সহজেই ডউনলোড করুন ফ্লাস গেমস

আপনারা কি জানেন কোন ফ্লাশ গেম লোডিং হওয়ার পর সেটি আপনার কম্পিউটারে ডাউনলোড হয়ে যায়? সেই গেমটি পুনরায় ইন্টারনেট কানেকশন ছাড়াই খেলতে  হলে  আপনাকে  যা  করতে  হবে তা নিন্মে উল্লেখ করলাম

যা যা লাগবে

১. ফ্লাশ প্লেয়ারের লেটেস্ট ভার্সন

২. ইন্টারনেট এক্সপ্লোরার ৬

ডাউনলোড করা গেমটি যেভাবে খেলবেন

  • ১. প্রথমে কন্ট্রল পানেল এ গিয়ে ফোল্ডার অপশন ওপেন করুন
  • ২. এবার ভিউ ট্যাব থেকে Show Hidden Files And folders বাটনে টিক মার্ক দিন এবং Hide Extention For Know File types বাটন থেকে টিক মার্ক উঠিয়ে নিন
  • ৩. এবার OK করুন
  • ৪. এবার আপনার windows explorer এর অ্যাড্রেস বারে লিখুন "C:\Documents and Settings\(এখানে আপনার কম্পিউটারের ইউজারনেমটি লিখুন)\Local Settings\Temporary Internet Files"
  • ৫. এবার এন্টার দিন
  • ৬. এবার একটি ফোল্ডার ওপেন হবে। ফোল্ডারটির উপরের টুল বার থেকে Search বাটনে ক্লিক করুন
  • ৭. এখন সার্চ অপশন থেকে All Files And Folders সিলেক্ট করুন
  • ৮. All or part of the file name নামক বক্সে টাইপ করুন ".swf"
  • ৯. এবার search বাটনে ক্লিক করুন
  • ১০. সার্চ রেজাল্টে কিছু ফাইল দেখতে পাবেন । এগুলো একটি একটি করে কপি করে অন্য স্থানে পেস্ট করুন
  • ১১. এবার এগুলোর মধ্য থেকে যে কোন একটি ফাইল এ রাইট ক্লিক করে Propertise সিলেক্ট করুন
  • ১২. এবার ওপেন উইথে Internet Explorer সিলেক্ট করুন এখন এই ফাইল গুলির মধ্য থেকে যে কোনো একটিতে পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত গেম

[বিঃদ্রঃ ফ্লাশ গেম গুলি Internet Explorer ৬ দ্বারা লোডিং করতে হবে। ফাইলটি ওপেন করার পর Internet Explorer এর অ্যাড্রেস বারের নীচে "to help protect your security............." ইত্যাদি লেখা আসতে পারে। এগুল আসলে তাতে ক্লিক করে Allow Blocked Content এ ক্লিক করুন।এবার একটি বক্স আসবে বক্সের yes বাটনে ক্লিক করতে হবে। তাহলে গেমটি ওপেন হবে] এবার খেলতে থাকুন আপনার ফ্লাস গেমটি।

দয়া করে মন্তব্য করবেন।আসা করি আপনাদের ভাল লাগবে।

Level 0

আমি আলু ভর্তা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

কাজে আসবে


এখান
থেকে এই সফট টা ডাউনলোড করেন। ইন্টানেট এক্সপ্লোরার যে কোন টা তে কাজ হবে। গেমটা লোড হবার পর রাইট Button click করে সেভ করুন।
মনে হয় এটাই সহজ !!!!!!

    ধন্যবাদ নাহিদ ভাই।আমি এটা জানতাম না।

Level 0

ভাই আমি পারতেছি না! যদি পারেন, কষ্ট করে নিচের লিংকটা ডাউনলোড করে দিয়েন.. প্লীজ…
http://www.gamedesign.jp/flash/worldmap/worldmap.html