অন্যের ছবিতে বিভিন্ন ডিজাইন দেখে নিজেরও সে রকম কাজ করার ইচ্ছা জাগে? তাহলে আজকের এই পোষ্টটি অবশ্যই আপনার জন্য একটি সমাধান । আজ আমি আপনাদের সাথে দারুন একটি ফটো এডিটর সফটয়্যার শেয়ার করবো যা আপনাকে বানিয়ে দিবে প্রফেশনাল ফটো এডিটর । সফটয়্যারটির নাম PhotoShine । যারা ফটোশপের "ফ" ও জানেন না তারাও এর মাধ্যমে ছবিতে বিভিন্ন ইফেক্ট যোগ করতে পারবেন । PhotoShine -এর কার্যপ্রণালী পানির মত সহজ তাই এটা দেখাবার প্রয়োজন দেখছি না । যে কেউ খুব সহজে এর দ্বারা ছবি এডিট এবং বিভিন্ন ইফেক্ট যোগ করতে পারবেন । নিচে PhotoShine দ্বারা এডিট করা কিছু ফটো দিলাম……….
এখানে Portable এবং Install দুটো Version –ই আছে । যার যেটা দরকার ডাউনলোড করে নিন ।
ডাউনলোড লিংক (সফটয়্যার)
সিরিয়াল কী লিংক
আমি আবহমান বাংলা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
উদাহরণ স্বরূপ অন্য ছবি ব্যবহার করলে ভালো হত। মেয়েটির ছবি ব্যবহার করা ঠিক হয়নি আমার মতে। যদি পারেন অন্য একটি ছবি আপডেট করে দিয়েন।
ভালো এবং কাজের সফটত্তয়্যার।