ছোটবেলায় রমনের কমিক্স কে না পড়েছে !!! বোকাসোকা এক সাধারন মানুষের প্রতিদিনকার হাস্যরসে ভরপুর কাহিনী কমিক্সের মাধ্যমে তুলে ধরেছেন অমর কার্টুনিস্ট প্রাণ!
সার সংক্ষেপ: "গরমের ছুটিতে রমনের ইচ্ছা হল হিল ষ্টেশনে পুরা ছুটিটা কাটাবে । বউ বাচ্চা নিয়ে রউনা হল সে শিমলা হিল ষ্টেশনে থাকার জন্য । কিন্তু মাসিক ৮৫০ টাকা বেতনধারি রমনের হিল ষ্টেশন ভ্রমনটা কেমন হবে তাতো নিশ্চই বুঝতে পারছেন ? না পারলে এখুনি ডাউনলোড করুন “রমন হিল ষ্টেশনে” !!"
কমিক্সটি আপনাকে নিয়ে যাবে ছেলেবেলায়, কাজেই দেরি না করে ঝটপট ডাউনলোড করে ফেলুন(মিডিয়াফায়ার লিঙ্ক দেয়া হয়েছে)
আমার ব্লগ http://banglapdf.net
আমি পাগলা স্ক্যানার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 195 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালো থাকতে চাই
পাগলা স্ক্যানার ভাই খুব মজা পেলাম, আপনার কাছে কি প্রান এর চাচা চৌধুরী এবং রাকার সিরিজ গুলো আছে থাকলে পোস্ট করবেন প্লীজ।