IDM দিয়ে টরেন্ট ফাইল ডাউনলোড সাথে রিজিউম সাপোর্ট (ছবিসহ বিস্তারিত)

কিছুদিন আগেও torrific.com এর সাহায্যে টরেন্ট ফাইল গুলি আইডিএম এর সাহায্য ডাউনলোড করা যেতো । কিন্তু এই সাইট বন্ধ হবার পর
 আর কোন পথ খুঁজে পাওয়া যাচ্ছিল না । এই সমস্যার সমাধান এ একটা নতুন সাইট খুঁজে পাই আর সেটা হল ZBIGZ.COM  :lol: এই ওয়েবসাইট
 এর সাহায্যে আপনি ফুল স্পীড পাবেন আর সাথে তো রিজিউম সাপোর্ট আছেই । 

"ZBIGZ.COM" দিয়ে কিভাবে ফাইল ডাউনলোড করা যাবে তা আমি ধাপে ধাপে বলার চেষ্টা করছি । 

ধাপ ১:  প্রথমে আপনাকে zbigz.com এ যেতে হবে ।
ধাপ ২:  তারপর সাইন আপ করতে হবে । যা অত্যন্ত সহজ ।

ধাপ ৩: এখন গোল চিহ্নিত স্থানে আপনার ডাউনলোড করা .torrent ফাইল   আপলোড  করতে হবে । তবে এখানে আপনি টরেন্ট ফাইল এর লিঙ্ক ও
 সরাসরি দিতে পারবেন ।

ধাপ ৪: wwww.piratebay.se   ক্ষেত্রে আপনার একটা সমস্যা  হবে তা হল এখানে আপনি টরেন্ট ফাইল এর লিঙ্ক পাবেন না ।
 সে ক্ষেত্রে চিত্রের মত ম্যাগনেট লিঙ্কটি কপি করুন ।

ধাপ ৫: এখন ম্যাগনেট লিঙ্ক টি কপি করে পেস্ট করুন । তারপর GO free   তে ক্লিক করুন ।এখন আপনার টরেন্ট ফাইল টি এর সার্ভার
এ আপলোড হওয়া শুরু হবে ।

ধাপ ৬: সার্ভারে ডাউনলোড হয়ে গেলে আবছা সবুজ বাটন টি গাঢ় সবুজ বাটনে পরিণত হবে । এখন আপনি যদি ফাইল এর নামের উপর ক্লিক করেন 
তাহলে ওই টরেন্ট এর ভিতর থাকা সকল ফাইল আপনি দেখতে পাবেন । এসকল ফাইল এর সাথেও সবুজ বাটন থাকবে । এই ফাইল গুলি আপনি আলাদা
 আলাদা করে ডাউনলোড করতে পারবেন যদি আপনি ইচ্ছা করেন।

ধাপ ৭: সবুজ বাটনে ক্লিক করার পর আপনি এই চিত্রের মতো একটি পেজ দেখতে পাবেন । এখানে ক্লিক করুন ।

শেষ ধাপ : ক্লিক করার পর আপনার ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারে এই ফাইল ডাউনলোড করা শুরু হবে রিজিউম সাপোর্টসহ । :D

আর কিছু তথ্যঃ অ্যাকাউন্ট থাকার সুবিধা হল আপনি আপনার ফাইল গুলি পরেও ডাউনলোড করতে পারবেন । একাউন্ট না থাকলেও ডাউনলোড
করা যাবে কিন্তু পরে সেগুলি আর খুঁজে পাবেন না ।
আসা করছি এখন থেকে সহজে টরেন্ট ফাইল ডাউনলোড করতে পারবেন ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার এর সাহায্যে ।

এক্সট্রা টপিক
আপনারা যারা প্রিমিয়াম ডাউনলোড করার জন্য অনেক ধরনের লিচিং সাইট ব্যবহার করেন কিন্তু সেগুলি দিয়ে খুব কমই কাজ হয় ।
আবার অনেক সময় টাইম লিমিট দেয় যা অত্যন্ত বিরক্তিকর । আজ আমি আপনাদের একটা মাত্র কাজের লিচিং ওয়েবসাইট 
দিব যাতে রিজিউম সাপোর্ট আছে এবং এর সাথে কোন টাইম লিমিট নাই । 
www.suckleech.com (নাম নিয়ে কিছু মনে করবেন না আশা করি :P :P)
এই ওয়েবসাইট rapidshare,hotfile, uploding , turbobit , bitshare, freakshare , megashare , oron , আরও কিছু
ওয়েবসাইট সাপোর্ট করে । হ্যাপি ডাউনলোডিং :) :) 

ভালো থাকুন । যেখানেই থাকুন নিজ দেশকে ভালবাসুন । এই প্রত্যাশায় আজকে এই পর্যন্তই ......।। :)
কেমন লাগলো আজকের টিউন ? আপনাদের মন্তব্য আশা করছি ।

Level 0

আমি নাসিম বিন জসিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 79 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভালো টিউন। কিন্তু আরও সহজ উপায়ে টরেন্ট ডাউনলোড কারা যায়। এখানে দেখুন

    @wanthelp1: আপনাকেও ধন্যবাদ । 🙂

    কেন নয় অবশ্যই কাজ করছে । আমি নিজে ব্যবহার করে টিউনটি করার চেষ্টা করেছি ।

Level 2

হুররে, আমিও পাইসি 😀 আপনারে অনেক ধন্যবাদ ।
ভাই, একটা কথা জানার ছিলো । Resume কি Unlimited time এর জন্য ? নাকি নির্দিষ্ট সময়ের মধ্যে ডাউনলোড শেষ করতে হবে ? জানালে উপকৃত হতাম ।

    @রোহান ভাই, কষ্ট করে পরার জন্য ধন্যবাদ ! 🙂
    আপনার অ্যাকাউন্ট সেটিং দেখবেন আনলিমিটেড টাইম দেওয়া আছে ।
    ৫১২ স্পীড এ ৮ জিবি ফাইল নামতে ২ দিনের বেশী লাগার কথা না । আমি ২ দিনে নামাইছি ।

ভাই,আপনারে অনেক অনেক অনেক অনেক অনেক ধন্যবাদ লিচিং ওয়েবসাইট দেয়ার জন্য।আরও ভালো কোন সাইট থাকলে জানাবেন।
ধন্যবাদ।

Level 0

মোবাইলের ইউ সি ব্রাউজার দিয়ে ডালো করলাম ।কিন্তু রিজিউম সাপোর্ট কতদিনের বা কত ঘন্টার তা জানালে উপকার হত ।অনেক ধন্যবাদ দাদা টিউনটির জন্য

    কোন চিন্তা কইরেন না দাদা । ৭ দিন এর বেশী থাকে রিজিউম সাপোর্ট । একটা টিপস হল পারলে প্রতিদিন একটু একটু করে ডাউনলোড করলে ভালো হয় তাহলে রিজিউম সাপোর্ট টা থাকে ।

কাজ করে। কিন্তু ফ্রি তে ডাউনলোড স্পীড অনেক কম। মাত্র 50-70.

    @শামীম রাহমান: বাংলাদেশের যারা বেশী ডাউনলোড করে তাদের স্পীড বেশির ভাগ ই 512kbps বা ৫০-৬০ KB তাই এটাই যথেষ্ট । ধন্যবাদ শামীম ভাই । 😛 😛

ধন্যবাদ শেয়ার করার জন্য ।

Level 0

ধন্যবাদ……….

    @ian: ধন্যবাদ আপনাকেও 🙂
    ডাউনলোড করতে থাকুন টরেন্ট ফাইল । লিচিং এর কথা ভুলে যাইয়েন না । আশা করি কাজে দিবে ।

আগেও এই টিউন হয়েছে

    @শেখ নাহিদ: এত বিস্তারিত হয় নি । এর আগে আমি সামু তে দিয়েছিলাম অনেক দিন আগে । তারপর তো টেক টিউনস তো বন্ধ হয়ে যায় । এটা তো আপনি জানেন ।
    মন্তব্যর জন্য ধন্যবাদ । 😛

ভাই Limited speed – Free এখানে ক্লিক করলে Problem loading page দেখায়

ভাই কাজ হইছে ধন্যবাদ

Level 0

nice tune.