ইউটিউবসহ সকল অনলাইন মিউজিক, ভিডিও রেকর্ড/ডাউনলোড হবে টুলবার দিয়েই

আজ অনেকদিন পর আবার ব্লগপোষ্ট করতে বসলাম। অনেকদিন ধরে ভাবছিলাম যে ব্লগপোষ্ট করব কিন্তু সময়ের অভাবে করতে পারি নি। কিন্তু গতকাল থেকে যেই একটু সময় পেয়েছি আর ব্লগপোষ্ট করতে শুরু করেছি, এতেও বিদ্যুৎ এর বাধা। বারবার বিদ্যুৎ আসা যাওয়ার কারণে লেখা শেষ করেও করতে পারি না। যাক সেকথা এবার কাজের কথায় আসি।

যখন ইন্টারনেটের সাথে পরিচিত হই তখন থেকেই ইউটিউব আমার কাছে কখনও শিক্ষক , মুভিথিয়েটার আবার কখনও জ্ঞানের ভান্ডার হিসেবে পরিচিতি পেয়েছে। তাই কখনো কোন জিনিস না বুঝলে ছুটে যাই ইউটিউবের কাছে, কিন্তু আমার একটাই সমস্যা ছিল আর তা হল অনলাইনে বসেই দেখার অভ্যাস। অনেক্ষণ ধরে লোডিং করে পরে মজা করে দেখতাম। তাই মাঝেমধ্যে আফসোস করতাম, ইস ভিডিওটাতো দেখলাম যদি সেভ করে রাখতে পারতাম তাহলে খুব ভাল হত তাহলে ব্যান্ডউইথ বাঁচত। আমার খরচ ও কমতো। পরে এ বিষয়ে বড় ভাইদের সহযোগিতা চাইলাম কিন্তু কেউ আমাকে সেভাবে সহযোগিতা করতে পারলো না৤ তারপর শেষে সিদ্ধান্ত নিলাম যে মামুর কাছে যাই। দেখি এ শেষ ভরসায় কিছু হয় কিনা। অবশেষে মামু (গুগল) আমাকে নিরাষ করেনি। খোঁজ পেলাম এই ফ্রিকোর্ডার নামের এই টুলবারটি কিন্তু এরই মধ্যে যে কত সফটওয়্যার সেট আপ আর আনইনস্টল দিয়েছি তার কোন ইয়ত্তা নেই একেতো আমার সমস্যার সমাধন হলোই তারপর পেলাম আরো অনেক বাড়তি সুবিধা৤ তাহলে আসুন দেখি এই সফটওয়্যারটি আমাদের আরো কি কি বাড়তি সুবধা দিবে
স্ক্রীণসর্টঃ

১ অনলাইনে যে কোন ভিডিও সেভ এবং ইউটিউব ভিডিও সরাসরি ডাউনলোড করার সুবিধা
২ অনলাইন মিউজিকস্টেশনের মিউজিক কিংবা গানগুলো রেকর্ড করার সুবিধা
৩ অডিও ভিডিও কনভার্ট করার সুবিধা
৪ টিভি দেখার সুবিধা
৫ সার্চবারে আলাদাভাবে সার্চ করার সুবিধা
এবার টুলবারটি নিম্নে থেকে ডাউনলোড করে নিন

http://applian.com/freecorder4/

♣♣♣♣♣ ভাল লাগলে কমেন্টস করতে ভুলবেন না যেন ♣♣♣♣♣
বিঃদ্রঃ টিউনটি পূর্বে টেকমাস্টরব্লগে প্রকাশিত৤
চাইলে দেখে আসতে পারেন৤ এই লিংক থেকে
http://techmasterblog.com/775/download

Level 0

আমি ফারুক হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 79 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টিউনটি খুভ ভাল লাগলো
ফারুক ভাই আমি নকিয়া এন 70
সেট দিয়ে কি ইউটিউব ভিডিও দেখতে পারবো …আপনার মত আমার ও মন চায় ইউটিউব ভিডিও দেখতে , দয়া করে একটু সহযোগিতা করিবেন,,

Level 0

আবার জিগায়।