কেমন আছেন সবাই ? আশা করি ভাল আছেন। প্রথমেই আমার শুভেচ্ছা নিবেন।
অ্যান্টিভাইরাস এর মধ্যে "avast!" কে আমি পছন্দের তলিকায় প্রথম স্থানে রাখি, এর কারণটা নিশ্চয়ই নতুন করে বুঝিয়ে বলার প্রয়োজন নেই। তারপরেও যদি কেউ না জেনে থাকেন তবে একবার ট্রাই করে দেখতে পারেন।
আজ আমি আপনাদের "avast! INTERNET SECURITY 2012" এর অরিজিনাল লাইসেন্স ফাইলটি দিব। যার মেয়াদ ১৬ ডিসেম্বর ২০১২ পর্যন্ত।
প্রথমে Avast এর ওয়েবসাইট থেকে ফ্রী ভার্সন ডাউনলোড করুন, তারপর ইন্সটল করুন এবং পিসি রিস্টার্ট করুন।
তারপর লাইসেন্স ফাইলটিতে ডাবল ক্লিক করুন অথবা "avast! FREE ANTIVIRUS" ওপেন করে "MAINTENANCE" সিলেক্ট করে "Subscription" এ ক্লিক করুন।
এরপর "Insert license file" সিলেক্ট করে লাইসেন্স ফাইলটি দেখিয়ে দিন।
সবশেষে ধৈর্য ধরে প্রোগ্রামটি আপডেট করুন এবং পুনরায় পিসি রিস্টার্ট করুন।
এরপর দেখুন "avast! FREE ANTIVIRUS" লেখাটি "avast! INTERNET SECURITY" তে রুপান্তর হয়ে গেছে এবং "FIREWALL", "REAL-TIME SHIELDS" সহ সকল "PRO" সার্ভিস অ্যাক্টিভ হয়ে গেছে 😀 😛 😀
লাইসেন্স ফাইলটি ডাউনলোড করুন এখান থেকে
সকলেই আমার জন্য দোয়া করবেন। কষ্ট করে টিউনটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমি শাকির। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 49 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
In another tune about AVAST in techtunes, someone said that AVAST makes internet speed slow . https://www.techtunes.io/download/tune-id/42718/
Can you inform us what is ur experience about ur internet speed ?
thanks for tune.