JDownloader এ সংরক্ষিত পাসওয়ার্ড রিকোভার করুন এক ক্লিকে।

আমাদের মধ্যে খুব কম ইন্টারনেট ব্যবহারকারী আছেন যারা JDownloader সম্পর্কে জানেননা। ফাইল হোস্টিং সাইট যেমন র‍্যাপিডশেয়ার, ফাইলসনিক ইত্যাদি সাইট থেকে ডাউনলোড করার জন্য JDownloader অত্যন্ত কাজের একটি সফটওয়্যার। আমরা অনেকে যেডাউনলোডারে প্রেমিয়াম একাউন্ট ব্যবহার করি। JDownloader এ সংরক্ষিত প্রিমিয়াম আকাউন্ট এর ইউজারনেম দেখা যায়, কিন্তু পাসওয়ার্ড হিডেন অবস্থায় থাকে।

আজকে আপনাদের সাথে যে সফটওয়্যার শেয়ার করব সেটা ব্যবহার করে সহজেই JDownloader এ সংরক্ষিত পাসওয়ার্ড রিকোভার করতে পারবেন। আমাদের শুধু JDownloader যে ফোল্ডারে ইন্সটল করে আছে, সেটা দেখিয়ে দিলেই হবে।

যেভাবে ব্যবহার করবেন

১. প্রথমে JDownloader যে ডিরেক্টরী তে ইন্সটল করা আছে সেটা সিলেক্ট করতে হবে

২. তারপর Get It বাটন এ ক্লিক করতে হবে, নিচের বক্সে আপনার JDownloader এর সব পাসওয়ার্ড দেখা যাবে

৩. Copy বাটনে ক্লিক করে আপনার রিকভার করা ইউসারনেম এবং পাসওয়ার্ড কপি করতে পারবেন।

JDownloader Password recovery

ব্যবহার করতে সমস্যা হলে নিচের ভিডিও টিউটোরিয়াল দেখুন

ডাউনলোড

সতর্কতা - অন্যের JDownloader এর পাসওয়ার্ড হ্যাক করার কাজে এটা ব্যবহার করবেন না।

Level 0

আমি BlogBD। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 33 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস