এক সফটওয়ারেই ২৬৫ টি অ্যাপ্লিকেশন!!!(সর্বকালের শ্রেষ্ঠ সফটওয়ারের একটি, ১০০% ফ্রি )

liber

ভাল সফটওয়ারের আশায় আমরা কত সফটওয়ার যে এ পর্যন্ত ইন্সটল করেছি আবার মুছেও পেলেছি তার হিসাব নাই। ইন্টারনেটের বেশির ভাগ সময়ই আমাদের মত ব্যবহারকারীরা ভাল সফটওয়ারের আশায় খুজে বেড়ায়।

আবার আমরা অনেকেই কিম্পিউটারে উইন্ডোজ সেটআপ দেয়ার পর কোন কোন সফটওয়ারগুলো আগে ইন্সটল করতে হবে তা নিয়ে একটু সমস্যায় পড়ি। ফলে দেখা যায় একটা সেটআপ দিয়েছি তো আরেকটা দেইনি এমন অবস্থা হয়। আবার অনেকগুলো সেটআপ দেয়ার কথা হটাৎ করে কাজের সময় মনে পড়ে। যা প্রচন্ড ঝামেলার‍ ব্যাপার। বিশেষত যার প্রতিদিনই কম্পিউটার সেটাপ দেয়ার কাজ করেন তাদের জন্যে। তাছাড়া এ সফটওয়ার গুলো যদি কোথাও স্টোর করা না থাকে তাহলে সবগুলোই আবার ইন্টারনেট্ থেকে ডাউনলোড করতে হবে। যা খুবই সময় সাপেক্ষ। মনে হয় খুব ভাল হতো, যদি এমন কোন উপায় থাকতো যাতে না খুজেই অতি অল্পসময়ে সকল দরকারী সফটওয়ারগুলো পেয়ে যেতাম!!

আমার ধারনা এতগুলো লেটেস্ট সফটওয়ার একসাথে হাতে পেতে আমরা টাকা খরচ করতেও রাজি আছি।

এ সমস্যার সবচেয়ে সমাধান কি হতে পারে ??

এ সবচেয়ে ভাল সমাধানের নাম LiberKey। হা মেঘ না চাইতেই বৃষ্টির মতো এ সফটওয়ারটি থাকলে আপনি নিশ্চিত ভাবেই এতসব ঝামেলার হাতে রক্ষা পাবেন। কারতে এতে একইসাথে রয়েছে প্রায় ২৬৫ অত্যন্ত জনপ্রিয় এবং খুবই প্রযোজনীয় সফটওয়ারের এক বিশাল সংগ্রহ।

অর্থাএখন আর অপ্রয়োজনে সফটওয়ার খোজার দরকার নাই বিশেষজ্ঞদের বাছাই করা বিশ্বের সকল বিষয়ে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সফটওয়ারগুলো আপনি এখন পেতে পারেন একই সাথে এবং সম্পূর্ণ বিন্যামূল্যে

পেন ড্রাইভে এমন একটা জিনিস রেখে দেয়া মানে কম্পিউটারের সকল সফটওয়ার সাথে নিয়ে ঘুরার মত। যেকোন যায়গায় যেকোন কম্পিউটারেই ব্যবহার করতে পারবেন। আর ইউন্ডোজ সেটাআপ দেয়ার পর এই একটি সফটওয়ার পেনড্রাইভ থেকে কম্পিউটারে ঢুকিয়ে দিলেই কেল্লা ফতে। অনেক দিন কম্পিউটারে কোন সফটওয়ার ইন্সটল করার কথা ভাবতেই হবে না।

liberkey_p2

LiberKey তে রয়েছে অকল্পনীয় সুবিধাজনক এবং প্রচুর গবেষনার মাধ্যমে প্রাপ্ত ২৬৫টি চমকার সফটওয়ার যা একবার ডাউনলোড করবেন তো সমগ্র সফটওয়ার রাজত্ব আপনার হাতে, কোন কাজের দরকার হলে এখানে হাতদিলেই দরকারী সফটওয়ার এসে হাজির হবে


Liberkey এর সুবিধাজনক তিনটি ভার্সান রয়েছে। যাতে ব্যবহার করীরা নিজের সুবিধা মেত ডাউনলোড করতে পারেন:

১. LiberKey Basic (অতি প্রয়োজনীয় ২৬ অ্যাপ্লিকেশন নিয়ে গঠিত, ৫৬ মেগাবাইট)

২. LiberKey Standard (৯৪টি অ্যাপ্লিকেশন নিয়ে গঠিত, ১৪০ মেগাবাইট)

৩. LiberKey Ultimate (২৬৫টি অ্যাপ্লিকেশন নিয়ে গঠিত, ১৮৬ মেগাবাইট)

liberkey-p3

আমার পক্ষে এ সফটওয়ারটির মূল্যায়ন করা অসম্ভব এতগুলো অ্যাম্প্লিকেশন আলাদা ডাউনলোড করতে হলে কি হত ? এটা ভেবেই আমি এ সফটওয়ারটির খুব ভক্ত হয়ে গেছি। কারন এরই মধ্যে এটি আমার অনেক কাজের হাতিয়ার রূপে এগিয়ে এসেছে।

নিচে অসংখ্য বৈশিষ্ট্যের কয়েকটি তুলে ধরা হল:

  • এখানে অন্তর্ভূক্ত সবগুলো সফটওয়ারই খুব ইউজার ফ্রেন্ডলী এবং জনপ্রিয়। নিচের তালিকার দিকে তাকিয়ে দেখুন। এর অনেকগুলো আপনি ব্যবহার করেছেন। আবার অনেকগুলোর পছন্দ হলেও খুব বেশি ব্যবহার না করার ভুলে গেছেন।
  • এটি ১০০%  ফ্রি এবং পোর্টেবল সফটওয়ার।(অবিশ্বাস্য হলেও সত্যি)
  • ১৮০০ অ্যাপ্লিকেশন থেকে কঠিন পদ্ধতিতে বাছই করা হয়েছে উপরিউক্ত ২৬৫টি সফটওয়ার।

liber update best

  • Liberkey তে অন্তর্ভূক্ত সবগুলো সফটওয়ারই প্রতিনিয়ত আপডেট হয়।
  • এর মধ্যে রয়েছে খুবই প্রয়োজনীয় অসংখ্য সফটওয়ার যেগুলোর কথা আপনি হয়ত জানেনই না।যা আপনার জন্য একটা উপহার সরূপ।(খুজে খুজে ডাউনলোড করতে জান পানি হয়ে যেত)

liberkey p5

Liberkey ভাইরাস ফ্রি এটা তার প্রমান

  • Liberkey সকল ধরনের ভাইরাস, স্পাইওয়ার, অ্যাড-ওয়ার, পপ-আপ মুক্ত।
  • এতে সবগুলো সফটওয়ার এত সহজভাবে উপস্থাপন করা হয়েছে যে বাচ্চা পোলাপাইনও বুঝবো।
  • টাকা দিয়েও একসাথে এত বেশি কাজের সফটওয়ার পাওয়া সম্ভব না।(তালিকায় লক্ষ করলেই বুঝবেন)

নিচে LiberKey এর অন্তরর্ভূক্ত সকল সফটওয়াগুলোর একটি তালিকা দেয়া হল:

Audio

EditorAudacity 1.3.9
iPod managerSharePod 3.9.3
PlayerAIMP 2.51 build 330
RadioRadioSure 2.0.872
RipperBonkEnc 1.0.13
TaggerTagScanner 5.1 build 551
ToolsAudio Identifier 0.7.1
Tunatic 1.0.1b

CD - DVD

Burning toolsAmok CD/DVD Burning 1.04
ImgBurn 2.5.0.0
InfraRecorder 0.50
Cover printerUnderCoverXP 1.22
Image toolsFolder2Iso 1.4
LCISOCreator 1.1

File management

BackupAbakt 0.9.5 rev2
CatalogerCdCat 1.01b
ComparisonWinMerge 2.12.4.0
Compression7-Zip 4.65
Universal Extractor 1.6 rev3
CopyTeraCopy 2.0.6
DefragmenterDefraggler 1.13.155
Directory ListerDirHTML 4.842
Disk space toolFilePro 1.0 build 111
Duplicate finderDupKiller 0.8.2 rev2
ManagerQ-Dir 3.94
RecoveryRecuva 1.30.435
RenamerAnt Renamer 2.10
SearchSearchMyFiles 1.16
SplitterYoyoCut 2.5.0.205
SynchronizationDSynchronize 2.30.1 rev1
Universal ViewerUniversal Viewer 4.3.0

Graphics - Photo

Color pickerColorPic 4.1
EditorPaint.NET 3.36 rev1
Photo Filtre 6.3.2 rev1
Effect and filterFotoSketcher 1.90
Icon editorGreenfish Icon Editor Pro 2.0
Screen capturePicPick 2.1
ToolsPngOptimizer 1.8
RIOT 0.3.3
ViewerFastStone Image Viewer 3.9

Internet

Bookmark managerTransmute 1.59
BrowserFirefox 3.5.2
DownloadeMule 0.49c
Free Download Manager 3.0 build 848 rev1
uTorrent 1.8.4 build 16381
EmailPOP Peeper 3.5.0.0
Thunderbird 2.0.0.23
FTPFilezilla 3.2.7.1
Instant messengerMegaIRC 4.05
Miranda IM 0.8.5
Website authoringiWebAlbum 2.02
MobaPhoto 1.42
Website copierHTTrack 3.43-7

Networking - Server

Bandwidth monitorNetWorx 5.0.3
ConfigurationB.I.S.S. Hosts Manager 2.0.1.0
PE Network Configurator 2.33
Network analyzerYale 1.06 rev1
ScannerPerformance Pinging 2.0.1
SoftPerfect Network Scanner 4.3.1
Settings manager NetSetMan 2.6.1
Telnet-SSH clientKiTTY (PuTTY) 0.60.66.22
ToolsCurrPorts 1.66
eToolz 3.4.3
IP2 1.04
Network Stuff 3.0.6.0

Office

CalculatorSpeedCrunch 0.10.1
CalendarEssentialPIM 3.04
ChronoPc Chrono 1.1.0.6
Desktop toolsApplication launcherRocketDock 1.3.5 rev1
AutomationClavier+ 10.6.1
ClockClocX 1.5 beta 2
TimeSync 2.10
CustomizationShock Caption 1.5
Visual Tooltip 2.2.1
WinFlip 0.50
Desktop noteStickies 6.7a
Save desktop iconShock Desktop 1.53
Virtual desktopVirtuaWin 4.0.1
ZoomZoomIt 4.0
Finance managerMoney Manager Ex 0.9.4.2
Font managerNexusFont 2.0.1.1075 rev1
PDFPDF-XChange Viewer 2.0 build 42.3
PresentationPointofix 1.5.2009.03.12
Text editorNotepad++ 5.4.5
Tutorial creatorvTute Recorder 1.0
Wink 2.0 build 1060 rev1
Unit converterConverber 1.8.0

Security

Anti virus-spywareRunscanner 1.8.1.0
SpyDLLRemover 2.5
EncryptionDCU 2.3.2
Omziff 3.3
TrueCrypt 6.2a
Integrity checkerHashCalc 2.0.2 rev2
Password managerKeePass 1.16
Password Generator 3.2
Privacy toolXP-AntiSpy 3.97.3
Secure deletionUltraShredder 4.9
WipeDisk 1.1.0
WipeFile 2.1
ToolsUSB WriteProtector 1.1

System utilities

BenchmarkHard diskCrystalDiskMark 2.2.0k
UniversalCrystalMark 0.9.126.452
Cleaner - uninstallerCCleaner 2.23.999
CleanAfterMe 1.35
Driver Sweeper 2.0.5
JavaRa 1.15
MyUninstaller 1.45
Remove Empty Directories 2.1
Revo Uninstaller 1.83
Unlocker 1.8.7
Hex editorHxD 1.7.7.0
InformationHardware monitoringHWMonitor 1.14.0
InventoryPC Wizard 2009 - 1.90
System Explorer 1.5
System Spec 2.72
WinAudit 2.27
ProcessBill2's Process Manager 3.3.1.2
DTaskManager 1.51
Process Explorer 11.33
ProcessorCPU-Z 1.52.2
Slow 0.8 rev1
ThrottleWatch 2.0.1 rev1
Startup managerAutoruns 9.53
Startup Control Panel 2.8 rev1
Video cardGPU Caps Viewer 1.7.0
GPU-Z 0.3.4
RegistryBackupErunt 1.1j
ComparisonRegshot 2.0.1.68
CompressionQuicksys RegDefrag 2.4
MonitoringProcess Monitor 2.6
RegFromApp 1.20
RepairWise Registry Cleaner 4.81 build 220
TestsBurning testHeavyLoad 2.4
OCCT 3.1.0
Hard diskCrystalDiskInfo 2.7.4
HD Tune 2.55 rev1
MonitorCheckeMON 1.1
Eizo Monitortest 1.6.30.0
RAMMemTest 3.8
ToolsClipboardic 1.10
ColorConsole 1.62
Drive Manager 4.09
Fast Explorer 2008 - 3.1.11.430
Fat32Formatter 1.0
Path Editor 2.0.1.2
Rapid Environment Editor 3.2 build 523
ResourcesExtract 1.12
SysExporter 1.51
USB Disk Ejector 1.1.2
TweakerXdN Tweaker 0.9.1.8
Update checkerFilehippo Update Checker 1.034

Video

CaptureVDownloader 1.0
WebVideoCap 1.37
ConverterPocket Divx Encoder 0.4.5
EditorVirtualDub 1.9.5 build 32593
PlayerMPC HomeCinema 1.3.1249.0
Wimpy FLV Player 3.0.9
RepairDivFix++ 0.33
ToolsAspect 2.1.0 rev1
Filmerit 3.0.8 rev1
K-Lite Codec Tweak Tool 3.0.0
MediaInfo 0.7.21
VideoCalc 1.1

কোন ভার্সানে কোন কোন সফটওয়ার অন্তর্ভূক্ত তা জানতে নিচের লিংকে ক্লিক করুন:

http://www.liberkey.com/en/liste-des-logiciels-comparaison.html

(উক্ত পেইজে U দ্বারা আল্টিমেইট, S দ্বারা স্ট্যোন্ডার্ড এবং B দ্বারা বেসিক বুঝোনো হয়েছি। আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হবে না)

এ সফটওয়ারগুলো ডাউনলোড করতে ক্লিক করুন নিচের লিংকে:

http://www.liberkey.com/en/download/2-liberkey-en/

আমার এ টিউনটি কারো ভালো লেগে থাকলে দয়া করে মন্তব্য করুন।

আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।

Level 2

আমি TareqMahbub। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 464 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Programmer at Business Innovation & Incubation Center, Banani. Worked @ Harry & Michael IT Center as a Web Developer. Worked @ Kazi IT Center as a Web Developer, Graphic Designer, Virtual Assistant. Worked @ IQRA MODEL SCHOOL & COLLEGE as a full time teacher & typist. Student at American International...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এতো দেখছি পরম পাওয়া !!!

——— ধন্যবাদ———-

    ধন্যবাদ রুহুল আমীন ভাই।

Level 0

ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না। 100 তে 100……….

জব্বর জিনিস একখান।

Level 0

awesome software n ur tune.

I am loving it too…
এমন জিনিস কালেকশনে রাখা মানে অনেক কাজ কমে যাওয়া।

জোস জিনিস একখান।

:O OMG!!!

1Of da Grt Softz eVer…………..nO dOubt!

TarEq bRo-
tHnx dEar……tHnx A lot!….

iF yOu dnt infrm….sum of us lyk me may b nvr been knwn about dis grt soft……
I usualy use portableapps.com’s soft fr my pendrive….
nw i thik its tym 2 change…….. :)[alrdy downloaded 44% LiberKey :-P]

n 1 thing…..
dis TUNE is of 1 of da best tune evr ‘I’ seen in TECHTUNES!

ThnX again brO……
😀

    অনেক ধন্যবাদ।
    সফটওয়াটা দিয়ে কাজ করুন……..ভাল জিনিস।
    দেশটাকে তো একটু হলেও সামনে নিয়ে যেতে হবে আমাদের….নাকি ?

Level 0

অনেক ধন্যবাদ।

jotilllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll
সত্যিই ভাই আপনাকে অসংখ ধন্যবাদ এরকম একটা ভাল সফটওয়্যার আমাদেরকে উপহার দেবার জন্য।।

আপনি যে রকম খাটাখাটনি করে বিস্তারিত বর্ণনা দিয়ে টিউনটা তৈরী করেছেন আর এত রকম সুবিধাযুক্ত একটা সফটওয়ারের ডাউনলোড লিংক দিয়েছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সফটওয়ারটি সবার কাজে লাগবে।

thanks

খালি thanks….

এই টা একটা টিউন হইল????
ভাই আপনি এই ধরনের টিউন দেরিতে কইরা আমাদের… অনেক কস্ট দিসেন……এইতা তা আর ১ বছর আগেই দরকার ছিল রে ভাই

Level 0

অসাধারন, সত্যি অসাধারন একটা সফটওয়ার। যারা ব্যবহার করেন নাই এক বার করে দেখুন। এর ভক্ত হতে শুধুই আপনার ব্যবহারের অপেক্ষা। ধন্যবাদ তারেক মাহবুবকে, এই অসাধারন সফটওয়ারটি উপস্থাপন করার জন্য।

    ধন্যবাদ samehood ভাই।

    যারা চোখ থাকতেও অন্ধের মতো ভালো জিনিস দেখে না তাদের জন্য সত্যিই আপসোস।

    নেটে কয়েক বছর ঘাটাঘাটি করেও এতগুলো ভালো সফটওয়ারের কালেকশন বানানো কঠিন কাজ।

“আমার এ টিউনটি কারো ভালো লেগে থাকলে দয়া করে মন্তব্য করুন।” – ভাই দয়া করে মন্তব্য করতে হবে না কারো। আপনার টিউন দেখে সবাই খুশি হয়েই কমেন্ট করবে।

ধন্যবাদ ভাই

ভাই, ভয় পাইয়া গেছি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

বেস্ট সফট এভার !!!!!!!!!!!!!