এই এপ্লিকেশনের সাথে আপনারা পরিচিত, আজকে এই এপ্লিকেশনের আরেকটি নতুন ভার্সন নিয়ে আলোচনা করব। পূর্বের ভার্সনে কিছু সমস্যা ছিল যা এই ভার্সনে ঠিক করা হয়েছে।
Control Menu থেকে অথবা ইন্টারফেসে যে কোন জায়গায় রাইটক্লিক করে Switch to Mini Control Mode ক্লিক করুন। তাহলে ছোট একটি কন্ট্রোল ইন্টারফেস পাবেন যা আপনার কাজের কোন সমস্যা সৃষ্টি করবে না, স্ক্রিনের এক পাশে থাকবে।
এভাবে সরাসরি বাটনের মাধ্যমে আপনি কম্পিউটার কে কন্ট্রোল করতে পারবেন। আবার যদি আগের মত ইন্টারফেস ফিরে পেতে চান তাহলে ট্রে আইকনের উপর রাইট ক্লিক করুন, এরপর Show/Hide Main Window click করুন।
মেইন Window তে এভাবে Timer দেখা যাবে। Timer চলাকালীন যেকোন সময়ে আপনি Task Schedule পরিবর্তন ও বাতিল করতে পারবেন। উপরের মত একি পদ্ধতি অনুসরন করুন।
নোটঃ আমি জানি, এটা একটা সমস্যা, কোন ব্যবহারকারী নিজের পাসওয়ার্ড দিতে চাইবে না। আমি চেষ্টা করছি ইমেইল পাসওয়ার্ড ছাড়া এই কাজ করতে। হয়ত পরের ভার্সনে এই সমস্যা র সমাধান পেয়ে যাবেন। তবে এটুকু হলফ করে বলতে পারি, যে এই সফটয়্যারের এখন পর্যন্ত এমন কোন কোডিং নাই যার মাধ্যমে আপনার দেয়া পাসওয়ার্ড আমার কাছে চলে আসবে। আপনার পাসওয়ার্ড প্রয়োজন শুধু Authentication এর জন্য, অন্য কোন কারন নেই। আমার কাছে শুধু আপনার ইমেইল এড্রেস এবং আপনার দেয়া মেসেজ আসবে যা পরবর্তি ভার্সনের কাজের জন্য অথবা আপনার সমস্যার সমাধানের জন্য সহায়ক হবে।
এটি ব্যবহার করার জন্য অবশ্যই আপনার পিসিতে .NET Framework 3.5 এবং Windows Installer 3.1 থাকতে হবে।
সফটওয়্যার টি চলবে Windows XP Professional Service Pack 2, Windows NT 4.0, Windows Vista, Windows 7
Windows XP এর Home Edition এবং এর পূর্বের ভার্সনের Windows এ কিছু ফিচার কাজ করবে না।
তবে Windows 2000 এর পূর্বের কোন ভার্সনে (যেমনঃ Windows 98, Windows ME) এই সফটওয়্যারটি চলবে না।
ডাউনলোড লিঙ্কঃ http://www.mediafire.com/download.php?2z9936tmm8ql2pg
<<দুঃখীত, ডাউনলোড লিঙ্কে সমস্যা ছিল। আমি ডাউনলোড লিঙ্ক আপডেট করে দিয়েছি। এইবার ইনশাআল্লাহ কাজ করবে। এরপরেও সমস্যা থাকলে আমাকে জানান।>>
ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থী। ধন্যবাদ।
আমি জ্যোতি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 98 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি জ্যোতি চৌধুরী। কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর ছাত্র। মিলিটারি ইন্সটিটিউট অফ সাইন্স এন্ড টেকনোলজি, মিরপুর ক্যান্টনমেন্ট এ পড়াশোনা করছি। ভাল লাগে বন্ধুদের সাথে আড্ডা দিতে, কম্পিউটার প্রযুক্তি সম্পর্কে জানতে। আগ্রহ আছে সফটওয়্যার ডেভেলপমেন্ট, প্রোগ্রামিং ও ওয়েব ডেভেলপমেন্টের প্রতি। স্বপ্ন দেখতে ভালবাসি। স্বপ্ন কে বাস্তবে রুপায়ন করতে পছন্দ করি।
ভাই লিংক তো কাজ করছেনা একটু দেখবেন কি?