অনেকদিন পরে টিউন করতে আসলাম। অবশ্য প্রতিদিনই ভিজিট করি। আজ একটি নতুন বিষয় নিয়ে হাজির হলাম। জানিনা আজ যে বিষয় নিয়ে টিউন করব এটা নিয়ে আগে টিউন হয়েছে কিনা। তবে আমার মনে হয় হয়নি। pdf=Portable Document Format(বাংলায় যাকে বলা হয় পিডিএফ)আমরা সবাই এই ফরম্যাটকে চিনি যারা প্রতিনিয়ত ইন্টারনেট ঘাটি এবং যারা বেশিরভাগ সময় অফিসিয়াল কাজ কর্ম করে থাকি। এর সুবিধা হল আমরা যখন নিজের কম্পিউটারে কোন ডকুমেন্ট তৈরি করি তখন তা যদি প্রিন্ট করতে কোন দোকানে বা কোন বন্ধুর বাসার নিয়ে যাই তখন দেখি যুক্তবর্ণ ও অনেক বানান ভূল। তখন ডকুমেন্টটির বানান গুলা আবার ঠিক করতে হয় এবং এটা অনেক ঝামেলার ব্যপার হয়ে দাড়াঁয়। তাই এই ধরনের ডকুমেন্টগুলোকে পিডিএফ এ কনভার্ট করে নিয়ে গেলে আর কোন সমস্যা হয় না। আমারা অনেকে চাই পিডিএফ এর পেইজগুলা আলাদা আলাদা অংশে করতে এবং জোড়া লাগাতে। কিন্তু পারি না। এ ধরনের অনেক সফটওয়্যার আছে। আজ আমি একটি সফটওয়্যার শেয়ার করছি যার নাম Adolix Split & Merge PDF যা মাত্র 2.82 এমবি।
এটির দুটি এডিশন আছে। একটি হচ্ছে ফ্রি আরেকটি হচ্ছে প্রফেশনাল এডিশন। এটি ডাউনলোড করতে হলে নিচের লিংকে ক্লিক করুন। হ্যা অবশ্যাই ফ্রিতে ক্লিক করুন যদি টাকা না থাকে। http://www.adolix.com/split-merge-pdf/
এখানে দেখুন
এই সফটা দিয়ে আপনি ইচ্ছমত (Split=ইচ্ছামত ভাগ করা এবং Merge=ইচ্ছামত জোড়া লাগানো) এডিট করতে পারবেন। আমার ব্লগে পিডিএফ তৈরি করার জন্য সফটয়্যার এবং পিডিএফ এডিট করার জন্য কিছু সফটওয়্যার সম্পর্কে টিউন করেছি। চাইলে সবাই দেখতে পারেন। তবে এগুলো বিভিন্ন ব্লগ থেকে সংগ্রহকৃত। কারন এগুলো আমার প্রতিনিয়ত দরকার হয়।
পিডিএফ তৈরি--------
http://jobayerassal.blogspot.com/2012/04/blog-post.html
পিডিএফ এডিট-------
http://jobayerassal.blogspot.com/2012/04/pdf.html
আমি জোবায়ের রাসেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 309 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই পিডিএফ ডকুমেন্ট তৈরী করার কোন সফটওয়্যার থাকলে দয়া করে লিংক দেন। দিলে খুবই উপকৃত হব।