পিডিএফ তৈরী করার জন্য Adobe Acrobat সবচেয়ে জনপ্রিয় । কিন্তু ইচ্ছা থাকলেও অনেকেই বড় সাইজের জন্য বিশেষ করে ভার্সন ৯ এবং ১০ ব্যাবহার করতে চান না । পিডিএফ তৈরী করার জন্য আরো যেসব প্রগ্রাম নেটে পাওয়া যায় সেগুলোর প্রতি তেমন আগ্রহ জন্মায় না । কারন এডোবি এক্রোবেটই হলো নাম্বার-১ । অনেকেই এডোবি এক্রোবেট প্রফেশনাল ৮ এর কীজেনারেটর ব্যাবহার করে কিভাবে ইনষ্টল প্রক্রিয়া সম্পন্ন করতে হয় তার স্বচিত্র বিবরন এবং মিডিয়াফায়ার এর লিন্ক চেয়েছেন তাদের জন্যই এই টিউন । অবশ্য যাদের প্রয়োজন নিয়ে রাখতে পারেন ।
ডাউনলোড লিন্ক (part1 – 95.779 Mb)
ডাউনলোড লিন্ক (part2-95.779Mb)
ডাউনলোড লিন্ক (part3-62.49Mb)
Adobe Acrobat Professional 8.1 ডাউনলোড করার পর পার্ট-১ এর উপর মাউস রেখে রাইট ক্লিক করুন >
রাইট ক্লিক করার পর পপআপ উইন্ডো আসলে সেখান থেকে সিলেক্ট করুন > Extract to Adobe Acrobat Professional 8.1\
Extracting From Adobe Acrobat ... পপআপ উইন্ডো এসে এক্সট্রাক্ট করা শুরু করে দিবে
১০০% এক্সট্রাক্ট করা হয়ে গেলে Extracting From পপআপ উইন্ডোটি আপনা-আপনি বন্ধ হয়ে যাবে এবং Adobe Acrobat Professional 8.1 এই নামে ফোল্ডার তৈরী হয়ে এর ভিতর সবকিছু এক্সট্রাক্ট হবে ।
সন্পূর্ণ এক্সট্রাক্ট করা হয়ে গেলে Adobe Acrobat Professional 8.1এর খন্ড খন্ড অংশগুলি ডিলিট করে দিতে পারেন ।
Adobe Acrobat Professional 8.1 নামে যে ফোল্ডারটি আছে সেটি ডাবল ক্লিক করে খুলুন ।
ইনষ্টল দেওয়ার আগে ইন্টারনেট কানেকশন অবশ্যই ডিজেবল করে রাখবেন । যদি ডিজেবল না করেন কীজেনারেটর এর কী কাজ করবে না
ফোল্ডারটি খোলার পর সেখানে যে Keygen Application আছে সেটি আগে ডাবল ক্লিক করে খুলুন ।
খোলার পর Generate Serial বাটনে ক্লিক করুন ।
উপরের সিরিয়ালটি সিলেক্ট করে কীবোর্ড থেকে Ctrl+C চাপুন । সিরিয়াল কপি হবে ।কীজেনারেটর ক্লোজ করবেন না আরো কাজ বাকি আছে ।
তারপর AcroPro80_cfg Application টিতে ডাবল ক্লিক করে রান করুন
Adobe Acrobat Professional 8-----Setup প্রসেসিং উইন্ডো এসে কাজ শুরু করে দিবে >
১০০% প্রসেসিং হয়ে গেলে Setup উইন্ডো আসলে ওকে তে ক্লিক করুন >
Windows Installer উইন্ডো এসে ইনষ্টলের জন্য প্রস্তুতি নিবে >
Adobe Acrobat 8 Professional উইন্ডো আসলে Next বাটনে ক্লিক করুন >
তারপর User name : 0 , Organization : Home , I have a serial number ; install the full version . এর আগে ক্লিক করে টিক চিন্হ দিয়ে দিন >
সিরিয়াল এর ঘরে মাউস এর কার্সর এনে ক্লিক করুন তারপর যে সিরিয়ালটি কপি করেছিলেন সেটি কীবোর্ড থেকে Ctrl+V চাপুন ।
অথবা কীজেনের সিরিয়াল কাগজে নোট করে সিরিয়াল নাম্বারের ঘরে হাতে টাইপ করুন নেক্সট বাটনে ক্লিক করুন >
আবার নেক্সট বাটনে ক্লিক করুন >
কীজেনারেটরের দ্বিতীয় সিরিয়াল নাম্বার সিলেক্ট করে কপি করুন তারপর Adobe Acrobat 8.1.0 Professional _setup এর সিরিয়ালের ঘরে পেষ্ট করুন >
সিরিয়াল পেষ্ট করার পর নেক্সট বাটনে ক্লিক করুন >
আবার নেক্সট >
Setup type সিলেক্ট করুন Custom >Next বাটনে ক্লিক করুন >
আবার নেক্সট >
Custom Setup উইন্ডো আসবে কোথায় ইনষ্টল করবেন । ডিফল্ট লোকোশন হলো C:\Program Files (x86)\Adobe\Acrobat 8
যদি অন্য ড্রাইভে ইনষ্টল করতে না চান তাহলে নেক্সট ক্লিক করুন ।
আর যদি অন্য ড্রাইভে ফোল্ডার বানিয়ে সেই ফোল্ডার লোকেশন দেখিয়ে দেন তাহলে সেই ড্রাইভের সেই ফোল্ডারে ইনষ্টর হবে । Change বাটনে ক্লিক করে আমি এখানে উদাহরণ স্বরুপ আমার “F” ড্রাইভে Acrobat 8 ফোল্ডার তৈরী করে সেই ফোল্ডার সিলেক্ট করে দেখিয়ে দিয়েছি ।
সিলেক্ট করে দেখিয়ে দেওয়ার পর নেক্সট ক্লিক করুন >
Ready to install the program উইন্ডো আসলে ইনষ্টল বাটনে ক্লিক করুন
ইনষ্টলের কাজ শুরু হবে > সময় লাগবে
ইনষ্টলের কাজ সন্পূর্ণ হয়ে গেলে setup complete উইন্ডো আসলে Finish বাটনে ক্লিক করে ইনষ্টলেশন প্রক্রিয়া শেষ করুন ।
যদি Launch Adobe Acrobat 8.1.0 Professional আগে টিক চিন্হ থাকে তাহলে প্রগ্রামটি রান হবে
রান হওয়ার পর License Agreement উইন্ডো আসলে Accept বাটনে ক্লিক করুন ।
Activate or Quit উইন্ডো আসবে সেখান থেকে Other activation options এ ক্লিক করুন >
Activation Options উইন্ডো আসবে সেখান থেকে Over the telephone আগে ক্লিক করে টিক চিন্হ দিয়ে দিন তারপর ওকে তে ক্লিক করুন ।
Phone Activation উইন্ডো আসলে সেখান থেকে Activation Number সিলেক্ট করে কপি করুন >
Activation Number সিলেক্ট করে কপি করার পর কীজেনারেটর ক্লিক করে সামনে আনুন । সামনে আসার পর Generate Serial এর নিচে খালি ঘরে মাউস কার্সর রেখে ক্লিক করে কপি করা Activation Number পেষ্ট করুন
Activation Number পেষ্ট করার পর কীজেনারেটরের Activate বাটনে ক্লিক করুন ।
Activate বাটনে ক্লিক করার পর Authorization Code পাবেন । এই কোড কাগজে লিখে রাখুন ।
তারপর Phone Activation উইন্ডোর তিন নাম্বার সেকশনে Authorization Code হাতে টাইপ করে লিখে দিন । পেষ্ট করলে হবে না ।
Authorization Code হাতে টাইপ করে লিখার পর Activate বাটনে ক্লিক করুন >
Thank You উইন্ডো আসলে Done বাটনে ক্লিক করুন ।
Registration – Connection Failure উইন্ডো আসলে Never Register বাটনে ক্লিক করুন Adobe Acrobat অপেন হবে ।
Getting Started With Adobe Acrobat 8 Professional উইন্ডো আসবে , ক্লোজ করে দিন ।
নতুন ডকুমেন্ট খুলে যদি PDF তৈরী করতে চান তাহলে মেনুবারে গিয়ে File > Create PDF > From Blank Page ক্লিক >
ডকুমেন্টটি খুলবে এবার আপনার যা কিছু লিখার টাইপ করুন । আমি বিজয় ৫২ দিয়ে বাংলা লিখলাম ।
আজ এই পর্যন্ত আবার দেখা হবে ।
আমি হাসানাত চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
really its very essential for me. Thank u. r installer somoy ki internet connected rakte hobe, na ki disconnected?