ড্রাইভার লাগবে ড্রাইভার ? হরেক রকম ড্রাইভার?(Exclusive Tune)

সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ।

আশা করি সবাই ভাল আছেন ।

আজ আপনাদের সামনে একটা ছোট টিউন নিয়ে হাজির হলাম ।টিউন টি যদিও ছোট কিন্তু অনেক উপকারি । আশা করি সবার কাজে লাগবে ।

আমরা অনেকই অনেক সময় Motherboard এর Driver CD/DVD হারিয়ে ফেলি । এতে করে  windows এর পর ড্রাইভার সেটাপ আমরা দিতে পারিনা । বিভিন্ন জায়গায় ড্রাইভার এর জন্য দৌড়াতে হয় । বাজারে ড্রাইভার পাওয়া জায় কিন্তু দাম খুব চড়া ।আবার অনেকে Laptop এর ড্রাইভার খুজে পায়না । ড্রাইভার এর ভয়ে অনেকে  Laptop এ Windows  সেটআপ করে না । আসলে  ড্রাইভার  যে কি দরকারি জিনিস যার হারায় সে বুঝে ।

আজ আপনাদের এমন একটি Software দিব যা দ্বারা আপনি সব ধরনের Laptop & Desktop Driver সেটাপ করতে পারবেন ।

ড্রাইভার  খোজার ঝামেলা নেই । Just Click & Setup ।

বেশি কথা কম বলা ভাল । নিচের ধাপ গুলা অনুসরন করুন । আশা করি আমার চেয়ে ভাল বুঝবেন ।

😎 😎 😎 😎 😎 😎 😎 😎 😎 😎 😎 😎 😎 😎 😎 😎

নিচের Link থেকে Software টি Download করে নিন । ৩ টি পার্ট এ ভাগ করে দেওয়া আছে ।

winrar  দিয়ে software টি unrar করে নিন ।

ফোল্ডার টি  ওপেন করুন ।

** [win xp .86] Easy Driv এ ডাবল ক্লিক করুন ।

** নিচের Image  এর মত Scanning হবে , একটু অপেক্ষা করুন ।

**Scanning হওয়ার পর আপনার কম্পিউটার এর সব ড্রাইভার এর লিস্ট দেখাবে । সব সিলেক্ট করে স্টার্ট এ ক্লিক করুন ।

** কিছুক্ষণ অপেক্ষা করুন । আপনার সিলেক্ট করা সব ড্রাইভার সেটআপ  হবে ।

** সেটআপ  শেষ হলে  নিচের মত স্ক্রিন আসবে , তখন Reboot এ ক্লিক করুন ।

ব্যাস হয়ে গেল আপনার ড্রাইভার সেটআপ । এটা শুধু মাত্র Windows xp 32 bit এর জন্য । এটা আপনি Laptop & Desktop দুটার ই ড্রাইভার সেটআপ করতে পারবেন ।

তবে খুব হাই কনফিগারেশন Laptop & Desktop (such as core i3, i5, i7) এর  ড্রাইভার নাও পেতে পারেন । সেই ক্ষেত্রে ড্রাইভার  সার্চ করে  নামাতে হবে ।

 Download Link

Part - 1

http://www.mediafire.com/?jj22kdtu4975gkt

Part - 2

http://www.mediafire.com/?d081bh3infc2azl

Part - 3

http://www.mediafire.com/?079ljj8e249nw51

ভবিষ্যতে Windows 7,32 bit *& Windows 7,64 bit এর জন্য  ড্রাইভার আপলোড করব ইনশাআল্লাহ ।

আমার এই খুদ্র প্রয়াস আপনাদের যদি এতটুকু কাজে আসে তবে আমি সার্থক ।

আপনাদের মন্তব্য দেখার আশায় রইলাম । মন্তব্য  করতে ভুইলেন না জেন ।

Level 0

আমি মোহাম্মদ হাবীবুল্লাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 97 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I m very simple man, I like new technology.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

nice tune vai.akta question amr new laptop kono driver er cd dilo na (i5).
laptop er driver konta janbo kibhabe..

Apni model likhe net a search den? jodi na pan tahole janaien onno bebostha ase

windows set up debar por ki eta diyei sob driver install kora jabe????

Level 0

Mohammad Habibullah ভাই কে অসংখ্য ধন্যবাদ কাজের একটি Tune করার জন্য । আমার ২ টা প্রশ্ন ছিলো । তা হলো ১) এই সফটওয়্যার টি কি Driver Pack All in 1 এর মতোই কাজ করে ? এর ২) Download Link এর Part – 1 file অংশ টি (.exe) তে দেওয়া আছে বাকি ২ টা file (.rar) এ দেওয়া হয়েছে ..তাহলে file গুলি একসাথে কিভাবে join করবো ??

    @shuvojit: Thanks for comment,
    1)ha vai eta Driver pack all in 1 er motoi kaj kore.
    2)apni 3 ti part namiye nin then 1st part extrac korlei puro file peye jaben,No need join

Level 0

erokom ekta softwear ami anekdin theke kujchilam. thank u dada .. ei softwearti share korar jonno.

Level 0

vai amar laptop a kinar por theke driver nai r laptop ta hosse DELL INSPIRON NR4010 prothome windows 7 32-bit run korsilam kintu ram baranor por 64-bit run korsi shomoshatta hosse vai ami amar laptop er model diye google a onek search koresi kintu kono link pai ni but I hope apni jodi doya kore amar laptop DELL INSPIRON N4010 ei model er windows 7 a 64-bit er drivers gulor shondhan berkore dile vai onek beshi beshi beshi upokrito hobo………including everything bluetooth driver,audio driver,webcam driver,fn keyboard driver……e.t.c………vai khooob khoob joruriii i mean very important……….

শেয়ার করার জন্য ধন্যবাদ।

Level 0

,,,eita ki laptop e xp setup e use kra jabe????

Level 0

thaks vaia