আসসালামু আলাইকুম,
সকল টিউনার ও ভিজিটরদের নতুন বছরের শুভেচ্ছা।আশা করি সকলি ভাল আছেন এবং ভাল থাকবেন এটাই নতুন বছরের প্রত্যাশা অতএব আজ আপনাদের মাজে বেশ মজার ও কাজের Flip বই তৈরি করার প্রোগ্রাম নিয়ে আসলাম। এর আগে Flip প্রোগ্রাম নিয়ে
টিউন হয়ে ছিল আমার মনে হয় ওটার চেয়ে এটা অনেক ভাল,বিভিন্ন পরমাটের যেমন PDF,JPG,FLV,SWF,BMP
IPEG,PNG ফাইল দিয়ে Flipping বই তৈরি করতে পরবেন।প্রথমে আমরা ডাউনলোড করেনি নিছের মিডিয়া ফায়ার থেকে।
তার পর স্ট্রাক করে যে কেউ সহজে ইন্সটল করে নিতে পারবেন ইন্সটল শেষে পাস ফাইল অপেন করে ইন্সটলে ক্লিক করুণ full ভারশন হয়ে যাবে। তার পর অপেন করেন।
Add ফাইলে ক্লিক করে আপনার পছন্দের ফাইল ওপেন করুন।
Flip ফাইলে মিউজিক সেট করতে চাইলে add মিউজিক ক্লিক করে Browse করে OK করুন।
তারপর styale ক্লিক করে আপনার পছন্দের style ও effect দিয়ে দিন।
এরপর publish এ যান publish করার আগে play করে এক বার দেখুন।
আপনি চাইলে swf.exe,html,emil,screen saver এ publish করে নিতে পারেন।
তারপর অপেন করে মজা নিতে তাকেন।
প্রিয় টিউনার ও ভিজিটর আমি ভাল করে উপস্তাপন করতে পারিনি বলে দুঃখিত যদি আপনাদের কাজে আসলে আমার পরিশ্রম স্বাত্যক।
আমি হাছান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 189 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হাছান বাড়ি চট্রগ্রাম পরদেশে থাকি কম্পিউটারের টুকিটাকি কাজ নিয়ে আছি
চমৎকার !!! এটা আমার প্রয়োজন ছিল। ধন্যবাদ ভাই আপনাকে।