PDF থেকে Word এ কনভার্ট করুন খুবই সহজে।

প্রথমেই বলে নিচ্ছি আমি এখানে টিউনার হিসাবে নতুন তাই ভুল হওয়াটা স্বাভাবিক  আর যদি তা করে ফেলি তবে ক্ষমা করবেন।

আমরা জানি যে, কোন PDF ফাইলকে  যদি এডিট করতে চাই তবে অবশ্যই আমাদের কোন PDF Editor Tool ব্যবহার করতে হবে অথবা অন্য কোন কনভার্টার দিয়ে তাকে কোন টেক্সটে কনভার্ট করে পরে তাকে Edit করতে হবে। নেটে সার্চ দিলেই আমরা এরকম অনেক Tools অথবা Converter পাবো, তবে তা ফ্রী না; আমাদেরকে টাকা দিয়ে কিনে তারপর ব্যবহার করতে হবে। যদিও খুব অল্প পরিমান Tools আছে ফ্রী কিন্তু তা দিয়ে  Convert বা Edit করলে অনাকাঙ্ক্ষিত ওয়াটারমার্ক  পরে যা আমাদের কাম্য নয়।  আজকে আমি আপনাদেকে এমন একটি সফটওয়্যারের সাথে পরিচয় করিয়ে দিব যা দিয়ে খুব সহজেই PDF থেকে Word এ Convert করতে পারবেন যে সফটওয়্যারে বাজার মূল্য $49 মাত্র। ভয় পাবেন না আপনার জন্য ১০০% ফ্রী!!! এই লিংক থেকে ডাউনলোড করে ইন্সটল করে নিন। সফটওয়্যারটি দিয়ে কাজ করা অত্যন্ত সহজ তার পরোও বলছি কি ভাবে করতে হবে, যদি আমার মতো নতুন কেউ থেকে থাকেন!

১। সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করে নিন।

২। সফটওয়্যারটির সাথে দেয়া কিজেন দিয়ে অ্যাক্টিভ করে নিন।

৩। সফটওয়্যারটি রান করে নিন।

সফটওয়্যারটির স্ক্রীন হবে নিচের মতো।

৪। এখন File মেনু থেকে Open এ ক্লিক করুন অথবা Ctrl+F এ ক্লিক করুন।

৫। আপনে Preferences নামক একটি Dialogue box পাবেন, যা আছে সব ঠিক রেখেই OK button এ ক্লিক করুন।

৬। এখন আপনাকে সেভ করার জন্য বলা হবে। একটা নাম দিয়ে সেভ বাটনে ক্লিক করুন।

ব্যাস! আপনার কাজ শেষ। এখন কিছুক্ষনে মধ্যেই আপনে আপনার Word Document পেয়ে যাবেন।

দয়া করে আপনার ভাল লাগা ও মন্দ লাগা দু'টুই কমেন্টের মাধ্যমে জানাবেন আর হাতে সময় থাকলে আমার ব্লগটি থেকে ঘুরে আসতে পারেন।

Level 0

আমি খোকন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আচ্ছা ভাই, কোন পিডিএফ যদি টেবিল থাকে এটা দিয়ে কনভার্ট করার পর তা থাকবে?

    @ওহাব: আপনে একবার করে দেখেন না প্লিজ। ধন্যবাদ মন্তব্যের জন্য।

Level 0

thank you brother.

কাজের জিনিস , ধন্যবাদ ।

ভাই একটা PDF বই থেকে কয়েকটা পৃষ্ঠা কেটে নিব PDF ফরম্যাটে …………সম্ভব ?

    @Rashed Kamal: এডোব রিডার দিয়া চেষ্টা করে দেখতে পারেন, মনে হয় হবে। অথবা এই সটওয়্যারটি দিয়ে ওয়ার্ডে কনভার্ট করে অপ্রয়োজনীয় অংশ ডিলিট করে আবার PDF এ কনভার্ট করে দিতে পারেন। দুই দিন অফলাইনে ছিলাম বলে উত্তর দিতে দেরি হওয়াতে আমি দুঃক্ষিত।

ভাল জিনিস ধন্যবাদ শেয়ার করার জন্য।

Level 2

ভাই jpeg থেকে কিভাবে লেখা copy করা যাই বলতে পারেন ???

Level 0

সুন্দর টিউন। তবে VeryPDF2Word এর একটা সমস্যা হল শুধু word এ ই convert করা যায়। আর word এ convert করার পরে line allignment উল্টাপাল্টা হয়ে যায়, যা পরে ঠিক করতে অনেক সময় নেয়। আমি অনেকগুলো software ব্যবহার করেছি, এবং আমার কাছে সেরা মনে হয়েছে Abby PDF Transformer. Just All In One

খোকন ভাই আপনার সাথে আমার কিছু জরুরি কথা আছে আপনি আমাকে এটমিনিট কল দেন আমি আপার নাম্বার টা পেলে আপনার সাথে কথা বলতে পারবো খুব জরুরী আমার নাম্বার 8801719-476879

delet kore dice apnar file

sorry brother media fire is empty.
please, give me this software.