** এবার ফোল্ডার নিয়ে একটু কানামাছি খেলি **…

টেকটিউনস এ এবং ইন্টারনেট দুনিয়ার রাজ্যে এটাই আমার প্রথম পোস্ট । অনেকদিন থেকেই ভাবছিলাম এই টপিক নিয়ে পৃথিবীর সেরা একটা পোস্ট করবো । টেকটিউনস এর নিয়মিত পাঠক আমি , কিন্তু পোস্ট করতে চাইলেই তো আর করা যায়না , কিছু লেখাপড়া না জেনে পোস্ট করতে আসলে আর মান ইজ্জত থাকবেনা , কারণ আমরাই তো জাতির কলাগাছ ... তো যাই হোক এবার কাজের কথায় আসি ।আমরা অনেক সময় আমাদের খুব গুরুত্বপূর্ণ এবং ব্যক্তিগত ফাইল গুলো অন্য কারো হাত থেকে লুকিয়ে রাখতে চাই , যেন সে ওই  ফাইল গুলো না দেখতে পারে। সেই জন্য কত কিছু করি , পিসি তে ফাইল লুকিয়ে রাখি ...কিন্তু তারপর ও কোন নিরাপত্তা নাই , কেননা এখন সবাই টুকটাক পিসি সম্পর্কে ধারণা রাখে ,এবং হতে পারে সেটা আপনার থেকেও বেশি কিংবা কম। সুতরাং চলুন একদম ফ্রেশ  কিছু বের করি দুষ্টামি করার জন্য ...

আজ আমি যে সফটওয়্যারটি সম্পর্কে আপনাদের জানাবো সেটা খুবই দরকারি । ফাইল লুকিয়ে রাখার জন্য এর থেকে ভাল সফটওয়্যার আমি আর কিছু পাইনি। সফটওয়্যারটি ব্যাবহার করে আমি পিসির ফাইল গুলোকে নিয়ে ছেলেখেলা খেলেছি ।সবচেয়ে বড় কথা হল এই সফটওয়্যার টা  ব্যাবহার করে আপনার পিসি তে  হিডেন অপশন অন থাকার পরও আপনার লুকিয়ে রাখা ফাইল কেউ দেখতে পারবে না। সফটওয়্যার টি যেমন ছোট তেমন কাজের । সফটওয়্যার টির নাম হল   ফোল্ডার মেজ প্র   । ইন্সটল করার পর টেক্সট ফাইল এ সিরিয়াল কি  দেয়া আছে।

সেটআপ এর সময় মোড সিলেক্ট করতে হবে স্ট্যান্ডার্ড । আপনি Stealth Mode  টাও সিলেক্ট করতে পারেন । তবে আমাদের জন্য স্ট্যান্ডার্ড মোডটাই বেশি কাজের ।
ইন্সটল শেষ হয়ে যাবার পর এরকম স্ক্রীন আসবে । নিচে দেখুন ট্রায়াল  ভার্সন লেখা আছে । এবার ফুল ভার্সন করার পালা

টেক্সট ফাইল এর সিরিয়াল কী কপি করে ট্রায়াল ভার্সন এ ক্লিক করে উপরের ছবির মত বসিয়ে দিন । ওকে দিলেই রেজিস্টারড ভার্সন হয়ে যাবে । নিচের ছবি লক্ষ্য করুন

টেক্সট ফাইলটি Reg  নামে দেওয়া আছে । কেউ না পেলে ছবির কোড বসিয়ে দিলে হয়ে যাবে ।
লক্ষ্য করুন , ফুল ভার্সন হয়ে গেছে ।

এবার লক্ষ্য করুন 2010 Trash ফোল্ডারটির দিকে , ফোল্ডারটি কিন্তু  হিডেন । আমরা এখন এটাকে গায়েব করব হিডেন অপশন অন  থাকা অবস্থায় ( হিডেন অপশন কিন্তু অন রয়েছে)

এবার অ্যাড অপশন এ ক্লিক করে ওই ফোল্ডার টিকে দেখিয়ে দিন ।

মার্ক করা জায়গায় ক্লিক করে ফোল্ডারটিকে অ্যাড করুন

প্রটেকশন মোড দিন হিডেন অ্যান্ড লক্ড। ব্যাস কাজ শেষ

হিডেন অপশন অন থাকার পরও আপনার ফাইল শো করবে না ।

এবার দেখুন ফোল্ডার টি গায়েব হিডেন অপশন অন থাকার পরও ।

আপনি আবার যখন ফাইল টি খোলার দরকার হবে , তখন মোড   নো  প্রটেকশন সিলেক্ট করতে হবে ।

অন্য আরেকটি উপায় হল (আমি এটাই করি) আপনি ফাইলটিকে লক করে রাখতে পারেন , লকড অপশনটিতে ক্লিক করুন আগের মতই ...।

সুবিধা হল অই ফাইলটিকে কেউ খুলতে পারবেনা ।।  এরর দেখাবে (  Folder Is Not Accesible , Element Not Found)  এইরকম

হিডেন  করার থেকে লক করাই বেশি ভাল । কারণ কেউ অনেক সময় খুলতে না পারলে ডিলিট করতে চাইবে , মনে করবে ভাইরাস । কিন্তু বড়ই আফসোস এর বিষয় সে অনেক চেষ্টা করেও ডিলিট মারতে পারবে না ।

এছাড়াও আপনি অন্য অপশন গুলো আপনার প্রয়োজনমত ব্যাবহার করতে পারেন ।

ডাউনলোড করতে ক্লিক করুন এখানে

http://www.mediafire.com/?kyts4bb62kq42be

সিরিয়াল কী এখানে
http://www.mediafire.com/?a7a5g5kl9y54yca

পরিশেষ এ সবাইকে ধন্যবাদ  এবং আগাম নতুন বছর  এর শুভেচ্ছা জানাচ্ছি । সবাই ভাল থাকবেন এবং আমার পোস্ট এর বিপরীতে ভাল কিংবা গঠন মুলক সমালোচনা করলে আমি আগামীতে আমার ভুল ত্রুটি সংশোধন করার যথাসাধ্য চেষ্টা করবো।  ( বানান এর দিকে যথেষ্ট খেয়াল রাখার পরও ভুল হলে আমি লজ্জিত ও দুঃখিত)

((( পোস্টটি তৈরি করতে আমি কারও সাহায্য নেইনি ।। সম্পূর্ণ করতে প্রায় ৪ ঘণ্টার মতো লেগেছে , কারণ আমি আগে আমার পিসিতে  ইন্সটল করে দেখেছি , তারপর পোস্ট করতে বসেছি )))

**একটি বিশেষ উপদেশ _
(৩১ তারিখ মদ খেয়ে চল্লিস দিন নাপাক থাকার চাইতে  কেএফসিতে গিয়ে চিকেন খাওয়া ভাল ... সবার জন্য না ...যারা ৩১ তারিখ এই পাগলামি করবেন তাদের জন্য

Level 0

আমি Nayim_Tarchira। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যা ভাল লাগে টাই করি । সুপার পাগল


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টিটি-র ভুবনে স্বাগতম, তবে এই সফটগুলো সাবধানতার সাথে ব্যাবহার করা উচিত, অনেকেই পাসওয়ার্ড ভুলে গিয়ে কান্নাকাটি করে, এমনকি নতুন অপারেটিং সিস্টেম সেটাপ দিয়েও লাভ হয় না, তাই ব্যবহার করুন সাবধানতার সাথে…

তবে পার্সোনাল ফাইলগুলো পোর্টেবল হার্ডডিক্সে রাখাই বেটার অপশন…

আপনার টিউনটি কিন্তু মানসম্মত, নিঃসন্দেহে…

অনেক ধন্যবাদ ভাই আপনার টিউন এর জন্য এবং বিশেষ করে আপনার মূল্যবান ধর্মীয় উপদেশ এর জন্য।আমি আজকে প্রথম comments করলাম।কেন জানেন?
আপনাকে ধন্যবাদ জানানোর জন্য শুধু!
আল্লাহ হাফেয…

Level 0

দারুন!

আপনার লেখা দেখে বুঝায় যায়না আপনি একজন নতুন লেখক আপনার লেখার স্টাইল দেখে যে কেউ মনে করবে আপনি একজন পুরাতন ও দ্ক্ষ লেখক । আপনার আগামি টিউন এর অপেক্ষায় রইলাম

###((( পোস্টটি তৈরি করতে আমি কারও সাহায্য নেইনি ।। সম্পূর্ণ করতে প্রায় ৪ ঘণ্টার মতো লেগেছে , কারণ আমি আগে আমার পিসিতে ইন্সটল করে দেখেছি , তারপর পোস্ট করতে বসেছি )))###

@Nayim_Tarchira: আমি অত্যন্ত দুঃখী ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে আপনার এই সফটওয়্যার আমার Windows 7 এ কাজ করছেনা…..আমি আপনার দেখানো নিয়ম অনুসারেই সবকিছু করেছি এবং একবার soft টা uninstall করে পুনরায় install করেও দেখেছি কাজ হয়না…ভাই আপনি কোথায় check করেছেন…..বরাবরের মত আমি আবারও হতাশ এই ”লকিং সফটওয়্যার” নিয়ে…..

@ নিরব হ্রদয় ভাই … আপনি আমার টিউন ভালভাবে লক্ষ্য করুন … আমার পিসির ফলদেরকেই আমি এভাবে লক করেছি … আপনার পিসিতে ক্যান হলনা আমার বোধগম্য নয় … আমি দুঃখিত …। কাজ তো হওার কথা , সমস্যা হলে আমাকে মেইল করতে পারেন …। [email protected]

সবাইকে অনেক ধন্যবাদ … আগামি পোস্টে অবশ্যই নতুন কোন চমক দেবার চিন্তা করবো

ধন্যবাদ সুন্দরকরে বিস্তারিত ভাবে টিউনটি করার জন্য ..

টিটি-র ভুবনে স্বাগতম, তবে এই সফটগুলো সাবধানতার সাথে ব্যাবহার করা উচিত, অনেকেই পাসওয়ার্ড ভুলে গিয়ে কান্নাকাটি করে, এমনকি নতুন অপারেটিং সিস্টেম সেটাপ দিয়েও লাভ হয় না, তাই ব্যবহার করুন সাবধানতার সাথে… …। দিপু ভাই আপনি মনে হয় খেয়াল করেননি যে এখানে পাসওয়ার্ড এর কোন ব্যাপারই নেই ,…।

তবে পার্সোনাল ফাইলগুলো পোর্টেবল হার্ডডিক্সে রাখাই বেটার অপশন… …। যারা আসলেই পোর্টেবল হার্ডডিস্ক পছন্দ করেন না তাদের জন্য এর থেকে ভাল বুদ্ধি আমার জানা নাই .. আপনার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ …। আমি প্রেরণা পেলাম …।।

নোমান ভাই আপনার দেয়া লিঙ্কটি ফুল ভার্সন নয় … আমারটা রেজিস্ট্রেশান করা ভার্সন

টিউন টি খুবই ভালো হইয়েছে । অনেক দিন হল টিউন করতে বসি নাই । আপনার টিউন দেখে আমার আবার টিউন করতে ইচ্ছে হল । ভালো থাকবেন । আর দিপু ভাইএর সাথে সহমত ।

চালিয়ে যান

ধন্যবাদ ভাই …। আসলেই এখন ভাল টিউন এর আকাল …। আমার টিউন দেখে আপনাদের মতো টিউনাররা যদি আবার টিউন করতে উৎসাহী হয় , এটাই আমার অনেক বড় পাওয়া

nice tune… thnx brother…….

thx rakib.imtiaz bro

ভাই, লিংকটিতে ঢুকলে ”ইনভেলিড অর ডিলেটেড ফাইল” দেখায়। দয়া করে অন্য কোন লিংক থাকলে দিন। ধন্যবাদ।

Level 0

ভাল করে লিঙ্ক টা দেন