টেকটিউনসে কি মোবাইল ফোন দিয়ে টিউন লেখা যায়?

টিউন প্রকাশ টিউন ফরমেটিং

টেকটিউনসে কি মোবাইল ফোন দিয়ে টিউন লেখা যায়?


দেখা
319
উত্তর
2
3 বছর 3 মাস আগে

টেকটিউনসে আপনি টিউন লিখতে কোন ডিভাইস ব্যবহার করেন তা মেটার করে না। আপনি ডেস্কটপ, ল্যাপটপ বা আপনার স্বাচ্ছন্দ মত যে কোন ডিভাইস ব্যবহার করে টিউন লিখতে পারেন। কিন্তু যদি আপনার নিজেস্ব ডেস্কটপ, ল্যাপটপ না থাকে, টেকটিউনস যেহেতু সম্পূর্ণ মোবাইল ফেন্ডলি তাই আপনি চাইলে মোবাইল ব্যবহার করেও টিউন লিখতে পারবেন এবং টেকটিউনসের বেশ কিছু টিউনার শুধু মোবাইল ব্যবহার করে টিউন করে।

তবে ট্রাসটেড টিউনার হিসেবে ডেস্কটপ, ল্যাপটপ ব্যবহার করে টিউন করলে মোবাইলের চেয়ে দ্রুতার সাথে কাজ করতে সুবিধা হয়।

আর যদি একান্তই মোবাইল ব্যবহার করে কাজ করতে হয় তবে মোবাইল থেকে কিভাবে টিউনে টেকটিউনস গাইডলাইন অনুযায়ী স্ক্রিনসট, ছবি, ইমেইজ, ফটো যোগ করতে হয়, কীভাবে সঠিক ভাবে টিউন ফরমেট করতে হয়, কীভাবে মোবাইলের মাধ্যমে সেই কাজ গুলো করতে হয় যা ডেস্কটপ, ল্যাপটপ করা যায় সে পারদর্শীতা থাকতে হয়।

এছাড়া টেকটিউনস যেহেতু একটি সাইন্স, টেকনোলজি ও টেকনিক্যাল অর্থাৎ বিজ্ঞান, প্রযুক্তি ও কারিগরি সৌশল নেটওয়ার্ক তাই টেকটিউনস ট্রাসটেড টিউনার হিসেবে টিউন করার ক্ষেত্রে প্রকাশিত টিউন অবশ্যই টেকটিউনস টেকনিক্যাল টিউন টপিক গাইডলাইন অনুযায়ী টেকনিক্যাল টিউন টপিক নিয়ে প্রকাশ করতে হয়। টেকটিউনস টেকনিক্যাল টিউন টপিক গাইডলাইন অনুযায়ী নয় এমন টিউন টেকটিউনস ট্রাসটেড টিউন হিসেবে গন্য করা হয় না।

টেকটিউনস ট্রাস্টেড টিউনার হয়ে আপনি টেকটিউনস থেকে ইনকাম করতে চাইলে।

টেকটিউনস ডেস্কে আবেদনের সাপেক্ষে আপনি ট্রাস্টের টিউনার ব্যাজ অর্জন করতে পারবেন ও টেকটিউনস থেকে ইনকাম করতে পারবেন।

যদি আপনি নিশ্চিত হোন যে আপনার সাম্প্রতিক (শেষ ২ মাসের মধ্যে) সর্বশেষ ১০ টি টিউন টেকটিউনস ট্রাস্টেড টিউনার আবেদনের গাইডলাইন অনুযায়ী সঠিক ভাবে প্রকাশ করা আছে তবে আপনি টেকটিউনস ট্রাসটেড টিউনার ব্যাজের জন্য টেকটিউনস ডেস্কে আবেদন করুন।

খেয়াল করুন:

অ্যাক্টিভ (Active) থাকা ও কনসিসটেন্ট (Consistent) থাকা

টেকটিউনস ট্রাসটেড টিউনার প্রোগ্রামের মূল উদ্দেশ্য হচ্ছে টেকটিউনসে নিয়মিত হাই-কোয়ালিটি, অরিজিনাল, রিচ, কোয়ালিটি পূর্ণ ও এনজেগিং কন্টেন্ট নিয়মিত ভাবে প্রকাশ করে অ্যাক্টিভ (Active) থাকা ও কনসিসটেন্ট (Consistent) থাকার মাধ্যমে ‘টেকটিউনস ক্যাশ’ উপার্জন করা।

টেকটিউনস ট্রাস্টেড টিউনারের অ্যাক্টিভ (Active) থাকা ও কনসিসটেন্ট (Consistent) থাকার প্যারামিটার হচ্ছে প্রতি সপ্তাহে 400 শব্দের উপরে কমপক্ষে 2 টি টিউন প্রকাশ করা এবং প্রতি মাসে 400 শব্দের উপরে কমপক্ষে ১০ টি টিউন প্রকাশ করা। অর্থাৎ টেকটিউনস ট্রাস্টেড টিউনার হিসেবে আপনার প্রতি সপ্তাহে কমপক্ষে ৮০০ শব্দের ও প্রতি মাসে কমপক্ষে 4000 শব্দের হাই-কোয়ালিটি, অরিজিনাল, রিচ, কোয়ালিটি পূর্ণ ও এনজেগিং কন্টেন্ট প্রকাশ করার পারদর্শীতা থাকতে হবে।

আপনি যদি শুধু মাত্র টেকটিউনস ট্রাসটেড টিউনার ব্যাজ অর্জন করেন কিন্তু টেকটিউনস ট্রাস্টেড টিউনারের অ্যাক্টিভ (Active) থাকা ও কনসিসটেন্ট (Consistent) থাকার প্যারামিটার অনুযায়ী টেকটিউনসে নিয়মিত হাই-কোয়ালিটি, অরিজিনাল, রিচ, কোয়ালিটি পূর্ণ ও এনজেগিং কন্টেন্ট নিয়মিত ভাবে প্রকাশ করে অ্যাক্টিভ (Active) থাকতে ও কনসিসটেন্ট (Consistent) থাকতে ব্যর্থ হোন তবে আশানুরূপ ‘টেকটিউনস ক্যাশ’ উপার্জন করতে ব্যর্থ হবেন। পরিণাম সরূপ আপনার টেকটিউনস ট্রাসটেড টিউনারশীপ ধরে রাখতে পারবেন না ও Lost করবেন।

তাই টেকটিউনস ট্রাসটেড টিউনার হিসেবে অবশ্যই এবং অবশ্যই আপনাকে টেকটিউনস ট্রাস্টেড টিউনারের অ্যাক্টিভ (Active) থাকা ও কনসিসটেন্ট (Consistent) থাকার প্যারামিটার অনুযায়ী টেকটিউনসে নিয়মিত হাই-কোয়ালিটি, অরিজিনাল, রিচ, কোয়ালিটি পূর্ণ ও এনজেগিং কন্টেন্ট নিয়মিত ভাবে প্রকাশ করে অ্যাক্টিভ (Active) থাকা ও কনসিসটেন্ট (Consistent) থাকার পারদর্শীতা অর্জন করতে হবে।

এনজেগিং টিউন টপিক তৈরি করা

টেকটিউনস ট্রাসটেড টিউনার হিসেবে হাই-কোয়ালিটি, অরিজিনাল, রিচ, কোয়ালিটি পূর্ণ কন্টেন্ট তৈরির পাশাপাশি আপনার টিউনের টপিক হতে হবে ইউজার এনগেজিং। অর্থাৎ যে টিউনের কন্টেন্ট ইউজার বেশি এনজেজিং হয়। যে কন্টেন্ট এ ইউজার বেশি টিউমেন্ট করে, বেশি জোসস দেয়, আপনাকে বেশি ফলো করে, আপনাকে বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় সে কন্টেন্ট গুলোই এনগেজিং কন্টেন্ট। আপনি এমন ধরনের টিউন করলেন যে টিউনের টিউন টপিক খুবই বেসিক বা গতানুগতিক, যে টিউনের টিউন টপিক ইউজার এনজেগমেন্ট করে না তাহলে আপনি আশানুরূপ ‘টেকটিউনস ক্যাশ’ উপার্জন করতে ব্যর্থ হবেন।

তাই টেকটিউনস ট্রাসটেড টিউনার হিসেবে অবশ্যই এবং অবশ্যই আপনাকে এনজেগিং টিউন টপিক তৈরি করার পারদর্শীতা অর্জন করতে হবে আর তার জন্য আপনার প্রচুর কন্টেন্ট রিসার্চ করা, কন্টেন্ট কিউরেট করা ও কন্টেন্ট স্ট্রেটিজি তৈরি করার পারদর্শীতা অর্জন করা খুবই জরুরি।