প্রতিনিয়তই আমাদের সময় কমে যাচ্ছে বিভিন্ন কাজের চাপ বারার সাথে সাথে। তাই আমরা সবসময় কত সহজে সুন্দর ভাবে কাজ শেষ করতে পারব সবসময় সেই দিকেই লক্ষ্য রাখি। যখন আমরা নতুন একটি অপারেটিং সিস্টেম ইন্সটল দেই তখন বিভিন্ন অ্যাপ্লিকেশন রিইন্সটল করতে অনেক সময় নষ্ট হয় এবং অনেক সময় বিরক্তও লাগে। এমনকি যখন আমাদের অপারেটিং সিস্টেম চালুও থাকে তখনও নতুন অ্যাপ্লিকেশন সেট আপের জন্য আমাদের গুরুত্বপূর্ণ কাজ ফেলে রেখে সেই অ্যাপ্লিকেশন প্রসেস সুপারভাইস করতে হয়।
যদি এমন হয় যে সিলেক্টেড প্রোগ্রাম নিজে নিজেই ইন্সটল হবে আমাদের সিস্টেমে! এবং সবচেয়ে মজার ব্যাপার যখন আমরা কাজ করি তখন কিছু সংখ্যক অ্যাপ্লিকেশন নিজেই ইন্সটল হবে। একি কখনও সম্ভব? হ্যাঁ এটি সম্ভব। Ninite Easy Pc Setup দ্বারা এটি সত্যিই সম্ভব।
নিনিটের (Ninite) ওয়েব পেজে আপনি যেসব অ্যাপ্লিকেশন ইন্সটল করতে চান তা সিলেক্ট করতে পারবেন। এবং নিনিট কাস্টম ইন্সটলেশন জেনারেট করবে যখন আপনি অন্য কাজে ব্যস্ত থাকেন।
আপনার পছন্দের অ্যাপ্লিকেশন সিলেক্ট করা হয়ে গেলে খেয়াল করুন পেজের নিচে “Get Installer” নামে একটি বাটন রয়েছে।
আপনি যদি এমন কোন অ্যাপ্লিকেশন ইন্সটল করতে চান যা লিস্টে নেই আপনি সেই অ্যাপ্লিকেশনের জন্য আপনি অনুরোধ করতে পারবেন লিস্টের আওতাভুক্তকরণের জন্য।
এরপর “Get Installer” ক্লিক করলেই ইন্সটলের জন্য ডাউনলোড শুরু হয়ে যাবে। এখানে আমি Python এবং WinRAR ডাউনলোড করলাম, এই ভাবেই ডাউনলোড হবে।
ডাউনলোড হওয়ার পর আপনাকে কোন রকম বিরক্ত করা ছাড়াই নিজে নিজেই ইন্সটল হয়ে যাবে। এখানে সম্পূর্ণ প্রসেসই অটোমেটিকেলি হয়ে থাকে। নিনিট (Ninite) একটি জটিল, মজাদার এবং সহজ ডাউনলোড অ্যাপ্লিকেশন যা আপনার সময় বাঁচাবে ইন্সটল করার ঝামেলা থেকে।
আমার মনে হয় নিনিট ব্যবহার করে সবারই ভালো লাগবে। আর আপনাদের ভালো লাগার জন্যই আমার এই টিউন।
আমি ইয়াসিন আরাফাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 134 টি টিউন ও 406 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এই তো শুরু পথ চলা.. চলছি আমি একলা.. অনেক কিছু আমার মাঝে.. সুযোগ পেলেই করে খেলা..
Yeasin Arafat ভাই,
Ninite শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
সত্যিই ইহা চমৎকার !!!
তবে সমস্যা হলো–
১) অনলাইনে থেকে কাজটি করতে হবে ।
২) ভাইরাস প্রোটেক্ট করা যাবে কিনা ?
৩) হার্ডডিস্কে সেভ করা software অটোমেটিকেলি ইন্সটল করা যাবে কিনা?