উন্মাদ ম্যাগাজিন+আনন্দমেলার ৯টি গল্পের সংকলন {বৈশাখি ধামাকা}

এসে গেছে উন্মাদ পর্ব ২৬৬। এই পর্বের প্রধান ফিচার “গুলশান রেভিনিউ” । এছাড়া আরো আছে নেপোলিয়নের সেই বাণী, সহযাত্রী ফিচারররররর্, পজিটিভ যখন নেগেটিভ, সংবাদ কার্টুন, ছড়ায় ছড়ায় জোকস, স্বপ্ন-দুঃস্বপ্ন, সেয়ানে সেয়ানে, সুপার উন্মাদের মত সব ব্যাড সেক্টরস । সাথে থাকছে রম্য গল্প “দৈনিকদা” । মিস করতে না চাইলে ঝটপট ডাউনলোড করে ফেলুন ।

ডাউনলোড

আনন্দমেলা গল্প সংকলন । বিখ্যাত সব লেখকদের গল্প এক মলাটে । এই সংকলনে থাকছে ভুতুরে কম্পিউটার, বৈকুন্ঠ বটব্যালের বই বাছাবাছি, ফেকলুদার গাড়ি, জঙ্গি, লম্বা হউয়ার গল্প, মাল্টিপারপাস মামার ঘড়ি, পঞ্চপাচন ফর্মুলা, পেল্লাদের কান্ড এবং প্রতিবন্ধি । চমৎকার এই গল্পগুলো পড়তে এখুনি ডাউনলোড করুন “আনন্দমেলা গল্পসংকলন ১” ।

ডাউনলোড

 

আমার ব্লগের আরো বই: http://banglapdf.net/

Level 0

আমি পাগলা স্ক্যানার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 195 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ভালো থাকতে চাই


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ ধন্যবাদ

Level 0

ভাই এটা কবেকার জিনিস দিলেন। ১৪১৯ সালের না ১৪১৮ সালের ধামাকা? গত বছর এপ্রিলে দিলেও এক কথা ছিল। দিলেন ২৬৬ সংখ্যা বের হওয়ার ১ বছর চার মাস পরে। বাসি জিনিস। বহুত আগেই পড়া শেষ। পারলে নতুন সংখ্যা দেন যেটা নতুন বছর ১৪১৯ এর সাথে যায়

    @tech_no:
    না ভাই নতুন সংখ্যা দিতে পারব না ?? খুশি ?? আপনি পড়লেই সবার পড়া হয়ে গেলো ??
    আমি তো বলি নাই ১৪১৯ এর ধামাকা!! টাইটেলটা ভালো ভাবে পইড়া দেখেন!! আর এইখানে যেই আনন্দ মেলাটা দিলাম, সেটা ১৯৯০ সালের!! কাজেই এটা যে ১৪১৯ এর ধামাকা না, এইটা বুঝতে কোন তালেবর হউয়া লাগে না!!!
    টাইটেলের মানে হচ্ছে বৈশাখে প্রথম দিনে একটা ধামাকা পোস্ট!!!
    আরো অনেক কথা বলতে পারতাম, বললাম না! কারন যারা মানুষকে ভালো কাজের জন্য উৎসাহিত করতে পারে না, তাদের কিছু বলা না বলা সমান আমার কাছে!!

আপনার উন্মাদ সংখ্যার জন্য অপেক্ষা করি। তা সেটা পুরোনই হোক; কী বাসি হোক, হোক না সেটা নতুন।
অনেক ধন্যবাদ 🙂
ভাল থাকবেন।

এই উন্মাদটা বেশি সিকিউরড করে দিয়েছেন, প্রিন্ট করার ইচ্ছা ছিল। যদি এই সংখ্যার প্রিন্ট্যাবল ফাইলটা থাকে প্লিজ দিবেন।

    @নিওফাইটের রাজ্যে:
    আরো উন্মাদ দিতে থাকব!! এর মাঝে পুরান গুলাই বেশি থাকবে!! কারন মাত্র ৩টা দিয়েছি, আরো ২৭০+ দিতে হবে, ততদিনে উন্মাদ আশা করি ৩০০+ হয়ে যাবে । ধন্যবাদ

দারুন জিনিস ডাউনলোড দিলাম পাগলা স্ক্যানার ভাই আশা করি আরো নতুন নতুন আইটেম নিয়ে আমাদের সামনে উপস্থিত হবেন।

Level New

ধন্যবাদ। উন্মাদ আমার খুবই প্রিয় ফান ম্যাগাজিন।