ভিডিও ডাউনলোড করার ৫টি জনপ্রিয় ওয়েবটুলস, সম্পূর্ন ফ্রী…

বর্তমানে ভিডিও শেয়ারিং সাইটগুলি আমাদের নিত্যদিনের সঙ্গী। প্রয়োজনে অপ্রয়োজনে প্রায় প্রতিদিনই ভিডিও শেয়ারিং সাইটগুলিতে আমাদের ঢু মারতে হয়। তবে সমস্যায় পড়তে হয় যখন ভিডিও শেয়ারিং সাইটগুলো থেকে প্রয়োজনীয় কোনো ভিডিও সরাসরি ডাউনলোড করা যায়না।
তবে বর্তমানে অনেক সাইট এই সমস্যার সহজ সমাধান দিচ্ছে, যার কয়েকটি নিচে উল্লেখ করছি-

KeepVid

keepvid

আমার জানামতে ভিডিও শেয়ারিং সাইটগুলো থেকে ভিডিও ডাউনলোড করার জন্য KeepVid বর্তমানে সবচেয়ে জনপ্রিয়।  প্রায় অধিকাংশ জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইটের ভিডিও ডাউনলোড করা যায় এই সাইটের মাধ্যমে। সাইটে গিয়ে শুধুমাত্র লিঙ্ক পেস্ট করেই ডাউনলোড করা যাবে কাঙ্ক্ষিত ভিডিওটি। আরেকটি বৈশিষ্ঠ্য হলো এই সাইটের টপ ভিডিও সেকশনে জনপ্রিয় ভিডিওর লিস্ট আছে যেখান থেকে খুব সহজেই জনপ্রিয় ভিডিওগুলো ডাউনলোড করা যাবে।

ClipNabber

clipnadder

ClipNabber শুধুমাত্র ইউ আর এল কপি পেস্টের মাধ্যমে ইউটিউব, মেটাক্যাফে সহ অন্যান্য ভিডিও শেয়ারিং সাইট থেকে ভিডিও ডাউনলোড করতে দেয়। যে ভিডিওটি ডাউনলোড করতে চান তার ইউ আর এল টি এই সাইটে পেস্ট করলে একটি ডাউনলোড লিঙ্ক পাওয়া যাবে যার মাধ্যমে কম্পিউটার, আইপড, আইফোন সহ অন্যান্য মিডিয়া প্লেয়ার এর জন্য ভিডিও ডাউনলোড করা যাবে।

VideoDownloader

logovd

VideoDownloader হচ্ছে একটি ফায়ারফক্স এক্সটেনশন। এটি দিয়ে ইউ আর এল পেস্টের মাধ্যমে যেকোনো সাইট থেকে ভিডিও ডাউনলোড করা যাবে। এমনকি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট যেমন My Space থেকেও ভিডিও ডাউনলোড করা যাবে এই সাইটের সাহায্যে। এছাড়া ভিডিও দেখার জন্য ফ্রী Flv প্লেয়ারও ডাউনলোড করা যাবে এই সাইট থেকে।

Zamzar

zamzar-logo

Zamzar হচ্ছে একটি ফ্রী অনলাইন ফাইল কনভারশন এপ্লিকেশন, যার সাহায্যে অনলাইনেই যেকোনো ভিডিও AVI, MPEG, 3GP, MP4, MOV ইত্যাদি ফরমেটে কনভার্ট করা যাবে। মিডিয়া ফাইল ছাড়াও ছবি ও বিভিন্ন ডকুমেন্টও কনভার্ট করা যাবে এই সাইটে।

Media Converter

media_converter

Media Converter অনেকটা Zamzar এর মতই। তবে এ সাইটের ভিডিও ডাউনলোড এবং কনভার্ট দুটোই করা যাবে। এই সাইটের আরেকটি আকর্ষনীয় দিক হচ্ছে- ড্র্যাগ এন্ড ড্রপ এর মাধ্যমে সাইটের মডিউল গুলো বিভিন্ন স্থানে স্থানান্তর (যেটা টেকটিউনসের টিউনার প্যানেলেও আছে) করা যায়।

 

বোনাসঃ

সব বাংলা পত্রিকার লিঙ্ক একসাথে পেতে দেখুন-  All Bangla Newspaper

Level 0

আমি তারেকবিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 85 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস