আস-সালামু-আলাইকুম।
সবাই কেমন আছেন?আজ অনেক দিন পর আপনাদের জন্য একটা টিউন করলাম।আমার সর্বশেষ টিউন করেছিলাম ১৪ই জানুয়ারি।
আপনাদের জন্য আজ নিয়ে এলাম একটা মিডিয়া প্লেয়ার নিয়ে যেটার সাথে সবাই কম বেশি জড়িত/পরিচিত।প্লেয়ারটির নাম হলো BS Player Pro 2.61
আমার আগে এই প্লেয়ার নিয়ে অনেক গুলো টিউন হয়েছে তবে এটার আপডেটেড ভার্সন কেউ দেয়নি।তাই আজ এই সফটওয়্যার এর একেবারে নতুন PRO ভার্সন দিলাম সিরিয়াল সহ।
আসুন জেনে নেই এই প্লেয়ার সম্মন্ধে কিছু কথা।
BS Player হচ্ছে পৃথিবীর অন্যতম সেরা প্লেয়ার দের মধ্যে একটা।এর ব্যবহার কারীর সংখ্যা প্রায় ৭০লাখের ও বেশি।এটা ২০০০ সালের পর থেকে সবার কাছে তুমুল জনপ্রিয় সফটওয়্যার।
এই প্লেয়ার এর সব চেয়ে মজার এবং উল্লেখ্য দিক হচ্ছে মুভি প্লে করার সাথে সাথে ইন্টারনেট থেকে অটোমেটিক ভাবে সাবটাইটেল চেক করে ডাউনলোড করবে এবং সাথে সাথেই সাবটাইটেল সহ প্লে হয়ে যাবে।
আসুন দেখে নিই এর ইন্সটলেশন পদ্ধতি
প্রথমে এখান থেকে ডাউনলোড করে নিন।
ডাউনলোড করা হয়ে গেলে RAR file থেকে Extract করে নিন।এবং " BS.Player Pro v2.61.1065 + Serials [ChattChitto RG] " এই ফাইল টি ওপেন করুন অথবা রান করুন।
এর পর BS.Player Setup এ ক্লিক করে সফটওয়্যার টি ইন্সটল করুন।এর জন্য ইন্টারনেট কানেকশন এর দরকার হবে কারন এই প্লেয়ার টি চালানোর জন্য ২টা কোডেক (FFSHADOW & FLASH VIDEO )লাগবে। যদি কারো এই ২টি কোডেক আগে থেকেই থাকে তবে ইন্টারনেট এর দরকার নাও হতে পারে।
সেটআপ শেষ হওয়ার পর অটোমেটিক ভাবএ কোডেক ডাউনলোড হবে।নিচের ছবি দেখলেই বুঝবেন
ইন্সটল শেষ হলে সফটওয়্যার টি রান না করে ক্লোজ করুন।এর পর BS Pro Serial এ ক্লিক করে সিরিয়াল কপি করুন।এর পর BS Player অন করলেই সিরিয়াল কী চাইবে।সিরিয়াল কী দিয়ে ওকে করুন।এর পর প্লেয়ার টি রিস্টার্ট দিন।
ব্যস।কাজ শেষ।এবার উপভোগ করুন BS Player Pro 2.61.
এবার যেকোনো ইংরেজি মুভি চালু করুন।দেখুন যে এই প্লেয়ার টি আপনাপনি সাবটাইটেল খুজতে শুরু করবে এবং আপনি যত গুলো ইচ্ছা সাবটাইটেল নামাতে পারবেন।
উপরের ছবিটি খেয়াল করুন।আমি RIO মুভি টি চালু করার সাথে সাথেই সফটওয়্যার টি সাবটাইটেল খুজতে শুরু করে দিয়েছে এবং অনেক গুলো সাবটাইটেল পেয়েছে।এখান থেকে আমার যেটা পছন্দ সেটা সিলেক্ট করে Download Checked এ ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে এবং আপনাপনি সেটা ছবিতে দেখানো শুরু হবে।ই সাবটাইটেল গুলো যে ফোল্ডার এ ছবি আছে সেখানে সেভ হবে।
তাহলে আর দেরী কেনো......এখুনি ডাউনলোড করুন আর উপভোগ করুন এই মুল্যবান Pro ভার্সন এর সফটওয়্যার টি।
টিউনের শেষে সবাইকে একটা উপদেশ দিয়ে শেষ করছি।সবাই ভালো থাকবেন।
আমি ওমর ফারুক মুকুট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 86 টি টিউন ও 2091 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মুকুট বলছি ঢাকার মানিক নগর থেকে।ভালোবাসি হাসতে।ভালোবাসি ঘুরতে,গান শুনতে ,ছবি দেখতে। অপছন্দ করি বেশি কথা বলতে।সুদ , সিগারেট ও এলকোহল কে ঘৃণা করি।
Thank you bhai.