|
|
অভ্র কি, কেন বা কিভাবে তা জানে না এমন কাউকে সম্ভবত বর্তমান বাংলা ব্লগে খুঁজে পাওয়া যাবে না। কারণ অভ্র বাংলা ব্লগে বিপ্লব ঘটিয়েছে অনেক আগেই। ফ্রি’র জগতে তাই সবচেয়ে আধিপত্য বিস্তারকারী সদস্য হিসেবে প্রমাণ বা প্রতিষ্ঠিত ও করতে পেরেছে এই অভ্র। বৈপ্লবিক পরিবর্তনের মাধ্যমে অভ্র কর্তৃপক্ষ সর্বশেষ ছেড়েছে ভার্সন ৫ যা আগের ভার্সনগুলোর তুলনায় অনেক বেশি অপশন সম্বলিত যেটাতে একসাথে UNICODE ও ANSI উভয় লেখার সুবিধা আছে, আছে Spell Checker, আছে পছন্দমত কী-বোর্ড লেআউট বানানোর সুবিধা।
তাই যেকোন লেআউট ব্যবহার করে লেখার সুবিধা আছে এ ভার্সনে। বাংলা ব্লগগুলোতে এ ভার্সনটি যতেষ্ট গ্রহণযোগ্যতা পাওয়ার পাশাপাশি ইউনিজয় লে-আউটটি বাদ দেয়ার অভিযোগও শুনা গেছে বেশ। কারণ অদৃষ্টের নির্দেশে বা কারো মান বাঁচাতে অভ্র কর্তৃপক্ষ এ ভার্সনে ইউনিজয় লে-আউট বাদ দিয়েছে। এতে বিপাকে পড়ে সাধারণ বা নতুন ইউজাররা। অভিজ্ঞরা সমাধান পেলেও নতুনদের মধ্যে এখনো সমস্যা কাটাতে পারেনি অনেকেই। তাই আমি এর সমাধান হিসেবে ইউনিজয় যুক্ত করে অভ্রকে ইনস্টলের চেষ্টা চালিয়েছে কয়েকদিন। বিভিন্ন সমস্যার সমাধান করে অবশেষে বানিয়ে ফেলি অভ্র ৫.০ এর সাইলেন্ট ইনস্টল। এর কিছু সুবিধা আর অসুবিধা লেখছি নিম্মেঃ
সুবিধাঃ
১। ইনস্টল করার জন্য শুধু একবার ডাবল ক্লিক প্রয়োজন। ডাবল ক্লিক করার কয়েক সেকেন্ডের মধ্যেই ইনস্টল হয়ে যাবে। তাই একেবারে নতুনদের জন্যও এটা ইনস্টল করা ঝামেলামুক্ত।
২। ইউনিজয় যুক্ত করা আছে এবং এটাকে ডিফল্ট কী-বোর্ড হিসেবে সেট করা হয়েছে।
৩। বাংলা-ইংরেজী কী-বোর্ড সুইচ F12 এর বদলে F11 করা হয়েছে। কারণ F12 এম.এস. ওয়ার্ডে Save as হিসেবে কাজ করে। তবে কারো পছন্দ না হলে এটা পরিবর্তন করতে পারে।
৪। উইন্ডোজের সাথে অটোমেটিক রান হয়ে যাবে। তাই কেউ ইচ্ছে করলে ডেস্কটপ শর্টকাট ডিলিট করতে পারবে এবং প্রতিবার লেখার সময় রান করতে হবে না। রান হওয়ার সময় Splash Screen টাকে ডিজেবল করা হয়েছে।
৫। টপ বারের পরিবর্তনে সিস্টেম ট্রেতে রাখা হয়েছে।
অসুবিধাঃ
১। এটার সাইজ একটু বেশি। অভ্র এর অরজিনাল সাইজ যেখানে 12MB এর মত সেখানে আমার তৈরিটা প্রায় 23MB।
আসলে আমি আমার কাস্টমাইজড উইন্ডোজ সিডিতে ব্যবহার করার জন্য অভ্রকে সাইলেন্ট ইনস্টলের চেষ্টা চালায়। সাইলেন্ট ইনস্টলের যত পদ্ধতি আছে সব প্রয়োগ করি। সাইলেন্ট ইনস্টল হলেও মনের মত কোনটা হচ্ছিলনা। তাছাড়া ইউনিজয় ও একসাথে এড করতে পারছিলামনা। তাই এমন এক পদ্ধতি আবিষ্কার করতে হলো যাতে একের ভেতর সব পায়। আর ঐটা করতে গিয়ে সাইজটা বেড়ে গেল। সাইজগত অসুবিধাটা থাকলেও নতুনদের জন্য আমার প্যাকেজটা আশাকরি পছন্দই হবে। কারণ ইনস্টলের ঝামেলাতো নেই সাথে ইউনিজয়টাও যুক্ত করা আছে। সফটওয়ারটি MSE দিয়ে স্ক্যান করা। বিজয় কী-বোর্ডঃ অনেকেই আছেন UniBijoy এ কয়েকটি কী নিয়ে ঝামেলায় পড়ে যান। তাই তাঁরা Bijoy কী-বোর্ড খুঁজে থাকেন। তাঁদের জন্যও ব্যবস্থা করেছি।এ জন্য টাস্কবার থেকে অভ্র Exit করে দিন। কয়েকবার Refresh করুন। এবার Bijoy2003 Keyboardডাউনলোড করে এক্সট্রাক্ট করুন। ওখানে তিনটি ফাইল পাবেন। Install Bijoy2003.bat ফাইলটাকে ডাবল ক্লিক করুন। কাজ হয়ে গেছে। দেখুন বিজয় কী-বোর্ড ইনস্টল হয়ে অটোমেটিক সেট হয়ে গেছে।
কামরুল ভাই এক কথায় অসাধারন। ভাই চিনতে পারলেন তো আমাকে । এই সফটটি আপনার কাছ থেকে আমিই মনে হয় প্রথমে পেয়েছি।যাক নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে।ভাই গতকাল কালের টিউনটির কি হলো ৩২বিট এবং৬৪বিট । সোর্ডফিশ ভাই ইনার টিউন ও নাই।আর মিঠু ভাই এর চেইনটিউন ছিড়ে গেছে মনে হয় ।