অনেকেই হয় তো এই ট্রিক্স জানেন বা জানেন না। যারা জানেন না তাদের জন্য একটু শেয়ার করা।আমাদের IDM Resume Option কাজে লাগে শুধূমাত্র সেসব ফাইলের জন্য যেগুলো কোন Direct Link থেকে নামানো হচ্ছে বা এমন কোন লিংক থেকে যে লিংকটার কোন পরিবর্তন হচ্ছে না। কিন্তু YouTube, media fire, rapid share ইত্যাদি ফাইল শেয়ারিং সাইটগুলো Resume support করলেও কিচুক্ষন পরপর এদের লিঙ্ক পরিবর্তন হয়ে যায়। ফলে ডাউনলোড বন্ধ হলে আবার শুরু থেকে ডাউনলো করতে হয়।
এখন চিন্তা করুন আপনি যদি 100 MB বা তা বেশি এর একটা ফাইল ডাউলোড করতেছেন। 90% হয়ার পরে আমাদের ভাগ্যের মহিমায় কারেন্ট চলে গেলো। পরে যখন কারেন্ট আসলো তখন ফাইল টি Resume ডাউনলোড করে Resume করলেন কিন্তু ঐ লিঙ্কটি আর কাজ করে না। তখন কি করবেন?
এ থেকে সমস্যা থেকে মুক্তি দিতে IDM এর লেটেস্ট ভার্শনে একটা Option রয়েছে Refresh Download Address নামে। এটি দিয়ে আমনার ডেড হয়ে যাওয়া লিঙ্ক টি পালটিয়ে নিতে পারেন।
এখন যে ফাইলের লিঙ্ক টি ডেড হয়ে গেছে তার মধ্যে Right Click করে Refresh Download Address এ ক্লিক করুন। আমি একটি ভিডিওর উদাহরন দিচ্ছিঃ
তাহলে নিছের মত আপনার ব্রাউজার ওপেন হবে। এবং যখন আপনার Download this file / Down this Video আসবে তখন ঐ কাহানে ক্লিক করুন।
তাহলে আপনার ফাইলের জন্য একটি নতুন Address Assign হবে।
এবার আপনার ফাইল Resume করে দেখুন আগের ডাউনলোড হওয়ার ষেশ থেকে আবার ডাউনলোড হচ্ছে।
সবাইকে প্রযুক্তির ব্লগ টেকটুইটস এ স্বাগতমঃ http://techtweets.com.bd/
আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!
ধন্যবাদ।