আপনার কম্পিউটার নিয়ন্ত্রন করুন এক ক্লিকে-৩

এই এপ্লিকেশনের সাথে আপনারা পরিচিত, আজকে এই এপ্লিকেশনের আরেকটি নতুন ভার্সন নিয়ে আলোচনা করব। পূর্বের ভার্সনে কিছু সমস্যা ছিল যা এই ভার্সনে ঠিক করা হয়েছে।

এই এপ্লিকেশনের মেইন Window দেখুন স্ক্রিন শটেঃ

এক নজরে দেখি এই সফটওয়্যারের পূর্বের কিছু বৈশিষ্ট্যঃ

  • এক ক্লিকে Shutdown, Restart, Hibernate, Sleep, Lock অথবা Log-Out করুন। একি সাথে রাইট ক্লিক মেনুর মাধ্যমে এধরনের ফিচার এক্সেস করুন।
  • আপনার কম্পিউটারের সিস্টেম ইনফরমেশন এক নজরে দেখুন।
  • আপনার কম্পিউটারের RAM কত আছে, সেটার আপডেট দেখতে পাবেন এখানে, একই সাথে কতটুকু RAM বাকি আছে তাও দেখতে পারবেন।
  • কম্পিউটারের Power Status দেখতে পারবেন। যদি ল্যাপটপে ব্যবহার করেন, তাহলে যখন পিসি তে AC Supply না থাকবে তখন Power Status Offline দেখাবে এবং একই সাথে কতটুকু ব্যাটারি চার্জ বাকি আছে তাও দেখতে পারবেন।
  • আপনি যদি মনে করেন এত বড় ইন্টারফেস আপনার কাজে সমস্যা সৃষ্টি করছে তাহলে আপনার জন্য রয়েছে Mini Control Mode

Control Menu থেকে অথবা ইন্টারফেসে যে কোন জায়গায় রাইটক্লিক করে Switch to Mini Control Mode ক্লিক করুন। তাহলে ছোট একটি কন্ট্রোল ইন্টারফেস পাবেন যা আপনার কাজের কোন সমস্যা সৃষ্টি করবে না, স্ক্রিনের এক পাশে থাকবে।

এভাবে সরাসরি বাটনের মাধ্যমে আপনি কম্পিউটার কে কন্ট্রোল করতে পারবেন। আবার যদি আগের মত ইন্টারফেস ফিরে পেতে চান তাহলে ট্রে আইকনের উপর রাইট ক্লিক করুন, এরপর Show/Hide Main Window click করুন।

এছাড়া এই 2.4.1 ভার্সনের কিছু নতুন বৈশিষ্ট্যঃ

  • Preferences Dialog Box এর মাধ্যমে কিছু Settings নিজের মত পরিবর্তন করতে পারবেন।
  • Notifier নামে একটি বিশেষ বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে যা ল্যাপটপ ব্যবহারকারীদের জন্য খুব প্রয়োজনীয়। Notifier আপনাকে ল্যাপটপের power status সম্পর্কে জানাবে এবং একি সাথে যদি ব্যাটারির চার্জ একটি বিশেষ Threshold level (যা Preferences থেকে নিজের ইচ্ছেমত ঠিক করতে পারবেন) এর নিচে চলে গেলে কিছুক্ষন পরপর Warning দিবে।
  • আপনার ল্যাপটপের ব্যাটারি চার্জ লেভেল যদি বিশেষ Critical Threshold level এর নিচে চলে যায় তাহলে আপনার কম্পিউটারকে স্বয়ংক্রিয় ভাবে Hibernate করা হবে এবং আপনার মুল্যবান ফাইল নষ্ট হওয়ার হাত থেকে বাচাবে একিসাথে আপনার ল্যাপটপের ব্যাটারিকেও সুরক্ষা দিবে।
  • System Tray Service যুক্ত করা হয়েছে অর্থাৎ আপনি সহজেই এপ্লিকেশনটি system tray তে Minimize করতে পারবেন। এজন্য Control>>Minimize to System Tray click করতে হবে। যেকোন সময় System Tray icon এ রাইট ক্লিক করে বিভিন্ন অপশন ব্যবহার করতে পারবেন।
  • আপনি যদি আপনার System এর information বিস্তারিত দেখতে চান, তার জন্য Control>>Open System Information click করুন। Windows এর সিস্টেম ইনফর্মেশন ডায়ালগ ওপেন হবে।
  • যদি Processor এর কিছু বিস্তারিত Properties (যেমনঃ সিরিয়াল নাম্বার, ম্যানুফ্যাকচারার ইত্যাদি) জানতে চান, তাহলে Main Window এর যেখানে আপনার Processor এর নাম দেখাবে সেখানে রাইট ক্লিক করুন এবং View CPU Details ক্লিক করুন।
  • নিজের পছন্দ মত ব্যাক কালার ব্যবহার করতে পারবেন Settings Menu থেকে
  • আপনার পিসি র Network Adapter, Operating System এর বিস্তারিত জানার জন্য ব্যবস্থা রয়েছে।

 network details (IP Address, MAC Address, NIC Card details) দেখুন এভাবেঃ

  • রয়েছে বিশেষ টাইমার, যার মাধ্যমে আপনি আপনার কম্পিউটার নির্দিষ্ট সময় পর কোন কাজ (যেমন শাটডাউন, রিস্টার্ট, লগ-আউট) করার নির্দেশ দিতে পারেন। আপনার কম্পিউটার আপনার অনুপস্থিতিতে স্বয়ংক্রীয় ভাবে শাটডাউন/রিস্টার্ট/লগ-আউট/হাইবারনেট হয়ে যাবে। এর জন্য Settings menu থেকে Create/Change Task Schedule ক্লিক করুন এবং আপনার প্রয়োজন মত সেটিংস ঠিক করে Set Timer click করুন।

মেইন Window তে এভাবে Timer দেখা যাবে। Timer চলাকালীন যেকোন সময়ে আপনি Task Schedule পরিবর্তন ও বাতিল করতে পারবেন। উপরের মত একি পদ্ধতি অনুসরন করুন।

  • আপনার কম্পিউটারের CPU Usage/Load যদি জানতে চান, তার জন্য রয়েছে CPU Usage Meter, যেখানে গ্রাফিকাল ভাবে CPU Load দেখতে পাবেন। এর জন্য Control>>Open CPU Usage Meter click করুন অথবা Right Click menu থেকে Open CPU Usage Meter click করুন।

  • আপনারা ফিডব্যাক জানাতে পারবেন এই সফটওয়্যারের Help Menu এর Send Feedback option এর মাধ্যমে। তবে ফিডব্যাক জানানোর জন্য নিজের আসল ইমেইল এবং ইমেইল পাসওয়ার্ড দেয়া লাগবে।

নোটঃ আমি জানি, এটা একটা সমস্যা, কোন ব্যবহারকারী নিজের পাসওয়ার্ড দিতে চাইবে না। আমি চেষ্টা করছি ইমেইল পাসওয়ার্ড ছাড়া এই কাজ করতে। হয়ত পরের ভার্সনে এই সমস্যা র সমাধান পেয়ে যাবেন। তবে এটুকু হলফ করে বলতে পারি, যে এই সফটয়্যারের এখন পর্যন্ত এমন কোন কোডিং নাই যার মাধ্যমে আপনার দেয়া পাসওয়ার্ড আমার কাছে চলে আসবে। আপনার পাসওয়ার্ড প্রয়োজন শুধু Authentication এর জন্য, অন্য কোন কারন নেই। আমার কাছে শুধু আপনার ইমেইল এড্রেস এবং আপনার দেয়া মেসেজ আসবে যা পরবর্তি ভার্সনের কাজের জন্য অথবা আপনার সমস্যার সমাধানের জন্য সহায়ক হবে।

এটি ব্যবহার করার জন্য অবশ্যই আপনার পিসিতে .NET Framework 3.5 এবং Windows Installer 3.1 থাকতে হবে।

সফটওয়্যার টি চলবে Windows XP Professional Service Pack 2, Windows NT 4.0, Windows Vista, Windows 7

Windows XP এর Home Edition এবং এর পূর্বের ভার্সনের Windows এ কিছু ফিচার কাজ করবে না।

তবে Windows 2000 এর পূর্বের কোন ভার্সনে (যেমনঃ Windows 98, Windows ME) এই সফটওয়্যারটি চলবে না।

ডাউনলোড লিঙ্কঃ http://www.mediafire.com/download.php?2z9936tmm8ql2pg

<<দুঃখীত, ডাউনলোড লিঙ্কে সমস্যা ছিল। আমি ডাউনলোড লিঙ্ক আপডেট করে দিয়েছি। এইবার ইনশাআল্লাহ কাজ করবে। এরপরেও সমস্যা থাকলে আমাকে জানান।>>

ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থী। ধন্যবাদ।

Level 0

আমি জ্যোতি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 98 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি জ্যোতি চৌধুরী। কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর ছাত্র। মিলিটারি ইন্সটিটিউট অফ সাইন্স এন্ড টেকনোলজি, মিরপুর ক্যান্টনমেন্ট এ পড়াশোনা করছি। ভাল লাগে বন্ধুদের সাথে আড্ডা দিতে, কম্পিউটার প্রযুক্তি সম্পর্কে জানতে। আগ্রহ আছে সফটওয়্যার ডেভেলপমেন্ট, প্রোগ্রামিং ও ওয়েব ডেভেলপমেন্টের প্রতি। স্বপ্ন দেখতে ভালবাসি। স্বপ্ন কে বাস্তবে রুপায়ন করতে পছন্দ করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই লিংক তো কাজ করছেনা একটু দেখবেন কি?