সোপার তান্ডবের পর বিভিন্ন ফাইলহোস্ট ও ওয়েবসাইট বন্ধ হয়ে যাওয়ায় সফটওয়্যার পাওয়া এবং ডাউনলোড দেয়া অনেক কস্টের হয়ে গেছে । এছাড়া ওই সব সফটওয়্যার এ ভাইরাস সহ অনেক ঝামেলা থাকে । কিছু সফটওয়্যার অনেক বড় যা ডাউনলোড করে আবার মিডিয়াফায়ার এ আপলোড করা সম্ভব হয় না । কিন্তু টরেন্ট এ অনেক ভাল ভাল সফটওয়্যার পাওয়া যায় । এবং সেগুলো অনেক ডাউনলোডার দারা ভেরিফাইড 😀 টরেন্ট এ রিসিউম সাপোর্ট আজীবন এবং আরো অনেক সুবিধা । এক সফটওয়্যার চাইলে ৫ বছর লাগাইয়া ডাউনলোড করা যায় কেও কিছু বলার নাই 😀 তাই টরেন্ট ডাউনলোড নিয়ে আমার এ ছোট্ট প্রয়াস । আপনাদের শুভকামনা ও সহযোগিতা পেলে সামনের দিকে অগ্রসর হব । আশা করি আপনাদের ভাল লাগবে । ধন্যবাদ ।
Snagit স্ক্রিন শট নেয়ার জন্য অসাধারণ একটি সফটওয়্যার ! এতে কোন সন্দেহ নেই । এটি সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার । এটি দ্বারা অনেক সুন্দর করে স্ক্রিন শট নেয়া যায় এবং তাতে দারুন এফেক্ট দেয়া যায় । এর কিছু ঝলক নিচে দেখে নিন । ভাল লাগলে ডাউনলোড করবেন । ধন্যবাদ ।
Home - http://www.techsmith.com/snagit.html
ভাল লাগলে আর দেরি না করে ডাউনলোড করে নিন ।
টরেন্ট ডাউনলোড করতে এবং টরেন্ট সমন্ধে জানতে দিহান ভাইয়ের এই টিউন দেখতে পারেন
টরেন্ট ফাইল আইডিএম দিয়ে ডাউনলোড করতে মাহমুদ রাব্বি ভাইয়ের এই টিউন দেখতে পারেন
টিউন ভাল না লাগলে জানাবেন বন্ধ করে দেব । দোয়া করবেন যেন আরো বেশি বেশি ভাল ভাল টিউন করতে পারি । ধন্যবাদ ।
আমি কম্পিউটার লাভার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 101 টি টিউন ও 1258 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 20 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Also known as "Raiku Saiko". React.js & Javascript Developer. Former Wordpress Developer, Front-end Designer. Technology Addicted.
hm dhonnobad jinish ta jananor jonno