আসলেই অরিজিনাল কপি

হুদাই !

To the soft-store 🙂

Level 2

Bhai, arokom untouched XP thakle share koiren………..

THANK U.AMAR KONO PROBLEM NAI.KARON AME 7.2MBps SPEED PAI STARHUB SIM DEA.IDM DEA DOWNLOAD DEASI 35 MIN SHOW KORTASA.APNAK PREO TANELAM

ভাই আমার কাছে যে উইনডোজ আছে সে ডিভিডির ভিতরে এরকম একটি লোডার আছে সেটা দিয়ে উই্নডোজ একটিভ হয়।আপনারটা আর আমারটা কি একই?

ভাই ডাউনলোড করে এক্সট্রাক্ট করে (X17-24394) এই নামে ফোল্ডার পেয়েছি, এই ফোল্ডার ডিভিডি তে কপি করব নাকি ফোল্ডার এর ভিতরে থাকা ফাইল গুলো ডিভিডি তে কপি করব, ক্লিয়ার করবেন পিলিস,

ভাই……..!
আপনাকে কি বলে যে ধন্যবাদ দিবো বুঝতে পারছিনা |পেলেন কোথায় এ জিনিস ???!
অসংখ্য ধন্যবাদ ভাই |
🙂
আজ দুপুরে ডাউনলোড দেয়া শুরু করলাম |
🙂
অনেক অনেক ধন্যবাদ |
গেম খেলি তো তাই উইন লাগে |লিন্যাক্সে নাকি গেম খেলা যায় না |
তাই উইন্ডোজ…|
🙂

আশরাফুল খন্দকার vai apnare dekkha amar khob hingsa hosse….. amio download disi IDM dia 48 hours dekhasse….. chinta korsi tarporeo download koira sarmo……

thanks মোঃ এহসানুল ইসলাম vaia ke sondor tune korar jonno……

Level 0

আমার পিসিতে C drive 20 gb. win7 64 bit কি চলবে? মানে win7 64 bit চালাতে c drive এ কত জায়গা দরকার, জানালে খুসি হতাম। পোস্ট টা অনেক ভাল হইছে। ধন্যবাদ।

Level 0

অনেক ধন্যবাদ সুন্দর করে এই পোস্ট ই করার জন্য … ভাই extract কিভাবে করব ? কারণ আমি extract here করেছি ,কিন্তু সেখানে অনেকগুলো ফোল্ডার/ফাইল হয়ে যায় , যার ধরুন বার্ন করতে পারতেছিনা . so ভাই দয়া করে কিভাবে করতে পারি কষ্ট করে জানালে উপকৃত হব .., আবারও আপনাকে অনেক ধন্যবাদ ..,

    @rolli69: extract করলে হবে না , ডাইরেক্ট iso ফাইল টা বারক করতে হবে। সব ডিভিডি রাইটিং সফটওয়্যার এ iso ফাইল ওপেন করা যায়। এক্সট্রাক্ট করে বার্ন করলে ডিভিডি টা বুটেবল হবে না।

Level 0

আমার২৫০ gb hard drive & ৩ gb ram আছে , আমার জন্য কি home premium 64 বেবহার ভালো হবে ?

Level 0

Many thanx ..,

Level 0

ধন্যবাদ মোঃ এহসানুল ইসলাম ভাই। Home premium ভার্সন download করে install করলাম। সবকিছুই ঠিক মত চলছে কিন্তু Activation টা করতে পারলাম না। Pls help me.

Level 0

আহঃ অবশেষে Activation-এ সার্থক হলাম।

Level 0

Microsoft Security Essentials use na korle and windows update na korle kono problem ase ki ??

    @towfikbd: না , নাই। আপনি যে কোনও এন্টি ভাইরাস ইউস করতে পারেন। চাইলে উইন্ডোজ আপডেট অফ ও রাখতে পারেন আপনার ইন্টেরনেট লিমিটেড হলে।

Level 0

ভাই খুবই ভাল লিখছনে আপমাকে অনেক ধন্যবাদ

এটা কি .iso ফাইল নাকি .rar ফাইল? ডাউনলোড করে সরাসরি রাইট করবো নাকি extract করতে হবে?
আমার র‍্যাম ৪GB এবং ডুয়াল কোর।৬৪ ভালো হবে?

Level 0

size to bishal..amr campus r wifi diye download korte naki 3/4 din somoy lagbe….
apnk onk dhonnobad ei nice tune r jonno.

Level 0

vai ami to akhn 7 use kori mane bajar thaka 7 er cd kine 7 setup dieasilam and window loader 1.7 version dea genuine koresi…tahole ami ki update dite parbo na??? Microsoft Security Essentials use korte parbo na?
onno antivirus mane free antivirus and Microsoft Security Essentials er main different ta ki aktu bolben?

Level 0

vai win7 ultimate x64 kaj kore na ken? ami USB bootable kore try korsi. ki problm kindly janaben?
amr PC config
Processor: core i5 2.66GHz
RAM : 4GB

bohut jhamelay asi.help koren.aponi bollen download kora file directly write korte.korlam.kintu bootable to holona.then sob file extract kore write korlam NEro dia.kaj hoy but write korar somoy 4ta file missing dekhaise.then abar nero dia main iso file k burn dilam.but bootable holona.ekhon ki kora jay?

Level 0

মুকুট ভাই আপনি কি Home Premium টা ডাউনলোড করেছে? ওটাতে সমস্যা আছে , আমার ও ঝামেলা করেছে বুট হয় কিন্তু পুরো উইন্ডোজ সেটআপ কম্পিলিট হয় না।
তবে Ultimate টা কাজ হয় ওটা আমি এখন চালাচ্ছি।
এখন আবার Professional টা ডাউনলোড করব ভাবছি

    @metal boy: ultimate ডাউনলোড করেছিলাম।রাইট করার সময় ৩টা ফাইল মিসিং দেখিয়ে রাইট করা বন্ধ হয়ে যায়।এর পর টরেন্ট থেকে নামিয়ে নিলাম।অখানে মাইক্রোসফট এর একটা সফটওয়্যার দেয়া ছিলো যেটা দিয়ে খুব সহজেই বুটেবল ডিভিডি বানানো যায়।এখন ব্যবহার করছি।আর লোডার টা এখান থেকেই নিয়েছি,https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/126658

Level 0

মুকুট ভাই আপনি কি Home Premium টা ডাউনলোড করেছে? ওটাতে সমস্যা আছে , আমার ও ঝামেলা করেছে বুট হয় কিন্তু পুরো উইন্ডোজ সেটআপ কম্পিলিট হয় না।
তবে Ultimate টা কাজ হয় ওটা আমি এখন চালাচ্ছি।
এখন আবার Professional টা ডাউনলোড করব ভাবছি

Level 0

আমার অভিজ্ঞতা থেকে একটা জিনিস লক্ষ্য করলাম এপর্যন্ত যে iso ফাইল গুলো ডাউলোড করার পর দেখি ডাবল ক্লিক করলে একবারে ওপেন হয় না ওগুলোতে কোন না কোন ঝামেলা থাকে

ভাই অনেক কষ্ট করে Windows 7 Ultimate SP1 x86 ডাউনলোড দিছিলাম, সেটআপ কমপ্লিট হয় না।

vai kivabe বুটেবল DVD write korbo…?
jodi bolen tahole valo hoto…

vai kivabe pendrive diye boot dibo??plz janaben..15 tk koros korar kono issai nai..a5 din dore apnar windows download dilam..akon shudu toch korar pala

vai a ra…keu ki linux zorin opareting sysetem use koren??korle plz janaben j kemne install dai

vai instal naina to..bole j file miss

Level 2

ultimate 64 bit ইন্সটল দিচ্ছিলাম পেনড্রাইভ থেকে। পেনড্রাইভ Fat format এ দেয়া। পেনড্রাইভ কে বুটেবল করার পর ইনস্টল দেয়া শুরু করি। কিন্তু expanding windows file এ ফাইল মিসিং দেখায়। পেনড্রাইভ থেকে কি ইনস্টল দেয়া যাবে না। সমাধান দিলে ভাল হত।

নাহ , সুধুই বুটেবল ডিভিডি করে ইন্সটল করতে হবে,

Level 2

Thanks

মোঃ এহসানুল ইসলাম ভাই এরকম টিউন এর জন্য ধন্যবাদ । ডাউনলোড শুরু করলাম। মনে হয় বেশি সময় লাগবেনা। হলের ওয়াইফাই এ ২০০-৩০০ কিলোবাইট পার সেকেন্ড ডাউনলোড হয়। কি যে মজা………………আহ

Level 0

download korta voi pela amai bolen……………………….sob namaitasi

Level 0

Windows cannot copy files required for installation. The files may be corrupt or missing. Make sure all files required for installation are available, and restart the installation. Error code: 0x80070241

setup time show this error so, how i can i give setup kindly inform me

my mail address : [email protected]

vai sry onek din por comment korar jonno..ami jodi 64 downlaod kori..tahole oitae ki 32 and 64 2itai pabo?

ভাই ! অনেক ধন্যবাদ আপনাকে পোস্ট এর জন্য, তবে আপলোডার লিঙ্কটা আবার একটু নতুন দিলে ভাল হত।

Level 0

ভাই windows loader এর link টা আরেক বার দিলে উপকার হয়