একই দিনে আবার টিউন লিখতে বসলাম। এতো ভালো জিনিস শেয়ার না করে পারলাম না। এই বিষয়ে নিশ্চয় টিউন হয়েছে কিন্তু আমার মনে হয় এটা সম্পূর্ণ আলাদা।
ফেসবুক আমাদের নিত্য সঙ্গী। বন্ধু বাড়াতে আমরা সবাই কম বেশী চেষ্টা করে থাকি। তাই আমদের ফ্রেইন্ড রিকুয়েস্ট পাঠাতে হয়। এনেকেই আবার আন-ফ্রেইন্ড করে দেয়। কিন্তু ফেসবুক আমাদের এরকম কোন সুভিদা দেয় না যার মাধ্যমে আমরা Pending Requests ও হারিয়ে যাওয়া বন্ধু খুঁজে বার করতে পারি। তাই আনেক সময় আমরা আসুবিধেয় পড়ি।
আমি আজ আপনাদের এমনি সফটওয়্যার এর খোঁজ দেব যা দিয়ে আপনারা Pending Requests ও হারিয়ে যাওয়া বন্ধু খুঁজে বার করতে পারবেন সহজেই। এটা আপনারা Google Chrome, Firefox, Internet Explorer, Opera and Safari যেকোনো ব্রাউসারে ব্যবহার করতে পারেন।
নীচের ছবিতে দেখুন।
এভাবে নোটিফিকেশনও দেখাবে
আমি AmitTunes। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 141 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I Like Technology
[[kimojaa]]