প্রথমেই বলে নিচ্ছি আমি এখানে টিউনার হিসাবে নতুন তাই ভুল হওয়াটা স্বাভাবিক আর যদি তা করে ফেলি তবে ক্ষমা করবেন।
আমরা জানি যে, কোন PDF ফাইলকে যদি এডিট করতে চাই তবে অবশ্যই আমাদের কোন PDF Editor Tool ব্যবহার করতে হবে অথবা অন্য কোন কনভার্টার দিয়ে তাকে কোন টেক্সটে কনভার্ট করে পরে তাকে Edit করতে হবে। নেটে সার্চ দিলেই আমরা এরকম অনেক Tools অথবা Converter পাবো, তবে তা ফ্রী না; আমাদেরকে টাকা দিয়ে কিনে তারপর ব্যবহার করতে হবে। যদিও খুব অল্প পরিমান Tools আছে ফ্রী কিন্তু তা দিয়ে Convert বা Edit করলে অনাকাঙ্ক্ষিত ওয়াটারমার্ক পরে যা আমাদের কাম্য নয়। আজকে আমি আপনাদেকে এমন একটি সফটওয়্যারের সাথে পরিচয় করিয়ে দিব যা দিয়ে খুব সহজেই PDF থেকে Word এ Convert করতে পারবেন যে সফটওয়্যারে বাজার মূল্য $49 মাত্র। ভয় পাবেন না আপনার জন্য ১০০% ফ্রী!!! এই লিংক থেকে ডাউনলোড করে ইন্সটল করে নিন। সফটওয়্যারটি দিয়ে কাজ করা অত্যন্ত সহজ তার পরোও বলছি কি ভাবে করতে হবে, যদি আমার মতো নতুন কেউ থেকে থাকেন!
১। সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করে নিন।
২। সফটওয়্যারটির সাথে দেয়া কিজেন দিয়ে অ্যাক্টিভ করে নিন।
৩। সফটওয়্যারটি রান করে নিন।
সফটওয়্যারটির স্ক্রীন হবে নিচের মতো।
৪। এখন File মেনু থেকে Open এ ক্লিক করুন অথবা Ctrl+F এ ক্লিক করুন।
৫। আপনে Preferences নামক একটি Dialogue box পাবেন, যা আছে সব ঠিক রেখেই OK button এ ক্লিক করুন।
৬। এখন আপনাকে সেভ করার জন্য বলা হবে। একটা নাম দিয়ে সেভ বাটনে ক্লিক করুন।
ব্যাস! আপনার কাজ শেষ। এখন কিছুক্ষনে মধ্যেই আপনে আপনার Word Document পেয়ে যাবেন।
দয়া করে আপনার ভাল লাগা ও মন্দ লাগা দু'টুই কমেন্টের মাধ্যমে জানাবেন আর হাতে সময় থাকলে আমার ব্লগটি থেকে ঘুরে আসতে পারেন।
আমি খোকন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আচ্ছা ভাই, কোন পিডিএফ যদি টেবিল থাকে এটা দিয়ে কনভার্ট করার পর তা থাকবে?