ডাউনলোড খোরদের জন্য৭টি মাল্টি টরেন্ট সাইট

আমরা নেট ইউজাররা নেটে বিভিন্ন ধরনের কাজ করে থাকি। কিন্তু নেটের আসল মজা তো ডাউনলোড। আমরা সবাই কম-বেশি ডাউনলোড করে থাকি। আজকে আমার এই টিউন ঐসব ডাউনলোড খোরদের জন্য যারা ডাউনলোড করতে ভালবাসে।

আজকে আমি টরেন্টের সাতটি সার্ভিস নিয়ে টিউন করব। ইন্টারনেটে হাজার হাজার টরেন্ট সার্ভিস রয়েছে। আপনি কেন একটি সাইটে পড়ে থাকবেন? আজকে আপনাদের সামনে আমি ডাউনলোডের বিশাল ভান্ডার তুলে ধরব। আর যারা জানেই না টরেন্ট কী তারা এই টিউন গুলো দেখুন

Simultaneous Searching

নাউ টরেন্ট (NowTorrents):

[thumb]www.nowtorrents.com/[/thumb]

Now Torrent -এ আপনি একসাথে ১২টি সাইট সার্চ করতে পারবেন। আমার কাছে এই সার্ভিসের ফাইল টাইপ ট্যাব এবং হেলথ ইন্ডেকেটর খুব ভাল লেগেছে। এর ফায়ার ফক্স এবং আইই (IE) কমপ্যাটিবেল সার্চ প্লাগিন্স রয়েছে।

ইউস্নিফ (uSniff):

[thumb]usniff.com/[/thumb]

uSniff একটি জটিল ২.০ ইন্টারফেস মাল্টি-সাইট টরেন্ট সার্চের জন্য। এখঅনে সার্চ রেজাল্ট খুব দ্রুত লোড হয়। আমি বিভিন্ন সাইট সার্চ করি এর মধ্যে পাইরেট বাই (Piratebay) এবং আইএসওহান্ট (IsoHunt) রয়েছে। ইউস্নিফের ইন্টারফেস খুবই ক্লিন এবং খুব দ্রুত রেসপন্স করে। ফায়ার ফক্স এবং আইই (IE) সার্চ প্লাগিন্স রয়েছে।

স্ক্রেপ টরেন্ট (ScrapeTorrent):

[thumb]scrapetorrent.com[/thumb]

ScrapeTorrent -এ এক সাথে নয়টি সাইট সার্চ করে এবং এর মধ্যে পাইরেট বাই (Piratebay), আইএসওহান্ট (IsoHunt), মিনিনোভা (Mininova), এবং ডিমিনোয়িড (Demonoid) ও রয়েছে।

স্পীকলি (Speckly):

[thumb]speckly.com[/thumb]

আমি Speckly সার্ভিসের ডিসপ্লে রেজাল্ট পছন্দ করি না। এখানে সকল ফলাফলই এক পেজে থাকে। এখানে কোন শর্টিং অপশন নেই যদিও এখানে ফাইল টাইপের ভিত্তে লিস্ট থাকে।

টরেন্টজ (Torrentz):

[thumb]www.torrentz.com[/thumb]

Torrentz সার্ভিসটি টেকনিক্যালি মাল্টিপ্যাল সাইট সার্চ করে কিন্তু আপনি এখানে প্রথম পেজে সাধারণ রেজাল্ট পাবেন। ক্লিক করলে আপনি আলাদা আলাদা ভাবে টরেন্টের লিস্ট পাবেন।

Manual Multi-Site Searching:

টরেন্ট প্যাড/এক্টিভ ডটস (Torrent Pond / ActiveDots):

[thumb]www.torrentpond.com[/thumb]

আপনি Torrent Pond / ActiveDots -এ এক সাথে ২২টি সার্চ অপশন পাবেন। তবে আমি মনে করি আপনাদের প্রত্যেকটি সাইট আলাদা ভাবে ভিজিট করা উচিৎ।

টরেন্ট ফাইন্ডার (Torrent Finder):

[thumb]torrent-finder.com[/thumb]

Torrent Finder একটি জটিল সার্ভিস। এটি আসলই অনেক ভাল একটি সার্ভিস। এখানে আপনি কয়েকশ পাবলিক আর প্রাইভেট টরেন্টে সার্চ করতে পারবেন।

তবে আর বসে কেন? এখন এই সার্ভিস গুলো থেকে শুরু করুন ডাউনলোডিং আর দেখুন ডাউনলোডের মজা। আর আপনারা আরও ভাল কোন সার্ভিসের কথা জানলে শেয়ার করুন।

Level 0

আমি ইয়াসিন আরাফাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 134 টি টিউন ও 406 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এই তো শুরু পথ চলা.. চলছি আমি একলা.. অনেক কিছু আমার মাঝে.. সুযোগ পেলেই করে খেলা..


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Yeasin ভাই টরেন্ট ফাইলের নাম শুনলেই ভয় লাগে ।

    হাসিব ভাই আপনি ভয় পাইলে কেমনে হবে।

ধৈর্য পরীক্ষার এক অনন্য উদাহরণ হলো টরেন্ট ফাইল ডাউনলোড।

    এক্কেবারে মনের কথা

    আমাদের ধৈর্য এমনিতেই কম টরেন্টের মাধ্যমে না হয় তা একটু বাড়িয়েই নিলেন।

UTORRENT ভাল একটা টরেন্ট ডাউনলোডার সেটা লিখলেনা যে ।

    আসলেই ইউটরেন্টাও ভাল। শাহাজান ভাইয়া আপনাকে ধন্যবাদ বলার জন্য।

Level 0

টরেন্ট ফাইল ডাউনলোড korar niomta jodi tune korten?

    আমি এই বিষয়ে জানি না।
    আর ডায়াআপ দিয়ে কি ভাবে টরেন্ট ইউজ করা যায়?

Level 0

তাই তো..

Thanks Arafat vai ke