আমি একজন নতুন টিউনার। দারুন একটা স্থানে(বান্দরবান) থাকি। নতুন হলেও আমি প্রায় দুই বছর ধরে টেকটিউনস এর সাথে আছি এবং সবসময় সাথে থাকার চেষ্টা করব। কারণ এখান থেকে আমি যা শিখতে পেরেছি তা বলতে গেলে আমি যদি একা একা বা কারো সাহায্য নিয়ে শিখতাম তাহলে ১ বছরের শিখা ১০ বছর লাগত। আগেই বলে রাখতেছি কোন প্রকার ভূল হলে মাফ করে দিবেন। বিশেষ করে নতুন টিউনারদেরকে কেউ দেখতে পারে না। তারা যদি কোন টিউন করে এবং ছোটখাট কিছু ভূল করে দেখা যায় তাদেরকে গালমন্দ করে ভরিয়ে ফেলে টিউনটি। আমার মতে তাদেরকে সাহায্য করা দরকার এবং ভূল ধরিয়ে অনুপ্রাণিত করা দরকার যাতে তারা ভাল ভাল টিউন সাবাইকে উপহার দিতে পারে। কারণ বলা তো যায় না কার মধ্যে যে কি লুকিয়ে আছে। কারণ প্রত্যেক মানু্ষই সয়ংসম্পূর্ণ কিছু গুণ নিয়ে জন্ম নেয়। অনেক কথা বলে ফেললাম এবার তাহলে শুরু করা যাক................
আজ আমি যে সফটওয়্যার নিয়ে আলোচনা করব তার নাম Boilsoft Video Splitter. এটি একটি ফুল ভার্সন সফটওয়্যার যার সাথে ইউজার নেম ও পাসওয়ার্ড দেয়া আছে। ডাউনলোড করুন http://www.mediafire.com/?kp57xiddxb55cev এর সাহায্যে 3gp.mp4.avi.dvd.flv.ipod.mp3.vcd.mpeg.vod.wmv.psp.rmফাইলকে খুব দ্রুতভাবে কাটতে পারবেন বা কনভার্ট করতে পারবেন যা আমি ধরে নিচ্ছি ২০-৩০ সেকেন্ড। এর সুবিধাগুলো হলোঃ
১. দ্রুততম কনভার্ট করা যায়(২০-৩০ সেকেন্ড মধ্যে)
২. যে কোন ভিডিও ফরম্যাট থেকে গান কেটে নেওয়া যায়
৩. মোবাইল উপযোগী ভিডিও গান তৈরি করা যায়
৪. যে কোন নিখুঁত মুভি থেকে নিখুঁত ফরম্যাটের গান কেটে নিতে পারবেন
৫. মোবাইলের জন্য রিংটোন তৈরি করতে পারবেন গান mp3 বা ভিডিও থেকে
৬. মুভিকে ইচ্ছামত দ্রুতভাবে ভাগ করতে পারবেন
পরিশেষে একটি কথা বলতে চাই যে বাংলাদেশে থেকে যদি দার্জিলিং এর মজা উপভোগ করতে চান তাহলে এই শীতের সময় বান্দরবানকে উপভোগ করতে পারেন।
আমি জোবায়ের রাসেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 309 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সুন্দর পোষ্ট।
যদিও আমি এই কনভার্টার ব্যাবহার করি না। তবে এটা দ্রুত কনভার্ট করে তা সত্য। আপনার দেয়া ভার্শনটা ৬.১১, আমার কাছে এটার ভার্শন ৬.৩২ সিরিয়াল কি সহ আছে।