এডোবি এক্রোবেট প্রফেশনাল ৮ (২৫৪মেগাবাইট)

পিডিএফ তৈরী করার জন্য Adobe Acrobat সবচেয়ে জনপ্রিয় । কিন্তু ইচ্ছা থাকলেও অনেকেই বড় সাইজের জন্য বিশেষ করে ভার্সন ৯ এবং ১০ ব্যাবহার করতে চান না । পিডিএফ তৈরী করার জন্য আরো যেসব প্রগ্রাম নেটে পাওয়া যায় সেগুলোর প্রতি তেমন আগ্রহ জন্মায় না । কারন এডোবি এক্রোবেটই হলো নাম্বার-১ । অনেকেই এডোবি এক্রোবেট প্রফেশনাল ৮ এর কীজেনারেটর ব্যাবহার করে কিভাবে ইনষ্টল প্রক্রিয়া সম্পন্ন করতে হয় তার স্বচিত্র বিবরন এবং মিডিয়াফায়ার এর লিন্ক চেয়েছেন তাদের জন্যই এই টিউন । অবশ্য যাদের প্রয়োজন নিয়ে রাখতে পারেন ।

ডাউনলোড লিন্ক (part1 – 95.779 Mb)

ডাউনলোড লিন্ক (part2-95.779Mb)

ডাউনলোড লিন্ক (part3-62.49Mb)

Adobe Acrobat Professional 8.1 ডাউনলোড করার পর পার্ট-১ এর উপর মাউস রেখে রাইট ক্লিক করুন >

1

রাইট ক্লিক করার পর পপআপ উইন্ডো আসলে সেখান থেকে সিলেক্ট করুন > Extract to Adobe Acrobat Professional 8.1\

2

Extracting From Adobe Acrobat ... পপআপ উইন্ডো এসে এক্সট্রাক্ট করা শুরু করে দিবে

3

১০০% এক্সট্রাক্ট করা হয়ে গেলে Extracting From পপআপ উইন্ডোটি আপনা-আপনি বন্ধ হয়ে যাবে এবং Adobe Acrobat Professional 8.1 এই নামে ফোল্ডার তৈরী হয়ে এর ভিতর সবকিছু এক্সট্রাক্ট হবে ।

4

সন্পূর্ণ এক্সট্রাক্ট করা হয়ে গেলে Adobe Acrobat Professional 8.1এর খন্ড খন্ড অংশগুলি ডিলিট করে দিতে পারেন ।

5

Adobe Acrobat Professional 8.1 নামে যে ফোল্ডারটি আছে সেটি ডাবল ক্লিক করে খুলুন ।

6

ইনষ্টল দেওয়ার আগে ইন্টারনেট কানেকশন অবশ্যই ডিজেবল করে রাখবেন । যদি ডিজেবল না করেন কীজেনারেটর এর কী কাজ করবে না

ফোল্ডারটি খোলার পর সেখানে যে Keygen Application আছে সেটি আগে ডাবল ক্লিক করে খুলুন ।

7

খোলার পর Generate Serial বাটনে ক্লিক করুন ।

8

উপরের সিরিয়ালটি সিলেক্ট করে কীবোর্ড থেকে Ctrl+C চাপুন । সিরিয়াল কপি হবে ।কীজেনারেটর ক্লোজ করবেন না আরো কাজ বাকি আছে

9

তারপর AcroPro80_cfg Application টিতে ডাবল ক্লিক করে রান করুন

10

Adobe Acrobat Professional 8-----Setup প্রসেসিং উইন্ডো এসে কাজ শুরু করে দিবে >

11

12

১০০% প্রসেসিং হয়ে গেলে Setup উইন্ডো আসলে ওকে তে ক্লিক করুন >

13

Windows Installer উইন্ডো এসে ইনষ্টলের জন্য প্রস্তুতি নিবে >

14

Adobe Acrobat 8 Professional উইন্ডো আসলে Next বাটনে ক্লিক করুন >

15

তারপর User name : 0 , Organization : Home , I have a serial number ; install the full version . এর আগে ক্লিক করে টিক চিন্হ দিয়ে দিন >

সিরিয়াল এর ঘরে মাউস এর কার্সর এনে ক্লিক করুন তারপর যে সিরিয়ালটি কপি করেছিলেন সেটি কীবোর্ড থেকে Ctrl+V চাপুন ।

16

অথবা কীজেনের সিরিয়াল কাগজে নোট করে সিরিয়াল নাম্বারের ঘরে হাতে টাইপ করুন নেক্সট বাটনে ক্লিক করুন >

আবার নেক্সট বাটনে ক্লিক করুন >

17

কীজেনারেটরের দ্বিতীয় সিরিয়াল নাম্বার সিলেক্ট করে কপি করুন তারপর Adobe Acrobat 8.1.0 Professional _setup এর সিরিয়ালের ঘরে পেষ্ট করুন >

18

সিরিয়াল পেষ্ট করার পর নেক্সট বাটনে ক্লিক করুন >

19

আবার নেক্সট >

20

Setup type সিলেক্ট করুন Custom >Next বাটনে ক্লিক করুন >

21

আবার নেক্সট >

22

Custom Setup উইন্ডো আসবে কোথায় ইনষ্টল করবেন । ডিফল্ট লোকোশন হলো C:\Program Files (x86)\Adobe\Acrobat 8

যদি অন্য ড্রাইভে ইনষ্টল করতে না চান তাহলে নেক্সট ক্লিক করুন ।

23

আর যদি অন্য ড্রাইভে ফোল্ডার বানিয়ে সেই ফোল্ডার লোকেশন দেখিয়ে দেন তাহলে সেই ড্রাইভের সেই ফোল্ডারে ইনষ্টর হবে । Change বাটনে ক্লিক করে আমি এখানে উদাহরণ স্বরুপ আমার “F” ড্রাইভে Acrobat 8 ফোল্ডার তৈরী করে সেই ফোল্ডার সিলেক্ট করে দেখিয়ে দিয়েছি ।

24

25

26

সিলেক্ট করে দেখিয়ে দেওয়ার পর নেক্সট ক্লিক করুন >

27

Ready to install the program উইন্ডো আসলে ইনষ্টল বাটনে ক্লিক করুন

28

ইনষ্টলের কাজ শুরু হবে > সময় লাগবে

29

30

ইনষ্টলের কাজ সন্পূর্ণ হয়ে গেলে setup complete উইন্ডো আসলে Finish বাটনে ক্লিক করে ইনষ্টলেশন প্রক্রিয়া শেষ করুন ।

31

যদি Launch Adobe Acrobat 8.1.0 Professional আগে টিক চিন্হ থাকে তাহলে প্রগ্রামটি রান হবে

রান হওয়ার পর License Agreement উইন্ডো আসলে Accept বাটনে ক্লিক করুন ।

32

Activate or Quit উইন্ডো আসবে সেখান থেকে Other activation options এ ক্লিক করুন >

33

Activation Options উইন্ডো আসবে সেখান থেকে Over the telephone আগে ক্লিক করে টিক চিন্হ দিয়ে দিন তারপর ওকে তে ক্লিক করুন ।

34

Phone Activation উইন্ডো আসলে সেখান থেকে Activation Number সিলেক্ট করে কপি করুন >

35

Activation Number সিলেক্ট করে কপি করার পর কীজেনারেটর ক্লিক করে সামনে আনুন । সামনে আসার পর Generate Serial এর নিচে খালি ঘরে মাউস কার্সর রেখে ক্লিক করে কপি করা Activation Number পেষ্ট করুন

36

37

Activation Number পেষ্ট করার পর কীজেনারেটরের Activate বাটনে ক্লিক করুন ।

38

Activate বাটনে ক্লিক করার পর Authorization Code পাবেন । এই কোড কাগজে লিখে রাখুন ।

39

তারপর Phone Activation উইন্ডোর তিন নাম্বার সেকশনে Authorization Code হাতে টাইপ করে লিখে দিন । পেষ্ট করলে হবে না

Authorization Code হাতে টাইপ করে লিখার পর Activate বাটনে ক্লিক করুন >

40

Thank You উইন্ডো আসলে Done বাটনে ক্লিক করুন ।

41

Registration – Connection Failure উইন্ডো আসলে Never Register বাটনে ক্লিক করুন Adobe Acrobat অপেন হবে ।

42

Getting Started With Adobe Acrobat 8 Professional উইন্ডো আসবে , ক্লোজ করে দিন ।

43

নতুন ডকুমেন্ট খুলে যদি PDF তৈরী করতে চান তাহলে মেনুবারে গিয়ে File > Create PDF > From Blank Page ক্লিক >

44

ডকুমেন্টটি খুলবে এবার আপনার যা কিছু লিখার টাইপ করুন । আমি বিজয় ৫২ দিয়ে বাংলা লিখলাম ।

45

আজ এই পর্যন্ত আবার দেখা হবে ।

Cat And Duck

Level 2

আমি হাসানাত চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

really its very essential for me. Thank u. r installer somoy ki internet connected rakte hobe, na ki disconnected?

@Sharif:
ইন্টারনেট কানেকশন অবশ্যই ডিজেবল করে রাখবেন ।

অনেক অনেক ধন্যবাদ ভাই ডাউনলোড দিলাম ।

Level 2

nice tune….ato sundor vabe present koresen tune ta j osomvob sundor hoyese….
Tune ta akebare clear……….bhai apni khub sundor kore tune korte paren….sobai jodi avabe tune korto?

অভ্র দিয়ে বাংলা লিখতে পারলাম না। বিজয় দিয়ে লেখা বাংলা ফাইল ওপেন হয় কিন্তু কিছু বোঝা যায় না। কোন সমাধান আছে কি ?

Level 3

অনেক কস্ট করে টিউন করেছেন। ধন্যবাদ।

অশেষ ধন্যবাদ। অসাধারণ। আমি আগে Acrobat 6 ব্যবহার করেছি। অসাধারণ ছিল, কিন্তু কেন যেন তা Windows 7 ব্যবহার করতে পারছিলাম না। অনেক ঝামেলা গেছে। ।আপনি কাজটা এত সহজ করে দিলেন। মাত্র Inshtall কমপ্লিট করলাম। ধন্যবাদ জানানোর ভাষা খুজতে হবে। আপনি ভালো থাকবেন।

    @ershad263113:
    আপনার কাজে লেগেছে সেইজন্য আমার কষ্টটাও স্বার্থক । সেইসাথে আপনাকেও ধন্যবাদ কমেন্টের জন্য ।
    🙂 🙂 🙂

Level 0

অশেষ ধন্যবাদ ।।

Level 0

vai, part 3 er download link e server e kicu nai boltece…

Level 0

ভাই, সফটওয়্যারটি খুবই দরকার ছিল, বড় থাকার কারনে দুবার ডাউনলেঅড শেষরে দিকে ফেল হয়েছে, ছোট করে দেয়ায় এবার সে সমস্যাটা হয়নি, এজন্যে আপনাকে অনেক ধন্যবাদ ।
পাশাপাশিসিরিয়ালের জন্যেও, তবে ধন্যবাদ দিলেও কম হবে।

Level 0

লিঙ্ক গুলা সব ডেড 🙁 আপডেট করে দেওয়া যায় ভাই। খুব উপকার হত 🙂