এবার সত্যিই সব flv,mkv,vob,mpeg,avi,mp4,mp3,3gp, কিছুই চালাতে পারবেন একের মধ্যে কোন সমস্যা ছাড়াই….

কয়েকট টিউন করলাম। এর মধ্যে একটিতে আ্যফিলিয়েট লিংক দিয়ে একটি টিউন পেন্ডিং অবস্থায় পড়ে গেলো। কিভাবে কি করতে হবে কিছুই বুঝতে পারছি না। লিংক ঠিক করার জন্য edit ও করতে পারছি না। পারলে একটু কেউ হেল্প করুন। যাই হোক কাজের কথায় আসি। আজ আপনাদের জন্য একটি নতুন প্লেয়ার নিয়ে হাজির হলাম। যার ইন্টারফেইজ অনেক দারুন। নতুন কোন স্কিন দরকার হবে না। বিশেষ ব্যাপার হলো এর মধ্যো যে কোন ফাইল চলে। আপনারা ইউজ করে দেখুন।

http://www.mediafire.com/?7fqlgb2boo539j9

সবাইকে অনেক অনেক ধন্যবাদ......

 

 

Level New

আমি জোবায়ের রাসেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 309 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

দেখি চালিয়ে। তবে আমার কাছে KM প্লেয়ারই সবচেয়ে ভালো লাগে।

এটা ভাল। তবে VLC টা আমার কাছে ইজি মনে হয়।

    Level New

    ভাই VLC প্লেয়ারের উপরে এখনও কিছু পাই নাই। তবে এটা ব্যবহার করতেছি। কিছুদিন পরে বুঝতে পারব কোনটা বেশি ভাল।

Level New

আমার মতে KM প্লেয়ারই মাঝে মাঝে বেশি ফাইল চালাতে গেলে আটকাইয়া যায়। তখন কম্পিউটার রিস্টাট দেয়া ছাড়া গতি থাকে না। বিশেষ করে আপনি চার থেকে পাঁচটা ছবি একটার পর আরেকটা টেনে প্লেয়ারে দেখতে চাইলে।তবে এটাও বলছিনা যে KM প্লেয়ার খারাপ।ভাল। আমিও ব্যবহার করি।

খুব সুন্দর স্ক্রীনশর্ট, দেখেই মন ভরে গেলো। ডালো দিলাম, ধন্যবাদ। আর টিউনে যদি প্লেয়ারের নামটি একটু লিখে দিতেন……….. যদিও স্ক্রীনশট থেকেই বুঝা যায়, তবু পরবর্তীতে যে সফট নিয়ে টিউন করবেন তার নামটি টিউনে প্রকাশ করলে আমার মতো নতুনরা সহজেই বুঝতে পারবে। অনেক অনেক শুভেচ্ছা নতুন বছরের।

    Level New

    একবার চিন্তু করছিলাম। আবার চিন্তা করে দেখি যে স্ক্রিনশটে তো নামটা আছেই। তাই আর দেই নাই। তবে আপনার সাজেশন এর জন্য অনেক অনেক ধন্যবাদ।

আগে জানতাম না… তবে আমার কাছে Media Player HC বা VLC ভাল লাগে

Level 0

Vai eta ki professional? Serial key…..

Level 0

I want to serial key. Please help me. [email protected]

Level 0

Dear brother when Internet Connection off then does not work this software. why this problem. please tell me.

    Level New

    প্রথমে ইন্টারনেট ডিসকানেক্ট করুন এবং আনইনস্টল করে আবার ইনস্টল করুন।