১০০ তম টিউনে মনে পুষে রাখা সুপ্ত কিছু কথা এবং লুফে নিন আমার বেশ কিছু এক্সক্লুসিভ মিক্সড কালেকশন

আসলামালাইকুম।

সবাই কেমন আছেন ?

আশা করি সবাই ভালো আছেন।

আমি অনেক অনেক অনেক ভালো আছি।

কারন আমি এই টিউনের মাধ্যমে আমার সেঞ্চুরি এবং টিটির ১৭ তম সেঞ্চুরিয়ানের ঘরে নাম লেখাবো , তাই স্বাভাবিক কারনেই খুব খুশি লাগছে।

আর আমার ভাবতেই অবাক লাগছে সেইদিনের সেই পুচকে টিউনার আজ ১০০ তম টিউন করে ফেলছি 😀 ।

আসলে কখনো কল্পনাই করতে পারিনি যে এই আমি ১০০টি টিউন করতে পারবো।

টিটিই এবং আপনারা সবাই আমার এই টিউনার সাব্বিরের কারিগর।

কারন টিটি ছাড়া আর আপনাদের সবার ভালোবাসা সাহায্য সহযোগিতা ছাড়া আমার এই পর্যায়ে আশা সম্ভব হতো না।

সবাইকে আমার ১০০ তম টিউনের শুভেচ্ছা জানিয়ে আজকের টিউন শুরু করছি।

নিচে আমার সম্পর্কে কিছু কথা যা সম্পূর্ণ অফ টপিক । অনেকের হয়তো লেখা গুলো পরতে বিরক্ত লাগবে তাই তাদের কাছ থেকে অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি এবং যাদের ভালো লাগবেনা তারা দয়া করে স্কিপ্ট করে বাকিটুকু পরবেন।

আমার সম্পর্কে কিছু কথা :

আমার পুরা নাম মোহাম্মদ সাব্বির আলম।

বাড়ী চট্টগ্রামের , মিরসরাইতে। বর্তমানে পলিটেকনিক্যালে কম্পিউটার ডিপ্লোমা করছি।

অনলাইনে প্রফেসনালী গুগল এডসেন্সের পাবলিশার হিসাবে কাজ করছি নতুন করে ফিলেন্সিং শুরু ।

আর বর্তমান শখ , নেশা , পেশা যাই বলেন তাহলো বাংলা ব্লগিং করা এবং বিশেষ করে টিটিতে টিউন করা।

আমি খুব শান্ত স্বভাবের টেকনোলজি প্রিয় ছেলে।

বর্তমানে প্রধান কাজ হল অনলাইনে বসে নিজের মেধা আহরন করা এবং যা জানি তা অনন্যার মাঝে ছড়িয়ে দেওয়া।

আর আগে সারাদিন খেলাধুলা নিয়েই ব্যাস্ত থাকতাম কিন্তূ বর্তমানে খেলাধুলার প্রতি কোন আগ্রহই নেই 🙁

গান বাজনা এবং ফ্লীম খুব কম দেখা হয় অর্থাৎ দেখার ইচ্ছা এবং সময় কোনটাই নাই।

এখনো পর্যন্ত কোন কাজে খুব বড় সফলতা অর্জন করতে না পারলেও যেটুকু করতে পেরেছি ততটুকুতেই নিজেকে খুশি মনে করি।

আর বাংলা ব্লগিংয়ের পর সব চেয়ে বড় নেশা হল নিজের প্রফেশনাল ইংলিশ ব্লগিং এবং এসইও।

বর্তমানে এসইও হল আমা ধ্যান জ্ঞান।

এইতো আমার সম্পর্কে বলার মত আর কিছুই নেই 😀 ।

টেকটিউনন্সের সাথে যেভাবে পরিচয় এবং টেকটিউন্সের প্রতি কৃতজ্ঞতা নামা  :

কম্পিউটার নিয়েছি বেশিদিন হয়নি মাত্র দেড় বছরের আগে ২০১০ সালের আগস্টে  মত হবে।

তবে ২০০৮ সালে থেকে মোবাইলে নেট ব্যবহার করতাম।

তখন নেট বলতে শুধু মাত্র http://www.waptrick.com এবং http://www.ayon.biz থেকে গেমস, গান আর পিকচার ডাউনলোড করা।

২০০৯ সালের শুরু থেকে প্রায় ১ বছরের মত Mig33 ব্যবহার করতাম এবং ২০১০ সাল থেকে ফেইসবুক ব্যবহার করতে শুরু করি।

এভাবেই কেটে যায়।

পরে ২০১০ সালের আগস্টে পিসি নেওয়ার পর থেকে পিসি গেমস নিয়ে ব্যস্ত 😛

কিছুদিন পর নেট নেওয়া হল এবং নেট বলতে শুধুই সারাদিন ফেইসবুক এবং গুগল সার্চ করাই।

পিসির বিভিন্ন সমস্যা নিয়ে বাংলায় গুগলিং করতাম।

এই রকম করতে করতে হঠাৎ একদিন গুগলে সার্চ করে আমাদের প্রান প্রিয় টেকটিউনন্সে এ ঠুকে পড়ি।

টিটিতে ঠুকেতো আমার মূর্ছা যাওয়ার মত অবস্থা 😀 ।

এতো হাজার হাজার টিপস একটা বাংলা ব্লগে থাকাটা কিভাবে সম্ভব 🙁  ?

এভাবেই প্রথম অবস্তায় টিটি শুধু ভিজিট করতাম শুধু ভিজিট না আমি টিটির সম্পূর্ণ পুরাতন পেইজ ভিজিট করে করে যেই টিউন ভালো লাগতো সেই টিউনই পরতাম।

আসতে আসতে টিটিতে কমেন্ট শুরু করলাম এবং মনে একটা সুপ্ত বাসনা ছিল কিভাবে টিটিতে টিউন করবো।

কিন্তূ টিটিতে টিউন করার মত কোন টপিক পাচ্ছিলাম না এবং যা জানি তা আরো অনেক আগেই অনেকে টিউন করে ফেলেছে 🙁 ।

অবশেষে ২০১১ সালের ১৭ মে অনেক সাহস নিয়ে টিটিতে একটি টিউন করে ফেললাম এবং আমার প্রত্যাশা অনুযায়ী সবার সাপোর্ট পেলাম এবং একইদিনে আমি আরো একটি টিউন করে ফেললাম।

এভাবেই আমার আসতে আসতে এগিয়ে চলা। এবং এই এগিয়ে চলার পথে একমাত্র কারন আপনারা , কারন আপনারা যদি আমাকে এতোদিন কোন সাপোর্ট না দিতেন  তাহলে কবেই বাংলা ব্লগিংয়ে আমার মৃত্যু হয়ে যেত।

সেই হাঁটি, পা-পা করে ধীরে আমি ১, ২ , ৩ করে আজ আমি ১০০ তম টিউনে পর্দারপন করলাম।

কি নেই এই টেকটিউন্সে ?

যদি আমাকে প্রশ্ন করা হয় কি আছে এই টেকটিউন্সে ?

তাকে আমি উত্তর দেব টেকনোলোজির সব ধন ভাণ্ডার হল এই টেকটিউনন্স এবং সকল টিউনার, কমেন্টর এবং ভিজিটররা হল সেই ধনের মালিক এবং সবাই সেই ধন সম্পতি পেয়ে পেয়ে নিজে ধনী হচ্ছে এবং ত্তার সাথে সাথে টেকটিউনন্স এবং সকল টেক প্রেমীদের ধনী করছে।

টেকটিউনন্সের কাছে আমি আজীবন ঋণী এবং এই ঋণ কখনো শোধ করার নয়।

পর্দার পিছনে যেই অসাধারন ব্যাক্তিটি আমাকে সব সময় সাপোর্ট এবং সাহায্য করে গেছে :

প্রত্যেক মানুষেরই জীবনে চলার পথে কারো না কারো সাহায্য-সহযোগিতা, সাপোর্ট, পরামর্শ ইত্যাদির দরকার হয়।

যেহেতু এটা রিয়েল না ভার্চুয়াল ডাইরি তাই আমি এখানে আমার রিয়েল লাইফের কাহিনী লিখে লেখা বড় করতে চাইনা।

আমি এখানে আমার ভার্চুয়াল জগতে আগিয়ে যাওয়ার ক্ষেত্রে যার অবদান রয়েছে তাকে নিয়ে আলোচনা করবো।

 

আমার এই অবস্থানে আসার পিছনে পর্দার আড়ালে সরাসরি যেই ব্যাক্তিটি সেই ব্যাক্তিটি আর কেউ নয় আমার অনলাইন গুরু, বড় ভাই শ্রদ্ধেয় তাহের চৌধুরী সুমন ভাই ।

উনার আর আমার সম্পর্কে সব কিছু খুলে বলতে গেলে মনে হয়না ৫,০০০ ওয়ার্ডে ও এই টিউনটি আমি শেষ করতে পারবো।

যাই হোক আমি অল্প কিছু আপনাদের শেয়ার করছি, যাদের এই টিউনটি পরতে এখন বিরক্ত লাগছে তারা প্লিজ স্কিপ করে নিচে যান।

দয়া করে কেউ কোন নেগেটিভ কমেন্ট করবেন না 🙁 ।

প্রথমেই বলেছি আমি অনলাইনে প্রফেশনালি ব্লগিং ( গুগল অ্যাডসেন্স ) করি।

সবার মতই আমারো অ্যাডসেন্স আকাউন্ট পেতে অনেক ঘাম ঝরাতে হয়েছে ।

অনেক কষ্টের পর আকাউন্ট পেলাম । অ্যাডসেন্স আকাউন্ট পাওয়ার পর মনে হল যেন আমি আকাশের চাঁদ হাতে পেয়েছি 😀

একদিন টিটিতে একটি টিউন দেখলাম এই শিরোনামের   "  গুগল এডসেন্স ধারীরা এখনি সাবধান হোন : এডসেন্স ব্যান এড়াতে টিউনটিতে বিশেষ নজর দিন (বাস্তবতার আলোকে পুরাই একটা মেগা টিউন) "

টিউনটি মনোযোগ দিয়ে পরলাম এবং সেখান থেকে অনেক কিছুই জানতে পারলাম।

সেই টিউনে সুমন ভাইয়ের ইমেইল আইডি দেওয়া ছিল এবং আমি উনাকে ইমেইল করলাম ভাই আপনার মোবাইল নাম্বারটা কি দেওয়া যাবে ?

সুমন ভাই ফিরতি ইমেইলে উনার নাম্বার দিল।

পরে ফোন করলাম এবং ঔ দিন আরো অজানা অনেক কিছুই জানতে পারলাম।

পরে আর একদিন ফোন দিয়ে কথা বললাম এবং উনি আমাকে বলল আপনি কি আপনার সাইতের SEO করেছেন ?

আমি বললাম এটা আবার কি আমিতো এটার নামো শুনিনি 😀

ঔ দিন SEO কি টা হাল্কা পাতলা কিছু বলল।

আর পর থেকেই নিয়মিত মোবাইলে ফোন করে এসইও টিপস নিতাম এবং ফেইসবুকেও খালি SEO আর SEO.

এভাবেই শুরু।

আসতে আসতে এসইও কি, কিভাবে করতে হয় সব কিছুই এক এক করে জানতে পারি।

এখন আমি টিটি সহ আরো কয়েকটি বাংলা ব্লগে এসইও রিলেটেড টিউন করছি এবং যার ১০০% অবদান এই তাহের চৌধুরী সুমন ভাইয়ের।

আপনার যদি আহঙ্কার মনে না করেন তাহলে নিজের সম্পর্কে একটু বলতে হয় এবং যা হল এখন আল্লহর রহমতে আমার কাছে অনেকেই ফেইসবুকে এবং সরাসরি মোবাইলে এসইও হেল্প চায় এবং আমি যা জানি টা সবাইকে শেয়ার করার মাধ্যমে সাহায্য করি এবং এটি সম্ভব হয়েছে একমাত্র সুমন ভাইয়ের কারনে।

যখন আমার সাইটে ভিজিটর পেতাম না , যখন কোন ইনকাম হতোনা তখন একমাত্র সুমন ভাই আমাকে সাহায্য, পরামর্শ, সাপোর্ট, অনুপেরনা দিয়ে আজ এই পর্যন্ত এসেছি।

যখন বার বার ব্যর্থ হয়ে ব্লগিং ছেড়ে দেব ভাবতাম তখন একমাত্র সুমন ভাইকেই পাশে পেতাম।

আরো শত হাজার কাহিনি রয়েছে এবং আমি আগেই বলেছি যা লিখে শেষ করা যাবেনা।

একজন মানুষকে অনলাইনে যদি চেনা যায় তবে আমি সুমন ভাইকে চিনেছি এবং মানুষ হিসাবে আমি উনাকে একশতে একশো দেব।

এবং আমার মনের অন্যতম বড় একটি আক্ষেপ ছিল সুমন ভাইয়ের সাথে সরাসরি দেখা করার।

অনেক অপেক্ষার পর অবশেষে টিটির কল্যাণে সুমন ভাইয়ের সাথে গত ১৩ই জানুয়ারী, শুক্রবার, ২০১২ দুপুর ২টায় দেখা হয়।

তখনকার আবেগ আমি  আপনাদের বলে বুঝাতে পারবনা।

এবং ২ দিন , ২ রাতের পরিচয়ে আমি সুমন ভাইকে যতটুকু চিনলাম তাতে আমি উনাকে ১০০তে ১০০ দিলাম।

আর এই দুই দিনে উনার সাথে অনেক মজার মজার ঘটনা আছে যা এখানে বলে আমার অফ টপিক আর বড় করতে চাচ্ছিনা।

সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এতো বড় করে অফ টপিক লিখার জন্য এবং আবারো বলছি প্লীজ কেউ নেগেটিভ কমেন্ট করবেন না ।

আমার মনে লুকিয়ে থাকা সুপ্ত কথা গুলো আপনাদের বলা হল আবার আপনাদের শেয়ার করবো আমার  বেশ কিছু এক্সক্লুসিভ মিক্সড কালেকশন।

আসুন তাহলে শুরু করি।

ওয়েব সাইট ডিজাইনের সেরা ২৫টি ওয়েব সাইট :

আমরা অনেক প্রয়োজনে গুগলে ওয়েব সাইট ডিজাইন নিয়ে বিভিন্ন সাইট সার্চ করে থাকি কিন্তূ অনেক ক্ষেত্রে আমরা আমাদের মনের মত সাইট খুজে পাই এবং অনেক ক্ষেত্রে মনের মত সাইট অনেক কষ্ট করার পরো পাইনা।

আজ আমি আপনাদের  গুগল (পেজ রেংক) এবং এলেক্সা (রেংক) এর দিক দিয়ে এগিয়ে থাকা সেরা ২৫টি ওয়েব সাইটের লিঙ্ক শেয়ার করছি।

আশা করি এই সাইট গুলোর মাধ্যমেই আপনি আপনার ওয়েব ডিজাইন রিলেটেড যে কোন কিছু খুজে পাবেন।

নিচে আমি লিঙ্ক গুলো শেয়ার করলাম।

1) http://www.alistapart.com
2) http://www.smashingmagazine.com
3) http://www.456bereastreet.com
4) http://meyerweb.com
5) http://www.simplebits.com
6) http://www.pearsonified.com
7) http://tutorialblog.org
8) http://www.cssbeauty.com
9) http://www.snook.ca/jonathan
10) http://www.bartelme.at
11) http://www.themaninblue.com
12) http://www.andybudd.com
13) http://particletree.com
14) http://warpspire.com
15) http://www.briangardner.com
16) http://www.sitepoint.com/blogs/category/design
17) http://theundersigned.net
18) http://bittbox.com
19) http://fadtastic.net
20) http://www.colourlovers.com/blog
21) http://www.davidairey.com
22) http://designmeltdown.com
23) http://clagnut.com
24) http://www.devlounge.net
25) http://www.smileycat.com

আশা করি অনেকের কাজে লাগবে।

Windows 7 এর ডিফল্ট  Shut Down বাটন পরিবর্তন করুন :

এটি খুব সহজ এবং ছোট একটি টিপস আমার মনে হয় বেশিরভাগ ব্যবহারকারী এটি সম্পর্কে জানেন।

তবে যারা একেবারে নতুন তাদের জন্য এই টিপস।

আমরা  Windows 7  ব্যবহারকারীরা যখন পিসি অফ করতে যাই তখন Windows এর স্টার্ট মেন্যুতে গেলে ডিফল্টভাবে Shut Down অপশন দেখতে পাই।

এবং এর পাশে ড্রপ ডাউন মেন্যুর মত করে গেলে আপনি  Restart, Switch user,  Log off,  Lock,  Sleep or Hibernate  এই অপশন গুলি দেখতে পান।

এখন আপনি ইছা করলেই এগুলি খুব সহজেই পরিবর্তন করতে পারবেন।

এটি যেভাবে পরিবর্তন করবেন :

  • প্রথমে স্টার্ট মেন্যু বরাবর গিয়ে মাউসের রাইট ক্লিক করে  Properties এ ক্লিক করুন।
  • এবার Start Menu tab এ ক্লিক করে   "Power button action" থেকে আপনি যেটা সিলেক্ট করতে চান তা সিলেক্ট করে Apply করে ok দিন

ব্যাস এবার আপনার কাজ শেষ 😀

মোজিলা ফায়ারফক্সে বাংলা ফন্ট উল্টা-পাল্টা আসছে ? সমাধান দেখে নিন :

আমাকে অনেকেই ফেইসবুকে নক করে বলে ভাই মোজিলা এর বাংলা ফন্ট উল্টা-পাল্টা আসে কেন এর সমাধান কি এবং টিটি সহ অনেক গ্রুপে এই বিষয়ে সাহায্য চেয়ে পোস্ট দেওয়া হয়।

আশা করি যারা এই সমস্যায় আছেন তাদের অনেক কাজে লাগবে এবং যারা এখন পর্যন্ত এই সমস্যায় পড়েননি তারাও দেখে রাখেন কারন কখন জানি আপনিও একি সমস্যায় পরেন।

  • প্রথমে এই লিঙ্কে ক্লিক করে  siyam rupali ফন্টটি ডাউনলোড করে নিন এবং ওপেন করে কপি করে নিন।
  • তারপর স্টার্ট মেন্যু থেকে  Control Panel থেকে Font এ ক্লিক করে পেস্ট করে দিন ।
  • এবার আপনার ব্রাউজার এর  tools > option > content  এ ক্লিক করুন
  • এবার Size এর পাশের Advanced এ ক্লিক করুন নিচের ছবির মত
  • এখন  Fonts For এ  bengali সিলেক্ট করুন
  • Propertional এ Serif সিলেক্ট করুন
  • এখন Serif , Sense-Serif, Monospace এ Siyam Rupali  রাখুন।
  • Propertional বরাবর Size এ 16 সিলেক্ট করুন এবং Monospace বরাবর Size এ 13 সিলেক্ট করুন।
  • Default Character Encoding এ Unicode (UTF-8) সিলেক্ট করুন

নিচের ছবিটি দেখুন তাহলে খুব সহজেই বুঝতে পারবেন।

এবার আপনার ব্রাউজার রিস্টার্ট দিয়ে দেখুন ঠিক হয়ে যাবে , ধন্যবাদ।

উপরের কাজটি আপনার কাছে কঠিন লাগলে অথবা কাজ না করলে আরো একটি কাজ করে দেখতে পারেন।

এই লিঙ্ক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে ফন্ট Siyam Rupali দিয়ে পিসি রিস্টার্ট দিন।

আশা করি এবার কাজ হবেই হবেই :D।

Gadmie  টিভি কার্ডের সকল ড্রাইভার ডাউনলোড করুন :

যারা  Gadmei টিভি কার্ড ব্যবহার করে তারা আমার মত মনে একি সমস্যায় পরেছেন।

আপনি টিভি কার্ড কিনার পর অফিসিয়াল ভাবে তারা যে ড্রাইভার দিবে ঔ ড্রাইভার Windows Xp সাপোর্টেড তাই আপনি চাইলেও Windows 7 এ আপনি টিভি কার্ড ব্যবহার করতে পারবেন না ড্রাইভার এর জন্য কারন এই ড্রাইভার গুলো Windows 7 সাপোর্ট করেনা ।

তাই বলে কি আপনি Windows Xp ব্যবহার করবেন Windows 7 ব্যবহার করবেন না ?

অবশ্যই করবেন।

কিভাবে ?

আপনি শুধু মাত্র নিচের ওয়েব সাইটে প্রবেশ করুন এবং এই সাইটে আপনি আপনার সকল প্রয়োজনীয় ড্রাইভার সহ আপনার পিসির জন্য প্রয়োজনীয় সব সফটওয়্যার পাবেন।

এই ওয়েব সাইটে ক্লিক করার জন্য এখানে ক্লিক করুন ।

আশা করি আই সাইটটি অনেকেরই কাজে লাগবে।

গুগল এডসেন্স থেকে সব চেয়ে বেশি টাকা ইঙ্কামের সেরা ১০টি ওয়েব সাইট :

অনলাইনে টাকা উপার্জনের সব চেয়ে নির্ভরযোগ্য উপায় হল গুগল এডসেন্স থেকে টাকা ইঙ্কাম।

আমাদের দেশে অনেকই বর্তমানে ব্লগিং এর মাধ্যমে গুগল এডসেন্স এর পাবলিশার্স হিসাবে কাজ  করছেন।

আর আপনি জি জানতে চান যে গুগল আডসেন্স ত্থেকে আপনি কত টাকা পর্যন্ত ইঙ্কাম করতে পারবেন ?

আমি আপনাদের গুগল এডসেন্স থেকে টাকা ইঙ্কামে সেরা ১০টি সাইট নিয়ে আলোচনা করব।

১) Mashable-             Mashable হল এডসেন্স থেকে উপার্জনের সেরা সাইট।

এই সাইটটি মুলত সোশ্যাল মিডিয়া এবং টেকনোলজি রিলেটেড।

সাইটিসম্পর্কে বিস্তারিত নিচে দেওয়া হল।

Founder – Pete CashMore
Adsense Earning – $6,00,000 Per Month
Launched – 2005
Monthly Page Views – 25 million

২) Digital Poin - Digital Point  এর অবস্থান ২ নাম্বারে।

Digital point এর মাসিক আয় ৫,০০,০০০ ডলার

Founder – Shawn Hogan
Launched – 1995 (under the name Data Point Solutions)
Adsense Earnings – $5,00,000 / month

৩) Plenty Of Fish - এই সাইটি ২০০৩ সালে চালু হয়, প্রথম অবস্থায় এই সাইট থেকে প্রতিদিন ৪০ ডলারের মত ইঙ্কাম হত।

কিন্তূ দীর্ঘ ৪ বছর পর ২০০৭ সালে সে মূল সফলতা অরজন করে। বর্তমানে এই সাইট থেকে প্রতিদিন ৩০,০০০ ডলারের মত ইঙ্কাম হয়।

Founder – Markus Friend
Adsense Earnings –  US$300,000.00 per month
Launched – 2003

৪) Digg-  ব্লগিং করেন কিন্তূ Digg সম্পর্কে জানেন না এমনটা ভাবা বোকামি।

আমরা শুধু মাত্র Digg এ সাইট সাবমিট করার মাধ্যমে হাজার হাজার ভিজিটর আনতে পারি। এটির অবস্থান ৪ নাম্বারে ।

Founder–Kevin Rose
Adsense Earnings – $250,000.00 per month
Daily Visits – 1 Million Visitors a day
Launched –  2004

৫) TechCrunch - TechCrunch এর অবস্থান সেরা ৫ নাম্বারে। এটি একটি টেকনোলজি রিলেটেড সাইট।

Founder – Michael Arrington
Adsense Earnings –  $2,40,000
Launched – 2005

 

৬) Tweetmeme - এটির অবস্থান ৬ নাম্বারে।

Founder – Nick Halstead
Adsense Earnings–  $2,25,000 / Month
Traffic – 385,000 unique visitors per month
Launched – 2008

 

৭) Perez Hilton - আমার কাছে এই সাইটি পুরাই অজানা

Founder– Mario Lavandeira
Adsense Earnings – $2,00,000
Daily Visits – 1 Million Visitors a day
Launched – 2005

 

৮) Weblogs-  এডসেন্স থেকে উপার্জনে Weblogs এর অবস্থান ৮ নম্বারে।

এই সাইটি কম্পিউটার এবং গেমস রিলেটেড।

নিচে এই সাইট সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেওয়া হল।

Founders:  Brian Alvey and Jason Calacanis
Adsense Earning – $190,000 Per Month
Launched – 2003
Monthly Page Views – 25 million

৯) Shoe Money - এই সাইটতে অনলাইনে টাকা উপার্জনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।

Founder – Jeremy Shoemaker
Adsense Earnings – US$140,000 per month
Launched – 2003

 

১০ ) Click India-  Click India  এর বর্তমান অবস্থান ১০ নাম্বারে।

Founder – Pankaj Agarwal
Adsense Earning – $85,000/ month
Launched – 2007
Page-views/Visits – 5.5 million unique users a month

 

আসলেই ভাবতেই অবাক লাগে এডসেন্স থেকে এতো বেশি টাকা ইঙ্কাম সম্ভব।

 

যে কোন প্রয়োজনে আমাকে ফেইসবুকে পাবেন এখানে এবং মোবাইলে সরারসরি পাবেন ০১৮২৯-৩২২০৩৯ এবং ০১৬৭৩-৭৮৯৯৬২.

 

আজ আই পর্যন্তই। কোন ভুল হলে ক্ষমা সুন্দর দিষ্টিতে দেঝবেন।

আর সবাই দোয়া করবেন যাতে যতই সমস্যা হোক আপনাদের মাঝে থাকতে পারি।

আর বরাবরের মত আপনাদের সাপোর্ট কামনা করছি।

আল্লাহ হাফেজ।

 

সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, ভালবাসাসহ আপনাদেরই সাব্বির আলম।

Level 0

আমি সাব্বির আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 108 টি টিউন ও 868 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 10 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মোহাম্মদ সাব্বির আলম ( আসিফ পাগলা সাব্বির ) । Google Adsense এর একজন পাবলিশার্স হিসাবে কাজ করছি। বর্তমানে SEO নিয়েই পরে থাকতে এবং সবার মাঝে শেয়ার করতেই ভালো লাগে। আর বাংলা ব্লগিং করাটাই সব চেয়ে বড় নেশা। আমার সম্পর্কে আরো বিস্তারিত জানতে অথবা লাইভ সাপোর্ট পেতে আমাকে ফেইসবুকে অ্যাড...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

১০০তম টিউন বিশাল বড়!!!! 😛 😀

অনেক অনেক শুভকামনা। 🙂
ইস!!! টিটি-তে যদি ১৫ মাস টিউন করা থেকে বিরত না থাকতাম!!!! তাহলে আমিও টপ টিউনার হতে পারতাম!!! 😛 আমারতো শুরু ২০০৯ এর থেকে!!! 😉

অনেক অনেক শুভকামনা।

Level 0

এগিেয় জান

শুভ কামনা রইল ! আরো অনেক অনেক টিউনের প্রত্যাশায়……..

Level 0

অনেক অনেক শুভকামনা।…..

চমত্‍কার টিউন। ধন্যবাদ! জিবন কাহিনী টা ও অনেক সুন্দর। অনেক শুভকামনা রইল

    আমি কি আমার জীবন কাহিনী শেয়ার করলাম নাকি ? নাকি সুমন ভাইয়ের সাথে যেভাবে সম্পর্ক হয়েছে সেটা ? @Hossain Ahmad:

১০০ তম টিউনে স্বাগতম। আপনার টিউন গুলো ভাল হয় চালিয়ে যান।

১০০ তম টিউনে স্বাগতম ………..ধন্যবাদ

সেঞ্চুরী পূর্ণ করায় অভিনন্দন।আশাকরি শিঘ্রই ডাবল সেঞ্চুরী করতে পারবেন। 😀

    ধন্যবাদ ভাই। সেঞ্চুরী যত সহজে করতে পেরেছি মনে হয়না তত সহজে ডাবল সেঞ্চুরী করতে পারবো কারন শরীরে কাটতে হবে 😀 @নিশাচর নাইম:

Level 0

apni shudhu century e korennai, jodi amar hishab bhul na hoe thake TT te apni shochaite drutotomo centurian, onek onek shubhechha bro, blogging nie kora apnar dharabahik tune ta amar onek upokar korechhe. asha kori Brian larar record tao apni vangben mane 400 r record ta

    তাই আমি দ্রুততম সেঞ্চুরীন নাকি 😛 ? আর আমার ধারাবাহিক টিউন গুলো আপনার কাজে লেগেছে জেনে খুশি হলাম। আর ব্রায়ান লারার রেকর্ড ভাঙ্গা মনে হয় সম্ভব হবেনা। তবে সেরা দশে আসাটা বর্তমানে আশা এবং এও জানি সেরা দশে আসাটা অনেক কষ্ট হবে। @learner:

সাব্বির ভাই এবং সেই সাথে সুমন ভাইয়ের জন্য রইল শুভেচ্ছা 🙂

আমাদেরকে ১০০টা টিউন উপহার দেয়ার জন্য আপনাকে অনেক অনেক অভিনন্দন 🙂
এবং আপনার ভবিষ্যতের জন্য রইল শুভকামনা 🙂

Level 0

প্রিয় টিউনস এ রেখে দিলাম 😀

    ধন্যবাদ। আর প্রিয় টিউনে রেখে দেওয়ার জন্য ডাবল ধন্যবাদ 😀 @shaonsr:

১০০ তম টিউনের শুভেচ্ছা।

অনেক অনেক অভিনন্দন।পরবর্তীতে আরও ভাল কিছুর আশায় থাকলাম।আর অ্যাডসেন্স এঁর ব্যাপারে হেল্প লাগলে ফোন করব।যদি সম্ভব হয় সারা দিবেন প্লিজ।শুভ কামন রইল।

    দোয়া করবেন যাতে সামনে আরো ভালো কিছু নিয়ে আসতে পারি। হুম, কেন সম্ভব হবেনা ? ফোন করলে ফোন করতে পারেন আর ফেইসবুকে ম্যাসেজ দিলেও দিতে পারেন। ধন্যবাদ @হিমাংশু কর:

শুভেচ্ছা রইল,

আরো অনেক অনেক টিউনের প্রত্যাশায়……..

Level 2

শততম টিউনের শুভেচ্ছা।

অভিনন্দন।

আজ টিটিতে ১৭ তম সেঞ্চুরিয়ান টিউনার হিসাবে অভিনন্দন তোমাকে। লেখার মধ্যে মাধুর্যতা আরও বাড়াতে হবে। অনেক অনেক শুভ কামনা রইলো।

একগুচ্ছ প্রযুক্তির শুভেচ্ছা

১০০ তম টিউনের জন্য আপনাকে অভিনন্দন।আশা করছি সামনেও আরো ভাল ভাল টিউন পাব আপনার কাছ থেকে ধন্যবাদ।

১০০ তম টিউনে আপনাকে অভিনন্দন, অনেক বড টিউন ,সবটাই পডলাম অনেক ভাল লেগেছে, আশা করি সামনে আরও ভাল কিছু আমাদের উপহার দিবেন,

    ধন্যবাদ ভাই আপনাকে। টিউনটি ভালো লেগেছে জেনে খুশি হলাম। ইনশাল্লাহ সামনে আরো ভালো কিছু নিয়ে আসবো । @এম শাহেদ:

অনেক ভালো লাগলো । তোমার শত তম টিউন এর জন্য অভিনন্দন । আর শেয়ার করা সাইট গুলু আমার অনেক কাজে লাগলো 😀 😀

o great

অনেক অভিনন্দন ১০০ টি টিউন করে সেঞ্চুরি করার জন্য। অনেক দিন পর টেকটিউন্সে লগিন করলাম তোমার ১০০ তম টিউনটি অভিনন্দন জানানোর জন্য। আরো সুন্দর সুন্দর টিউনের অপেক্ষাই রইলাম ।

Level 0

ঠাঙ্কস

শুভ কামনা রইল

Level 0

SEO er upor jodi boro kono tutorial dite paren tobe onek IT person freelancing jogote entry korte parbe amar moto. ektu cesta kore dekben r congrats for century. valo takben my CTG brother

    এসইও নিয়ে আমার বেশ কয়েকটি টিউন আছে তবে ধারাবাহিকভাবে নেই সামনে এসইও নিয়ে ধারাবাহিকভাবে টিউন করার চিন্তা ভাবনা আছে। ধন্যবাদ আপনাকে। আর আপনিও কি আমাদের চট্টগ্রামের নাকি ? @f_hasan:

Level 0

offtopic ta khub e valo laglo………..bst of luck sabbir bhai