আসসালামুআলাইকুম , আশা করি সবাই ভাল আছেন । অনেক দিন ধরেই টেক টিউনস এর সাথে আছি কিন্তু কখনও পোস্ট করা হয়নি । এটি আমার প্রথম পোস্ট তাই কোনও ভুল-ভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ।
আজকে আপনাদের সামনে যে সফটওয়্যার টি নিয়ে আলোচনা করব তার নাম FL STUDIO 10 .এই ধরনের সফটওয়্যার Digital Audio Workstation বা সংক্ষেপে D.A.W সফটওয়্যার নামে পরিচিত । সঙ্গীত পরিচালক কিংবা ব্যান্ড তাদের গান কম্পোজ , মিক্সিং , এডিটিং , রেকর্ডিং , এবং মাস্টারিং করার জন্য এই ধরনের সফটওয়্যার ব্যাবহার করে থাকেন ।
১। গান গেয়ে রেকর্ড করা যাবে ।
২। গানে ভার্চুয়াল ইন্সট্রুমেন্ট ব্যবহার করা যাবে । (যেমন : গিটার , পিয়ানো , ড্রামস ইত্যাদি )
৩। গানে কণ্ঠস্বর পরিবর্তন এবং সম্পাদনা করা যাবে ।
৪। Third-Party Plug-Ins ( ইফেক্ট এবং ইন্সট্রুমেন্ট হিসাবে ) ব্যাবহার করা যাবে ।
৫। গান .mp3 / .wav /.ogg /.midi file আকারে বের করা যাবে ।
৬। Midi কীবোর্ড অথবা Midi কন্ট্রোলার এর পরিবর্তে কম্পিউটার এর কীবোর্ড ব্যাবহার করা যাবে ।
৭। ডিজে - মিক্সিং এবং গান রিমিক্স করা যাবে ।
৮। Preloaded ড্রাম এবং মিউজিক লুপ ব্যাবহার করা যাবে ।
বিস্তারিত জানতে এই লিঙ্ক এ ক্লিক করুন ।
ইন্সটলেশন ফাইল এবং ক্র্যাক ফাইল ডাউনলোড করতে এই লিঙ্ক এ ক্লিক করুন । ( সাইজ এর সীমাবদ্ধতার কারনে মিডিয়া ফায়ার লিঙ্ক দেয়া সম্ভব হলনা )
প্রথমে ইন্সটলেশন ফাইল টি তে ডাবল ক্লিক করে ফাইল টি ইন্সটল করুন । আপনি এবার সফটওয়্যার টি রান করলে সেটি Demo Version দেখাবে । চিন্তার কোনও কারন নেই , ফোল্ডার এ থাকা ক্র্যাক ফাইল টিতে ডাবল ক্লিক করে ইন্সটল করুন ( ক্র্যাক ফাইল টি কপি-পেস্ট করবেন না ) । ব্যাস আপনার সফটওয়্যার টি এখন হয়ে গেল ফুল ভার্সন (Producer Edition) ।
Fl Studio সংক্রান্ত কিছু ই-বুক এর লিঙ্ক দেয়া হল ।
প্রথমে image-line.com এই সাইট এ রেজিস্ট্রেশান করে নিন । তারপর এই লিঙ্ক এ ক্লিক করে দেখতে থাকুন Fl Studio 10 সংক্রান্ত সকল ভিডিও টিওটরিয়াল ।
তাছাড়া YouTube এর কিছু লিঙ্ক দেয়া হল -
Video 01 - FL Studio Tutorials Beginner to Pro
Video 02 - FL Studio Tutorials Beginner to Pro
Video 03 - FL Studio Tutorials Beginner to Pro
Video 04 - FL Studio Tutorials Beginner to Pro
Video 05 - FL Studio Tutorials Beginner to Pro
Video 06 - FL Studio Tutorials Beginner to Pro
পরিশেষে একটি কথা , মিউজিক নিয়ে কাজ করার জন্য প্রচুর পরিমানে মিউজিক শুনতে হবে এবং মিউজিককে ভালবাসতে হবে । Fl Studio 10 ব্যাবহার করে প্রফেশনাল লেভেল এর কাজ করা সম্ভব , তবে সূক্ষ কাজের জন্য মিডি কন্ট্রোলার কীবোর্ড ব্যাবহার করা অত্যাবশ্যক । আজ এই পর্যন্তই , আগামীতে আরও মজাদার টপিক নিয়ে হাজির হওয়ার প্রত্যয় ব্যাক্ত করে এখানেই শেষ করছি । আল্লাহ হাফেয ।
আমি পটেটো ক্রেকারস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ভালবাসি মিউজিক নিয়ে কাজ করতে এবং মোবাইল ডিভাইস সম্পর্কে জানতে । ভালবাসি বন্ধুত্ত করতে , বন্ধুদের নিয়ে আড্ডা দিতে । সবার শ্রদ্ধা , বিশ্বাস , ভালবাসা নিয়ে এগিয়ে যেতে চাই জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ।