আসসালামুয়ালাইকুম। সবাই কেমন আছেন। আশা করি ভাল আছেন। আজ আপনাদের জন্য একটি মেগা থিমস কালেকশন নিয়া এসেছি।আপনি যদি Windows xp ইউজার হন তাহলে এটা আপনার জন্য। প্রায় ৪৫ টি নিউ এক্সক্লুসিভ থিম মাত্র 13.56mb.। একটি মাত্র সফটওয়্যার ডাউনলোড করে নিয়ে নিন এই ৪৫ টি থিমস। সাথে আপনার জন্য বোনাস হিসাবে থাকেছে ভিস্তা ড্রাইভ আইকন + ভিস্তা উইন্ডোজ স্টার্ট আপ টোন+ ভিস্তা স্ক্রিনসেভার+ এরো কারসর প্যাক। এটা আপনার পিসির কোন সমস্যা করবেনা + কম্পিউটার ও ধীরগতির করবে না।
এত কিছু পাচ্ছেন মাত্র একটি সফট প্যাঁকে তাহলে আর দেরি কেন এখনি ডাউনলোড করে নিন।
এখন সফটওয়্যার টি ইন্সটল করেন। করা শেষ হলে আপনার পিসি রিস্টার্ট দিতে বলবে, রিস্টার্ট দিন। এখন আপনার ডেস্কটপ থেকে মাউসের রাইট ক্লিক করে প্রপারটিজ এ ক্লিক করে Apperance ট্যাবে ক্লিক করে আপনার পছন্দের থিমটি সিলেক্ট করে ওকে করুন।
নাও এঞ্জয় ইট।
আপনাদের জন্য আরেকটি ছোট উপহার তা হল VLC MEDIA PLAYER Portable verson .নীচের ইমেজ এ ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন।
ভাল থাকুন সবসময়। খোদা হাফেয।
বিঃদ্রঃ বাংলা কোন ব্লগ এ এটাই আমার প্রথম পোস্ট । কোন ভুল হলে ক্ষমা করবেন দয়া করে। ভাল লাগলে একটা কমেন্ট করবেন না করলে কিন্তু খবর আছে :P। খোদা হাফেয।
পূর্বে প্রকাশিত >> http://www.mbboys.tk
আমি Heart ocen। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
000000000000000000000000000000000000000000 পুরাই ফাঁকা জীবনটা।
ভাল হয়েছে ভাই। চালিয়ে যান। সবার কাছে একটা অনুরোধ। আমি একটি ইংলিশ ব্লগ ওপেন করলাম কিছুদিন হল। বেশ কিছু পোস্ট ও দিলাম। কিন্তু আমি একা একা আর কত দিব। তাই যারা ইংলিশ এ পোস্ট করতে পারেন তারা আমার সাথে জএন করুন। তবে একটা কথা। দয়া করে কোন কপি পোস্ট করবেননা। আমার ব্লগ এর লিঙ্ক http://technologytune.com
göod tune chalia jan.