এর আগের টিউনটিঃ https://www.techtunes.io/download/tune-id/108021/
আজকে এই এপ্লিকেশনের নতুন ভার্সন নিয়ে আলোচনা করব। এই ভার্সনে বেশ কিছু নতুন বৈশিষ্ট্য যোগ করা হয়েছে। আশা করি ভাল লাগবে আপনাদের।
এটি .NET Framework 4 ব্যবহার করে তৈরী করা হয়েছে এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে C# ব্যবহৃত হয়েছে। পূর্বের ভার্সনটি .NET 3.5 ব্যবহার করা হয়েছিল।
আপনি File Menu থেকে অথবা ইন্টারফেসে যে কোন জায়গায় রাইটক্লিক করে Switch to Mini Control Mode ক্লিক করুন। তাহলে ছোট একটি কন্ট্রোল ইন্টারফেস পাবেন যা আপনার কাজের কোন সমস্যা সৃষ্টি করবে না, স্ক্রিনের এক পাশে থাকবে।
এভাবে সরাসরি বাটনের মাধ্যমে আপনি কম্পিউটার কে কন্ট্রোল করতে পারবেন। আবার যদি আগের মত ইন্টারফেস ফিরে পেতে চান তাহলে ট্রে আইকনের উপর রাইট ক্লিক করুন, এরপর Show/Hide Main Window click করুন।
যেকোন সময় System Tray icon এ রাইট ক্লিক করে বিভিন্ন অপশন ব্যবহার করতে পারবেন।
দুঃখীত। আমার আগের লিংকে সমস্যা ছিল, কিন্তু আপডেট করতে অনেক দেরি হল, কারন মিরপুর ক্যান্টনমেন্টে বাংলালায়নের নেট খুব খারাপ সার্ভিস দেয়। আজকে হোস্টেল থেকে বাসায় এসে আপডেট দিলাম।
মিডিয়া ফায়ার ডাউন থাকায় র্যাপিড শেয়ারে আপলোড করলাম, ডাউনলোড লিংক কাজ না করলে অবশ্যই বলবেন। সফটওয়্যার টি ইন্সটল করুন, দেখুন, ব্যবহার করুন। আপনারা যারা ব্যবহার করবেন তারা আমার ইমেইল এড্রেস [email protected] এ যোগাযোগ করুন, আপনার অভিযোগ, অভিমত, মন্তব্য আমাকে জানান।
ভাল থাকবেন সবাই।
আমি জ্যোতি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 98 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি জ্যোতি চৌধুরী। কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর ছাত্র। মিলিটারি ইন্সটিটিউট অফ সাইন্স এন্ড টেকনোলজি, মিরপুর ক্যান্টনমেন্ট এ পড়াশোনা করছি। ভাল লাগে বন্ধুদের সাথে আড্ডা দিতে, কম্পিউটার প্রযুক্তি সম্পর্কে জানতে। আগ্রহ আছে সফটওয়্যার ডেভেলপমেন্ট, প্রোগ্রামিং ও ওয়েব ডেভেলপমেন্টের প্রতি। স্বপ্ন দেখতে ভালবাসি। স্বপ্ন কে বাস্তবে রুপায়ন করতে পছন্দ করি।
চমত্কার কাজের টিউন। ধন্যবাদ