সবাই আশা করি ভালো আছেন। আজ এমন একটা বিষয় নিয়ে টিউন করতে বসলাম যা নিয়ে আনেক টিউন হয়েছে। কিন্তু আমার থেকে সহজ উপায় কেউ বলেছে কিনা তা আমার জানা নাই। যাই হোক না কেনও কমেন্ট দিতে ভুলবেন না।
টরেন্ট ফাইল সবাই কম বেশী ডাউনলোড করেছেন, কিন্তু স্পীডের সমস্যায় ইচ্ছা থাকলেও আমরা ডাউনলোড করার সাহস পাইনা। কিন্তু এমন কোনও যদি উপায় হত যা দিয়ে আই ডি এম এর মত টরেন্ট ডাউনলোড করা যায়।
উপায় আছে । খুবই সহজ উপায়। নিচের লিঙ্ক থেকে ফ্রি ডাউনলোড ম্যানেজার ডাউনলোড করুন, আর এটা দিয়ে ইউ টরেন্ট লিঙ্ক ওপেন করুন ( টরেন্ট সার্চ করে আগে ইউ টরেন্ট লিঙ্ক ডাউনলোড করে নিন ), বাস আপনার কাজ শেষ। এবার দেখুন মজা। কি ভাবছেন কাজ হবে কিনা ? করেই দেখুন না একবার!!!!! আর হ্যাঁ এটা দিয়ে অন্য ফাইলও ডাউনলোড করতে পারবেন আই ডি এম এর মতো স্পীডে। তাহলে আর দেরি কেনও।
আমি AmitTunes। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 141 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I Like Technology
..ডাউনলোড ম্যানেজারের নামটা তো বলুন।আর লিঙ্ক কাজ করছে না।