আপনার কম্পিউটার নিয়ন্ত্রন করুন এক ক্লিকে

আজকে যে সফটওয়্যার নিয়ে টিউন করতে যাচ্ছি, এই ধরনের অসংখ্য সফটওয়্যার ইন্টারনেট ঘাটলে পাওয়া যায় এবং এর থেকেও ভাল সফটওয়্যার আছে, তবে পশ্চিমা বিশ্বের প্রোগ্রামাররা যদি এধরনের সফটওয়্যার তৈরী করতে পারে। তাহলে আমরা পারব না কেন? আসুন, পরিচয় করিয়ে দেই নিজের তৈরী OneCLICK Control! এটি .NET Framework 3.5 ব্যবহার করে তৈরী করা হয়েছে এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে C# ব্যবহৃত হয়েছে।

 

এক নজরে দেখি এই সফটওয়্যারের কিছু বৈশিষ্টঃ

  • এক ক্লিকে Shutdown, Restart, Hibernate, Sleep, Lock অথবা Log-Out করুন। একি সাথে রাইট ক্লিক মেনুর মাধ্যমে এধরনের ফিচার এক্সেস করুন।
  • আপনার কম্পিউটারের সিস্টেম ইনফরমেশন এক নজরে দেখুন।
  • আপনার কম্পিউটারের RAM কত আছে, সেটার আপডেট দেখতে পাবেন এখানে, একই সাথে কতটুকু RAM বাকি আছে তাও দেখতে পারবেন।
  • কম্পিউটারের Power Status দেখতে পারবেন। যদি ল্যাপটপে ব্যবহার করেন, তাহলে যখন পিসি তে AC Supply না থাকবে তখন Power Status Offline দেখাবে এবং একই সাথে কতটুকু ব্যাটারি চার্জ বাকি আছে তাও দেখতে পারবেন।
  • আপনি যদি মনে করেন এত বড় ইন্টারফেস আপনার কাজে সমস্যা সৃষ্টি করছে তাহলে আপনার জন্য রয়েছে Mini Control Mode. আপনি Control Menu থেকে অথবা ইন্টারফেসে যে কোন জায়গায় রাইটক্লিক করে Switch to Mini Control Mode ক্লিক করুন। তাহলে ছোট একটি কন্ট্রোল ইন্টারফেস পাবেন যা আপনার কাজের কোন সমস্যা সৃষ্টি করবে না, স্ক্রিনের এক পাশে থাকবে।

এভাবে সরাসরি বাটনের মাধ্যমে আপনি কম্পিউটার কে কন্ট্রোল করতে পারবেন। আবার যদি আগের মত ইন্টারফেস ফিরে পেতে চান তাহলে রাইট ক্লিক করুন, এরপর Switch to Full Mode click করুন।

  • আপনার যদি ইন্টারফেসের ব্যাক কালার পছন্দ না হয়, তবে Settings মেনু থেকে বেছে নিন অন্য কোন কালার।

তবে মনে রাখুন এটি ব্যবহার করার জন্য অবশ্যই আপনার পিসিতে .NET Framework 3.5 এবং Windows Installer 3.1 থাকতে হবে।

সফটওয়্যার টি চলবে Windows XP, Windows XP Service Pack 2, Windows NT 4.0, Windows Vista, Windows 7

Windows XP এর পূর্বের ভার্সনের Windows এ কিছু ফিচার কাজ করবে না।

 

ডাউনলোড লিংকঃ            http://www.mediafire.com/download.php?coi7i6olb4a4y6j

তাহলে আজকেই সফটওয়্যার টি ইন্সটল করুন, দেখুন, ব্যবহার করুন। আপনারা যারা ব্যবহার করবেন তারা আমার ইমেইল এড্রেস [email protected] এ যোগাযোগ করুন, আপনার অভিযোগ, অভিমত, মন্তব্য আমাকে জানান। সফটওয়্যারে কিছু সমস্যা থাকতে পারে, সেটা আপনারা ব্যবহার করলে বুঝতে পারবেন, আমাকে সেগুলো জানাতে ভুলবেন না।

ফাইলের ডাউনলোড লিঙ্ক কাজ না করলে আমাকে কমেন্টের মাধ্যমে জানান।

Level 0

আমি জ্যোতি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 98 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি জ্যোতি চৌধুরী। কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর ছাত্র। মিলিটারি ইন্সটিটিউট অফ সাইন্স এন্ড টেকনোলজি, মিরপুর ক্যান্টনমেন্ট এ পড়াশোনা করছি। ভাল লাগে বন্ধুদের সাথে আড্ডা দিতে, কম্পিউটার প্রযুক্তি সম্পর্কে জানতে। আগ্রহ আছে সফটওয়্যার ডেভেলপমেন্ট, প্রোগ্রামিং ও ওয়েব ডেভেলপমেন্টের প্রতি। স্বপ্ন দেখতে ভালবাসি। স্বপ্ন কে বাস্তবে রুপায়ন করতে পছন্দ করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনাদের মত প্রোগ্রামাররা টিটির পাশে থাকলে নতুন টিউনারদের অনেক উপকার হবে আইটি বিষয়ে।ধন্যবাদ-টিউনের জন্য।

ধন্যবাদ আপনাকে নির্জন আলো।

Level 0

ধন্যবাদ আপনাকে……….

দারুন ত

ধন্যবাদ

ধন্যবাদ শেয়ার করার জন্য।

Level 2

ধন্যবাদ