ঘরের মশা-মাছি তাড়ান ৩ মেগাবাইট সফটওয়্যার দিয়ে

মশার জ্বালায় অতিষ্ট।ঘুমানোর সময় মশার গান শুনতে অতিষ্ট কিংবা মাছির ভন-বন আওয়াজ শুনে বিরক্ত?? 😆 আর কোন চিন্তা নেই এসে গেছে মশা-মাছি তাড়ানোর সহজ উপায়। 😀

  • KP Anti Mosquitoes

এই সফটওয়্যারটি ১৬০০০ হার্জ থেকে ২০০০০ হার্জ পর্যন্ত শব্দ উৎপন্ন করে করে যা মানুষের শ্রবনে তেমন একটা সমস্যা হয়না,কিন্তু মশা-মাছি যারা পাখার সাহায্যে উড়ে তাদের উড়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে এই শব্দ।এই শব্দ চলাকালীন রুম বদ্ধ থাকলে ভাল উপকার পাওয়া যায়।সফটওয়ারটি ইন্সটল ও সোজা।ডাবল ক্লিক করে ইন্সটল করার পর ডেস্কটপ থেকে আইকন ক্লিক করে সফটওয়ারটি চালু করে ডানকোনায় আইকন এ মাউস ক্লিক করলে চালু হয়ে যাবে।প্রয়োজনীয়তা অনুযায়ী শব্দের মাত্রা বাড়ানো কমানো-বাড়ানো যায়।

*ডাউনলোড*

মোবাইল ভার্সন ডাউনলোড (সিম্বিয়ান মোবাইলের জন্য )

*সতর্কতাঃ একটানা এই চালানো থাকলে তা শ্রবনশক্তিতে মারাত্মক প্রভাব পড়তে পারে তাই একটানা না চালিয়ে কিছুক্ষন চালিয়ে তারপর বন্ধ করে দেয়া উচিত।

**এটা যদি মশা তাড়াতে ব্যার্থ হয় বা কারো শ্রবনশক্তিতে সমস্যা হয় তাহলে তার দায়দায়িত্ব আমি নিতে বাধ্য নয়।সবাই নিজ রিস্কে ব্যবহার করার অনুরোধ রইল। 😀

পুর্বে টেকস্পেটে প্রকাশিত।

Level 0

আমি নিশাচর নাইম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 1182 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তেমন কিছু জানি না, কিছু জানলে তা অন্যদের শিখানোর চেষ্টা করি যতটুকু সম্ভব।জ্ঞান নিজের মাঝে সীমাবদ্ধ না রেখে সবার মাঝে ছড়িয়ে দেয়াই প্রকৃত সার্থকতা।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

এটা আমি আনেক আগেই ব্যবহার করেছি। মনে হয় না কাজ করে। কারন এখানে কথাও স্পিকার এর উল্লেখ নেই। তাহলে শব্দ কোথা দিয়ে বের হবে? আর স্পিকার এতো উচ্চ তরঙ্গতে কেটে যাবে। এই প্রশ্নের উত্তর আমি নিজেকে দিতে পারিনি তাই আন- ইন্সটল করেছি।

    Level 0

    @AmitTunes: bhai sobdo beroy, amar o to speaker nei 🙂 , pore cabinet khule dekhte hobe, mone hoy inbuilt mother board er speaker diye sound beroy

    @AmitTunes: শব্দ স্পিকার দিয়েই বের হবে।আপনি সম্ভবত এটি চালাতে পারেননি।কিছু গানের সাউন্ডে ২০কিলোহার্যের বেশি ফ্রিকোয়েন্সী থাকে কিন্তু অন্যান্য শব্দের কারণে বোঝা যায় না।স্পিকার এত সহজে নষ্ট হয় না। 😛

মশার ছবিটা কিন্তু সেরাম হৈছে ❗ 💡 😆 8)

Level 2

ভুয়া, কাজ করে না

Level 0

kon jayga theke je lokjon aishob faltu tune kore bujhi na.

    @talhareza: কি করব ভাই, লিখতে ইচ্ছা হয় কিন্তু ভাল জিনিস নিয়ে লেখার ক্ষমতা আমার নেই তাই এই ফাউল টিউন। :/

asle vai bujteparlam na eta ke kono kaj e to kortache na

Level 0

সফটওয়্যার টার আওয়াজ এ আমার মাথা ধরে গেল কিন্তু মশা তো পালাই না।

Level 0

android er jonyo nei?

বস আমারতো সিম্বিয়ান মোবাইল নাই আমি কি করব। মশার উতপাত আনেক

Level 0

ভাই মশা তো speaker এর চারপাশে ঘুরঘুর করতেছে, মনে হয় আটা মশা দের music

এগুলো ভাই কাজ করে না, বিশ্বাস করুন, আমি এই একই জিনিস আগেও ব্যবহার করেছি।
যারা এটা বানায়, তারা বলে মশা নাকি হাই ফ্রিকোয়েন্সির শব্দ শুনলে পালায়। কিন্তু Wikipedia তে মশা সম্পর্কে পড়ে দেখেন তাদের হাই ফ্রিকোয়েন্সি শব্দ শোনার মত কান নাই।

ধন্যবাদ শেয়ার করার জন্য কিন্তু টিউনে এত বড় মশাটা কি এই সফট দিয়ে তাড়ানো যাবে?

শেয়ার করার জন্য ধন্যবাদ। মোবাইল এর জন্য ও একটা সফটওয়্যার আছে। এই লিঙ্ক এ যান http://bdstudentstalk.com/tech-news-and-help/anti-mosquito-software-for-mobile/msg183/#msg183